উচ্চশিক্ষার জন্য নতুন Scholarship, আবেদন করলেই মিলবে 50000 টাকা।

কিভাবে এই Scholarship এর জন্য আবেদন জানাতে হবে? জেনে নিন।

উচ্চশিক্ষা নয় চিন্তা করছেন (Scholarship)? তাহলে এইসব দুশ্চিন্তা ভুলে উচ্চশিক্ষার জন্য চেষ্টা চালিয়ে যান। বর্তমানে উচ্চশিক্ষার জন্য মেধাবী পড়ুয়াদের জন্য সরকারি-বেসরকারি সকলরশিপের ব্যবস্থা করা হয়েছে। খুব সহজেই করা যাবে আবেদন। তাছাড়া বার্ষিক পাওয়া যাবে মোটা অঙ্কের টাকা।

বর্তমানে অনেক পড়ুয়াই টেকনিক্যাল বা কারিগরি শিক্ষা গ্রহণ করতে চান। কিন্তু টাকা জোগাড় করার চিন্তা থাকে মনে। এবার সেই চিন্তা থেকে মুক্তি দিতে এই প্রতিবেদনে Scholarship সম্পর্কিত তথ্য প্রদান করা হবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বাড়িতে বসে রেশন কার্ড এর তথ্য সংশোধন করুন মাত্র ৫ মিনিটে

স্কলারশিপের নাম– সক্ষম স্কলারশিপ বা Saksham Scholarship.
স্কলারশিপের অঙ্ক– বার্ষিক 50,000 টাকা।
আবেদনের যোগ্যতা– আবেদনকারীকে AICTE অনুমোদিত যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হতে হবে। প্রথম বর্ষ ও ল্যাটারাল এডমিশননের মাধ্যমে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন। অবশ্যই বিশেষভাবে সক্ষম পড়ুয়া হতে হবে। এছাড়া প্রতিবন্ধকতার পরিমাপ ৪০ শতাংশ বা তার বেশি হতে হবে।

উল্লেখ্য, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লাখ টাকার কম হতে হবে। তবে কেন্দ্র বা রাজ্যের অন্যান্য স্কলারশিপে (Pragati Scholarships, PMSSS বা Prime Minister’s Special Scholarship Scheme ইত্যাদি) আবেদন ককরলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না।

সক্ষম স্কলারশিপে আবেদন করলে টেকনিক্যাল ডিপ্লোমা/ ডিগ্রির প্রথম বর্ষের পড়ুয়াদের ৩ বছর এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ২ বছরের কলেজ ফি, কম্পিউটার, বইপত্র কেনার জন্য বার্ষিক ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে। এরপর বাছাই করে স্কলারশিপের টাকা প্রদান করা হবে।

সরকারী ব্যাংক দেউলিয়া ঘোষণা, 5 দিনের মধ্যে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার নির্দেশ RBI এর

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) মাধ্যমিক বা সমতূল্য সার্টিফিকেট।
২) উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট।
৩) ITI সার্টিফিকেট/ ডিপ্লোমা সার্টিফিকেট।
৪) প্রতিবন্ধী সার্টিফিকেট।
৫) আধার কার্ড।
৬) পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৭) আবেদনকারীর ব্যাঙ্কে পাশবইয়ের প্রথম পাতার ছবি৷
উল্লেখ্য, এই স্কলারশিপের সুবিধা পেতে ভবিষ্যতে রিনিউয়াল করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ৩১ অক্টোবর, ২০২২.
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

সোনা এবার হাতের নাগালে! পুজোর আগে দাম কমলো বিপুল পরিমানে

সম্পাদক

Leave a Comment