Samsung Galaxy F06 5G: সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ হলো। পাবেন 4 বছরের গ্যারান্টি
Samsung Galaxy F06 5G Smartphone
আপনি কি বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য বেস্ট হবে Samsung Galaxy F06 5G. সবচেয়ে কম দামের মধ্যে এটি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন। ফোনটি কিনলে চার বছরের গ্যারান্টি পাচ্ছেন। আর ফিচার দেখলে চমকাবেন আপনিও। তাই আর দেরি না করে চটপট জেনে নেওয়া যাক Samsung Galaxy F06 5G এর দাম আর এর মধ্যে কি কি ফিচার যুক্ত করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত।
Samsung Galaxy F06 5G স্মার্টফোনের বৈশিষ্ট্য
এমনিতেই স্যামসং এর ফোনের প্রতি বিশেষ করে আকৃষ্ট হন গ্রাহকেরা। ভারতের বাজারে বিক্রি হওয়া প্রথম শাড়ির স্মার্টফোনগুলির মধ্যে আছে এই ফোনটি। স্যামসাংয়ের একটি দুর্দান্ত ফোন হল Samsung Galaxy F06 5G. এবার আপনি যদি ফোনটি কেনেন তাহলে তার দামও ফিচার সম্পর্কে নিশ্চয়ই জানতে চাইবেন। তাই স্মার্টফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো।
Samsung Galaxy F06 5G স্মার্টফোনটি দারুন সস্তায় বিক্রি হচ্ছে। স্মার্টফোনে যুক্ত করা হয়েছে দুর্দান্ত ঝকঝকে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ, দেওয়া হয়েছে 5000mAh মেগা ব্যাটারি পাওয়ার আর সঙ্গে 4 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট সাপোর্টও পাচ্ছেন গ্রাহক। ফোনটিতে চলে Android 15 ভিত্তিক One UI 6.1. এবার কোম্পানি দাবি করছে, এই ডিভাইসে আপনি পাচ্ছেন 4 বছর পর্যন্ত OS আপডেট আর তার সঙ্গে পাঁচ বছর সিকিউরিটি পাবেন।
Samsung Galaxy F06 5G ফোনে কী কী ফিচার থাকছে?
যদি ফিচারের কথা আলোচনা করা হয়, তাহলে বলতে হবে Samsung Galaxy F06 5G ফোনে যুক্ত করা হয়েছে 6.6-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে যা 90Hz রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। ফোনের প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর দেওয়া হয়েছে যা একজন গ্রাহককে প্রতিদিনের টাস্ক, ও মিড রেঞ্জ গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দেয়।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল নতুন Vivo V60 5G স্মার্টফোন। 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, 6500mAh ব্যাটারি
এই ফোনে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর তার সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে পাচ্ছেন 13 মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্টোরেজ হিসেবে এই ফোনে আছে 4GB ও 6GB RAM সহ 128GB স্টোরেজ পেয়ার করা।
Samsung Galaxy F06 5G ফোনের দাম
একটি দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে ফোনটি। এই অফারের আওতায় ভারতে দুর্দান্ত দামে ফোনটি কিনতে পারবেন। Samsung Galaxy F06 5G ফোন যেটি 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট লঞ্চ হয়েছে, তার দাম রাখা হয়েছে 9499 টাকা। তবে এখন ফোনটি 1000 টাকার ছাড়ে পাওয়া যাচ্ছে। 8499 টাকায়।
আরও পড়ুন: পেট্রোল ছাড়াই চলবে গাড়ি! দুর্দান্ত ডিজাইন ও ফিচার্স নিয়ে বাজারে এলো টাটা ন্যানোর নতুন মডেল।
উপসংহার
এমনিতেই ফোনটি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এর উপর ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাবে যার কারণে ফোনের দাম আরও কমে যাবে। ফলে ফোনটির দাম অনেকটাই সস্তা হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? চটপট কিনে আনুন স্যামসংয়ের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটি। আর ব্যাপক সুবিধা লাভ করুন।