রোজগার মেলার মাধ্যমে (Rozgar Mela) চাকরির নিয়োগপত্র পেতে চলেছেন ৫১ হাজার জন। আগামী দিনে কর্মসংস্থানে সুযোগ ঘটবে আরো কয়েক লক্ষের। এই প্রকল্পের মাধ্যমে মোট ১০ লাখ চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। কিভাবে এই চাকরি পাবেন, কারা আবেদনের যোগ্য। বিস্তারিত জেনে নিন।
Rozgar Mela Scheme 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক চালু করা বিভিন্ন বিখ্যাত প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো রোজগার মেলা। দেশের বিপুল সংখ্যক বেকার চাকরিপ্রার্থীদের একাংশকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। গত বছর অক্টোবর মাসেই চালু হয় প্রধানমন্ত্রীর এই প্রকল্প।
এর মাধ্যমে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেয়েছেন দেশের প্রায় ১০ লক্ষ বেকার যুবক-যুবতীরা। তার মধ্যে সদ্য নিয়োগ পেয়েছেন মোট ৫১ হাজার চাকরিপ্রার্থী। আজ ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
রোজগার মেলায় কোথায় চাকরি হবে?
জানা যাচ্ছে এই রোজগার মেলার (Rozgar Mela) মাধ্যমে যে সকল চাকরিপ্রার্থীদের মনোনীত করা হবে তাদেরকে সারাদেশের যেকোন প্রান্তে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর যেমন ডাক বিভাগ, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ, পরমাণু শক্তি বিভাগ, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইত্যাদিতে।
রোজগার মেলা কোথায় অনুষ্ঠিত হয়?
সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী দিনে সারাদেশের মোট ৪৬টি স্থানে আবার এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। আর সেগুলি থেকে আরও কয়েক লক্ষ বেকার ছেলেমেয়েদের চাকরি পাওয়ার সুযোগ করে দেবে সরকার।
Rojgar Mela 2023 registration
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘কর্মযোগী প্রারম্ভ’ (Karmayogi Prarambh) নামে একটি অনলাইন ইন্টারফেস চালু করা হয়েছে। এটি iGOT কর্মযোগী পোর্টালের (Karmayogi Portal) একটি অনলাইন মডিউল। জানা যাচ্ছে রোজগার মেলার মাধ্যমে নতুন যে ৫১ হাজার প্রার্থীরা কাজে নিয়োগ পেতে চলেছেন, তাদের এই অনলাইন ইন্টারফেস এর মাধ্যমে Rozgar Mela প্রকল্পে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।
Rojgar Mela Elegibility 2023
এর জন্য ৬৮০ টিরও বেশি অনলাইন কোর্স ইতিমধ্যেই চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকার কর্তৃক। মনোনীত হওয়া প্রার্থীরা যেকোনো স্থানে যেকোনো সময় করতে পারবেন এই অনলাইন কোর্সগুলি। এই কোর্সগুলি শেষ হওয়ার পরই তাদেরকে সরাসরি ভাবে কাজ শুরু করার জন্য অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, রাজ্যে বহুদিন পর Group C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদনের আগে বিস্তারিত জেনে নিন।
Rojgar Mela Salary and Recruitment
কেন্দ্রীয় মন্ত্রী বি এল বর্মা জানিয়েছেন, “এই বছরের আগস্ট মাসে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এবং আইটিবিপি-র মতো বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী গুলিতে রোজগার মেলার মাধ্যমে কর্ম প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। সারা দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া রোজগার মেলা ক্যাম্প গুলির মাধ্যমে ইন্টারভিউতে মনোনীত হয়েছিলেন মোট 1,000 জন প্রার্থী।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে 12000 প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। জেনে নিন আবেদনের
তার মধ্যে Rozgar Mela এর মাধ্যমে 250 জন প্রার্থীকে নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে কেন্দ্রীয় সরকার মারফত। আগামী দিনে দেশের আরো বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।”
আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন, এখানে।
Written by Nabadip Saha.
Hi sir
Samaresh kotal
Very nice idea .
Rozger mela