SAIL Recruitment 2022

SAIL Recruitment 2022 – জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।

চাকরিপ্রার্থীদের জন্য নয়া সুখবর। ইতিমধ্যেই দুর্গাপুর স্টিল কারখানায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (SAIL Recruitment 2022)। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আমি জানি শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো প্রতিবেদনটি।

Advertisement

নিয়োগের স্থান– দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) এর হসপিটাল। (SAIL Recruitment 2022)
নিয়োগ পদের নাম- Proficiency Trainee
মোট শূন্যপদের সংখ্যা- ২৬ টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে B.Sc নার্সিং কোর্স পাশ করতে হবে বা জেনারেল নার্সিং কোর্সের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এছাড়াও ইন্টারশিপের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন করা সার্টিফিকেট প্রয়োজনে লাগতে পারে।

স্ত্রীর রাগ ভাঙাতে ছুটি চেয়ে বসের কাছে আবেদন, বিনিময়ে কি উত্তর পেলেন ব্যক্তি?

বয়সসীমা– আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন (SC/ST প্রার্থীদের ৫ বছরের এবং OBC প্রার্থীদের ৩ বছর)।
প্রশিক্ষণের সময়কাল – ১৮ মাস। প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। সপ্তাহে ১ দিন ছুটি থাকবে। (SAIL Recruitment 2022)

Ads


স্টাইপেন্ড– মাসিক ৮,০০০ টাকা। মাসে ১৫ থেকে ১৯ দিন কাজ করলে দৈনিক ১৩০ টাকা করে দেওয়া হবে। ২০ দিন বা তার বেশি কাজ করলে দৈনিক ২৬০ টাকা করে দেওয়া হবে। ১৫ দিনের কম কাজ করলে কোন টাকা দেওয়া হবে না। (SAIL Recruitment 2022)
যে সকল ডিপার্টমেন্টের নিয়োগ করা হবে
ICU/NICU/ BICU.
Surgery.
Medicine.
Paediatrics.
Orthopedics.
Obs & Gyn.
Casualty.
Covid.
Chest & others.

Advertisement

আগষ্ট মাসে পশ্চিমবঙ্গে স্কুল কলেজ, ব্যাংক, অফিস এক সপ্তাহের বেশি ছুটি ঘোষণা, দেখুন কোন কোন দিন

আবেদন পদ্ধতি– নিচের দেওয়া লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তা সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ইমেইল আইডিতে ইমেইল করতে হবে। (SAIL Recruitment 2022)
ইমেইল আইডি – rectt.dsp@sail.in
এরপর শর্ট লিস্টিং এর মাধ্যমে যোগ্য ও সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য মেল বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

Advertisement

ইন্টারভিউয়ের স্থান ও তারিখ– দুর্গাপুর, ৩০ আগস্ট (মঙ্গলবার) এবং ৩১ আগস্ট (বুধবার) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত। (SAIL Recruitment 2022)
ইন্টারভিউয়ের স্থান– DSP Main Hospital, J. M. Sengupta Road, B- Zone, Durgapur- 713205

Ads

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ – ২৯ আগস্ট, ২০২২.
অফিশিয়াল ওয়েবসাইট
https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আন্দাজে লটারি টিকিট না কেটে, এই নিয়মে টিকিট কাটুন, ভাগ্য বদলে যাবে

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *