Salary Hike – পুজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মীদের বেতন বাড়ছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে Salary Hike, DA তথা বেতন বৃদ্ধির আন্দোলন ও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে নতুন নিয়োগের দাবীতে ক্রমশ সচ্চার হচ্ছে বিরোধী দল থেকে চাকরি প্রার্থীরা। আর এই অবস্থায় রাজ্যের শিক্ষক এবং গ্রুপ সি কর্মীদের বেতনের স্কেল বৃদ্ধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশ্বাস পাওয়া গেল। আর এই প্রক্রিয়া কার্যকর হলে উপকৃত হবেন সকল শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীরা।

Salary Hike in West Bengal Teachers and Employees

বহুদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্কুল গুলির শিক্ষক শিক্ষিকাদের Salary Hike বা বেতন বৃদ্ধি ঘটছে এই অভিযোগে অসন্তুষ্ট হয়ে রয়েছেন শিক্ষক শিক্ষা কর্মীদের একাংশ। এজন্য বড় অংশের শিক্ষক ও সরকারি কর্মীরা অবস্থান ও ধরনায় অংশ নিয়েছেন। বিশেষজ্ঞ মহলের পর্যবেক্ষণ, স্কুলগুলিতে নেই পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ও শিক্ষাকর্মী। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে পড়ে রয়েছে প্রচুর শূন্যপদ।

আর রাজ্য সরকার সেগুলিতে নিয়োগের আয়োজন না করায় সেই সমস্ত কাজও এগোচ্ছে না। এইভাবে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের একাধিক স্কুল। কিন্তু এইভাবে আর কদিন চলতে পারে। সেই জন্য এবার একাধিক দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন স্কুলের মোট ৮০০০ শিক্ষক পথে নামলেন বিক্ষোভের জন্য। শিক্ষক দিবসের আগের দিন অর্থাৎ গত ৪ সেপ্টেম্বর তারিখে করুণাময়ী বাসস্ট্যান্ডে এই নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীগণ।

WBBPE Primary TET Case Judgement (প্রাইমারী টেট মামলার রায়)

এরপর এই সমস্ত দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং রাজ্যের শিক্ষা মন্ত্রীর কাছে। আর শেষ পর্যন্ত তাদের সবাইকে শান্ত করতে ইতিবাচক ভুমিকায় রাজ্য প্রশাসন।
এক্ষেত্রে কোন একটি বা দুটি নয় একগুচ্ছ দাবি (Salary Hike) নিয়ে সেদিন পথে নেমে বিক্ষোভ করেন রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা। রাজ্যের শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতৃত্বে তারা সামিল হন সেই বিক্ষোভে।

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সভাপতি কিংকর অধিকারী জানিয়েছেন, “স্কুল এবং বিভিন্ন মাদ্রাসাগুলির সার্বিক পরিকাঠামোগত উন্নতি, স্কুলগুলিতে আরো শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি ও ও গ্রুপ ডি পদে বেশি পরিমাণে কর্মী নিয়োগ, শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি কর্মচারীদের বেতনের স্কেল বৃদ্ধি (Salary Hike), স্বাস্থ্য বীমা প্রকল্পে (West Bengal Health Scheme) এর আওতায় তাদের সকলের নাম নথিভুক্তকরণ।

শুধু তাই নয় সমস্ত শিক্ষকদের প্রোমোশন ও WBHS প্রকল্পের সুবিধার প্রদান, মেডিকেল লিভের ৩৬৫ দিনের সিলিং প্রত্যাহার করা, CAS চালু, আর্ন লিভ চালু, পার্শ্বশিক্ষক এবং শিক্ষা বন্ধুদের জন্য নূন্যতম বেতন কাঠামো চালু এবং আরো অন্যান্য একগুচ্ছ দাবি নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি (WBBSE) এবং পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।”

আরও পড়ুন, বদলে গেল সরকারি কর্মীদের বেতনের নিয়ম। সেপ্টেম্বর থেকেই সবার বেতন বাড়বে।

তিনি আরো জানিয়েছেন “পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শ্রী রামানুজ গঙ্গোপাধ্যায় আমাদের ডেপুটেশন পাওয়ার পরই নিজ এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বিষয়টি নিয়ে তিনি আমাদের সঙ্গে দীর্ঘ কথাবার্তাও বলেছেন। আর সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই তিনি নিজে উদ্যোগ নিয়ে Salary Hike সহ এই সমস্ত দাবি সম্পর্কে উপমহলে জানাবেন। আর আমরা আশাবাদী পুজোর আগেই সুরাহা মিলবে।

পশ্চিমবঙ্গের কারেন্ট বিল মকুব করলেন মুখ্যমন্ত্রী। কিভাবে এই সুবিধা পাবেন?

এছাড়াও শিক্ষামন্ত্রীকে তিনি নিজে একাধিক ইস্যু সহ এই সমস্ত ত্রুটিগুলি যাতে যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা যায় সেই বিষয়ে উৎসাহিতও করবেন।” যাই হোক, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীর এখন অপেক্ষায় দিন গোনার পালা যে তাদের এই সকল দাবি কবে পূরণ হয়। এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর কোনও বিবৃতি না মিললেও পর্ষদ সভাপতি তার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button