ধীরে ধীরে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবরের পথে সাল ২০২৪. আর অক্টোবর শুরু হতেই বদলে যাচ্ছে বেশ কিছু নিয়মকানুন (Rule Change). অক্টোবর মানেই একাধিক উৎসব। আর এই উৎসবের মরশুমে লম্বা ছুটি পাবেন সবাই। শুধু তাই নয়, অক্টোবরে খরচ হবে বেশি। এর মধ্যে বেশ কিছু নিয়মের পরিবর্তন (Rule Change) জনতার চিন্তার কারণ। আদৌ সুবিধা হবে নাকি অসুবিধা হবে সবার? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। অক্টোবরে কোন কোন নিয়মে বদল আসছে? এক নজরে জানা যাক।
আধার কার্ডের এই নিয়মগুলি জানেন না 90 শতাংশ মানুষ! আর আপনি জানেন তো? না হলেই বিপদ!
Rule Change From 1 October 2024
অক্টোবর মাসে বেশ কিছু নিয়ম বদল হবে (Rule Change From October). উদাহরণস্বরূপ বলা যায় এলপিজি সিলিন্ডারের দাম, সুকন্যা সমৃদ্ধি যোজনায় বদল, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে বদল, এবং পিপিএফ-এর নিয়মে বদল। আসুন প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাক।
১) এলপিজি গ্যাসের দামে বদল
সাধারণত প্রত্যেক মাসের প্রথম দিন এলপিজি গ্যাসের দামে বদল আসে। অক্টোবরের ক্ষেত্রেও তেমনটাই হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে অতীতের প্রবণতা বলছে, বাণিজ্যিক গ্যাসএর দামে বদল করা হলেও সাধারণ রান্নার গ্যাসে এরকম দামের বদল হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে খুব সম্ভবত অক্টোবর মাসে রান্নার গ্যাসের দাম কমতে পারে।
পুজোর আগে দূর হল চিন্তা! বড় পদক্ষেপ রাজ্যের! বিদ্যুতের বিল নিয়ে আর বিন্দুমাত্র চিন্তা নেই আমজনতার
২) ক্রেডিট কার্ডের নিয়মে বদল
অক্টোবরের শুরুতে ক্রেডিট কার্ডের নিয়মে বদল আসছে। জানা যাচ্ছে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন করা হবে। কিছু ক্রেডিট কার্ডের লয়্যালটি প্রোগ্রাম পরিবর্তন করা হয়েছে। আর বাকি নতুন নিয়মগুলি প্রযোজ্য হবে আগামী ১ অক্টোবর থেকে।
৩) সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়মে বদল
খুব সম্ভবত, কেন্দ্রীয় সরকারের নামকরা প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে বদল আনা হচ্ছে অক্টোবরের শুরু থেকেই। আর এই নতুন নিয়ম বলছে, এবার থেকে কন্যাদের অ্যাকাউন্টগুলি পরিচালিত করতে পারবে একমাত্র তাঁদের আইনি অভিভাবকরা। আর তা না করলে বন্ধ করা হতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট।
৪) PPF-এর নিয়মে বদল
পোস্ট অফিসের জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে পরিচালিত হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF). এবার এই প্রকল্পে তিনটি বড় পরিবর্তন হতে চলেছে। ধারণা করা হচ্ছে, পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকরী হতে পারে। গত ২১ আগস্টে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ নতুন নিয়ম নিয়ে নির্দেশিকা জারি করেছে। জানা যাচ্ছে,যার অধীনে পিপিএফ-এর তিনটি নতুন নিয়ম কার্যকর হতে পারে।