Salary Hike: সরকারি কর্মীদের 20% ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত। কাদের, কবে থেকে ভাতা বৃদ্ধি হচ্ছে?

Government Employees Salary Hike

সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির (Salary Hike) ভালো খবর। মাঝেমধ্যেই সরকার কর্মীদের (Government Employees) জন্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। বিশেষ করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি খুশির জোয়ার আনে।

আর এবার বছরের শুরুতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হল ২০% হারে। কিন্তু এখানেই প্রশ্ন যে, কবে থেকে ভাতা বৃত্তি হবে আর কাদের ভাতা বৃদ্ধি হবে। আসুন আজকের প্রতিবেদন থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Government Employees Salary Hike

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সকল সরকারি কর্মীর জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর জানিয়েছে।
পাশাপাশি, সরকার সম্প্রতি অনুমোদন করেছে অষ্টম বেতন কমিশন। যা নিঃসন্দেহে বহু কর্মীকে উপকৃত করবে। আর সেটাই হল সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত। সামনেই ২০২৫ সালের বাজেট। আর তার আগে, সরকার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। আর সেই ঘোষণা হল নির্দিষ্ট সরকারি কর্মীদের জন্য ২০% ভাতা বৃদ্ধি। এই সুখবর দেশের পুরুষ ও মহিলা, উভয় কর্মীদের জন্যই।

৫% DA বৃদ্ধির ঘোষণা সরকারের। স্বস্তি রাজ্য সরকারি কর্মীদের

বছরের বিভিন্ন সময় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হয়ে থাকে। কখনো আলাদাভাবে বেতন বৃদ্ধি করা হয় তো কখনও বিশেষ ভাতা বৃদ্ধি হওয়ার ফলে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পায়। সম্প্রতি যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুসারে ২০ শতাংশ ভাতা বৃদ্ধি হল সরকারি কর্মীদের। আর এই বিশেষ ভাতাকে বলা হয় বিশেষ নিরাপত্তা ভাতা (SSA)। সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয়েছে। আর সেই নির্দেশিকা জারি হল স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রস্তাবের প্রেক্ষিতে। নির্দেশিকা জারি করে ভাতা বৃদ্ধি হয়েছে উচ্চ-ঝুঁকিপূর্ণ কাজ করা কর্মীদের। যাতে তাঁরা আরও ভাল বেতন পেতে পারেন।

কাদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে?

প্রধানত এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) কমান্ডোদের জন্য। যারা প্রধানত ভিআইপি সুরক্ষার জন্য দায়বদ্ধ। অর্থাৎ এই কর্মীরা হলেন সেই কর্মীরা যারা দেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা প্রদান করে থাকেন। যার মধ্যে থাকে জেড প্লাস (এএসএল) এবং জেড প্লাসের মতো শীর্ষ নিরাপত্তা বিভাগের অন্তর্ভুক্ত ব্যক্তিরাও।

ফেব্রুয়ারি থেকে বাংলার সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার

কর্মীদের জন্য এই নতুন ভাতা হল একটি বিশেষ ধরনের বেতন যা তাঁদের বেতনে নিয়মিত যোগ করা হবে। সাধারণত বিশেষ সুরক্ষা গোষ্ঠী (SPG), যা কিনা VIP সুরক্ষাও প্রদান করে, তাঁরা তাঁদের মূল বেতনের ৫৫% অতিরিক্ত পায়। ঠিক একই ভাবে, যারা জাতীয় নিরাপত্তা রক্ষী (NSG) তাঁরা তাদের উচ্চ-স্তরের নিরাপত্তা দায়িত্বের জন্য পান অতিরিক্ত ৪০%।

এছাড়াও, যারা CAPF কমান্ডো, বিশেষ করে যাদের CRPF এবং CISF থেকে, বেশ কয়েক বছর ধরে তাঁরা একই ধরণের বিশেষ ভাতা দাবি করে আসছে। অবশেষে এবার নতুন বছরের শুরুতে সুখবর পাচ্ছেন তাঁরা। মূলত তাঁদের দাবি মেনে ও তাঁদের কাজের স্বীকৃত স্বরূপ একলাফে কর্মীদের ভাতার পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

Related Articles

Back to top button