Salary Hike – সমস্যার সমাধানে যৌথ মঞ্চের সাথে আলোচনায় অভিষেক।
কেন্দ্রীয় সরকার যেখানে 43% ডিএ (Salary Hike) দেয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের, রাজ্যের তৃণমূল সরকার দেয় 3% ডিএ! বকেয়া ডিএ মেটানো এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে বসেছেন রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ধর্মতলার শহিদ মিনারের পাদদেশে চলছে ধরনা। এই ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কি আলোচনায় বসতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন রাখা হয়েছিল তৃণমূলের যুবনেতার সামনে।
বৃহস্পতিবার এই প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদিকদের বলেন, “DA আন্দোলনকারীরা (Salary Hike) কথা বলতে চাইলে আমার আপত্তি নেই। কিন্তু, আমি ২৪ তারিখ থেকে জনসংযোগের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যাব। আমার মনে হয় এই মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা না করলেই ভালো হত। কোনও আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক রংয়ে রাঙানো ঠিক নয়। বাংলার এক লাখ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।”
পঞ্চায়েত ভোটের আগেই মমতার মাস্টারস্ট্রোক, রাজ্য সরকারি কর্মী ও অস্থায়ী কর্মীদের সুখবর।
এরই সাথে তাঁর সংযুক্তি, “আগে তো রাজ্যের কথা ভাবুন। কেন্দ্র টাকা আটকে রাখা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা সহ অন্যান্য উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। কিন্তু, এই আন্দোলনে যদি রাজনৈতিক রং না লাগে তাহলে বেশি খুশি হব।”
দিন কয়েক আগেই ডিএ -আন্দোলনকারীদের ধর্মতলা মঞ্চের এক্কেবারে পাশেই সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই তিনিই আন্দোলনমঞ্চে রাজনীতির ছোঁয়া লাগার অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের সামনে।
কেন্দ্রীয় হারে ডিএ (Salary Hike) দিতে হবে রাজ্য সরকারকেও, এই দাবিতে বহুদিন ধরেই কলকাতার ধর্মতলাতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। মার্চ মাসের রাজ্য বাজেটের দিন সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত তিন শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
কিন্তু, 42% ডিএ দেওয়ার জায়গায় মাত্র 6% ডিএ দেওয়া হবে, এই কথা শুনে আরও ক্ষোভ বৃদ্ধি হয় রাজ্য সরকারি কর্মীদের। কর্মীদের বক্তব্য, রাজ্য সরকার এই তিন শতাংশ ডিএ বাড়িয়ে আদতে ভিক্ষা দিচ্ছে। এমতাবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ফের অসন্তোষ তৈরি করতে পারে কর্মীদের মনে, বলে মনে করা হচ্ছে।