বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাথে সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারের দাবী। আপাতত 17% বাড়বে বেতন। বিস্তারিত দেখুন।

প্রবল আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের সরকারি কর্মীরা সরকারের ওপরে চাপ বাড়াতে শুরু করে। আর সেই মুহূর্তেই বেতন বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের জন্য নতুন ঘোষণা করেই দিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে সরকারি কর্মীদের দাবী মেনে নিয়ে নিজের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রাজ্যের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পরিমাণ 17 শতাংশ।

ইতিমধ্যেই ষষ্ঠ বেতন কমিশন শেষে সপ্তম বেতন কমিশন এর চালু করার কথা ঘোষণা করেন কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। এবারে সেই রাজ্যের সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনার দাবী অনুসারে করা আন্দলনের সুফল পেলেন। ঐ রাজ্যে পয়লা মার্চ থেকেই পাঁচ লক্ষ সরকারি কর্মচারী মিলিত হয়ে আন্দোলনের ডাক দেন।

আর অপরদিকে জনদরদি সরকার এই 17% বেতন বৃদ্ধি ঘটিয়ে ধর্মঘট প্রত্যাহারের দাবী জানান। সম্প্রতি কর্ণাটক রাজ্যে পেশ করা হয় সেই রাজ্যের বাজেট। তবে ঐ বাজেটে সপ্তম বেতন কমিশনের কোন ঘোষণা করা হয় নি। আর সেই কারণেই দেওয়া হয় ধর্মঘটের ডাক। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

EPFO পেনশনে বাড়তি লাভ তুলতে আজই করে ফেলুন এই কাজ, লাভ পেতে ক্লিক করুন।

ধর্মঘট হলে সাধারণ জনগণের বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। আর সেই দিকে লক্ষ দিয়েই কর্ণাটকের মুখ্যমন্ত্রী এই অন্তর্বর্তীকালীন বেতন বা Interim Relief বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে 17 শতাংশ। বোম্বাই জানিয়েছেন যে, তারা ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন নিয়োগ করেছে। আর সেই কমিশন চালু না হওয়া পর্যন্ত সরকারি কর্মীরা এই IR পেতে থাকবেন।

“আমরা এই আশ্বাসগুলি আগেই শুনেছি। আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা আশ্বাস গ্রহণ করব না ৷ আমরা আদেশের আশা করছি। একবার আদেশ জারি হলে, আমরা প্রতিক্রিয়া জানাব,” বলেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিএস শাদাক্ষরি। পশ্চিমবঙ্গেও চলছে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন।

যা বিনিয়োগ করবেন তার 10 গুন ফেরত পাবেন, LIC এর বাম্পার পলিসি, জানলেই করতে মন চাইবে।

সরকারি কর্মীদের আগামী 10ই মার্চে ধর্মঘটের ডাক রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই। বকেয়া মহার্ঘ ভাতা, শুন্যপদে স্বচ্ছ নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ – এই 3 দাবী নিয়েই রাজ্যের কর্মীদের আন্দোলন, কর্মবিরতি, অনশন, ধর্মঘটের মতো কর্মসূচী। এমন আরও লেটেস্ট আপডেট পেতে দেখতে থাকুন সুখবর বাংলা। ধন্যবাদ।
Written by Mukta Barai.

সম্পাদক

1 thought on “বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাথে সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারের দাবী। আপাতত 17% বাড়বে বেতন। বিস্তারিত দেখুন।”

  1. 17 % নিবেন না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরা উনা দের ৩০ %
    চাই।

    Reply

Leave a Comment