SAS Exam – পুজোর ছুটি মিটলেই স্কুলে স্কুলে স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে পরীক্ষা। কোন কোন স্কুল বিবেচ্য হল।

স্কুল স্তরে বিভিন্ন মেধা পরীক্ষার কথা আমরা সকলেই শুনেছি। এই মেধা পরীক্ষার মধ্যে অন্যতম হল এই স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে বা SAS Exam. নিজেরা অনেকবার দিয়েওছি এই সমস্ত পরীক্ষা। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো একটি। ছাত্র ছাত্রীরা কতটা ভালো করে পড়াশোনা শিখতে পারছে অর্থাৎ তাদের শিক্ষার কোয়ালিটি যাচাই করা। সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর মারফত এরকমই একটি মেধা পরীক্ষা গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। স্কুল শিক্ষা দপ্তর জানাচ্ছে, প্রতিবছরই নেওয়া হয় এই পরীক্ষা। রাজ্যের স্কুলগুলিকে বিভিন্ন আঞ্চলিক স্তরে বিভক্ত করে সেগুলির থেকে আগ্রহী ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয় এই পরীক্ষার মাধ্যমে।

Advertisement

SAS Exam in West Bengal 2024

SAS Exam এর ফলে বোঝা যায় যে, প্রতিটি অঞ্চলের ছেলেমেয়েরা পড়াশোনায় কেমন উন্নতি করতে পারছে। রাজ্যের বহু স্কুল অংশগ্রহণ করে থাকে এই বিশেষ মেধা পরীক্ষায়। এই বিশেষ মেধা পরীক্ষার নাম স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে বা SAS Exam. এতে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদের একটি অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিচার করে নম্বর দেওয়া হয়। তাতে করে বোঝা যায় কোন ছাত্র ছাত্রী কতটা ভালো পড়াশোনা শিখতে পেরেছে। স্কুল শিক্ষা দপ্তর মারফত জানা যাচ্ছে এ বছরও এই পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে।

তবে শিক্ষার্থীদের মনে এখন অনেক প্রশ্নই উঠতে পারে যেমন – স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে বা SAS Exam কবে হবে? কারা দিতে পারবে? কি কি সিলেবাস থাকবে? কেমন প্রশ্ন হবে এই পরীক্ষার? এবং পরীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে আরও অন্যান্য তথ্য পাওয়ার জন্য আমাদের এই সংবাদটি শেষ অবধি পড়ুন।

Ads

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্যের মোট ১০ হাজারটির বেশি স্কুল এবারে অংশগ্রহণ করতে চলেছে এই বিশেষ মেধা পরীক্ষায়। প্রতিটি জেলার প্রতিটি সার্কেলের দশটি করে প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচটি করে উচ্চ প্রাথমিক বিদ্যালয় কে নির্বাচিত করা হয়েছে এই পরীক্ষা গ্রহণ করার জন্য। তাই সেই সকল স্কুলের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই যাতে তাদের নাম পরীক্ষার জন্য নথিভুক্ত করে সেই নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষ মারফত। প্রধানত দুটি ভাগে এই পরীক্ষা নেওয়া হয়।

Advertisement
state achievement survey 2023 1

একটি হল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং অপরটি হলো অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য। এই পরীক্ষা নেওয়া হয় মূলত ও এম আর সিটে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, এটি একটি এমসিকিউ বা মাল্টিপেল চয়েস কোশ্চেন আনসার ভিত্তিক পরীক্ষা। এখানে কোনরকম বড় প্রশ্ন করা হবে না ছাত্র-ছাত্রীদের। পরীক্ষার নির্দিষ্ট পূর্ণমান এবং সময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হবে পরে। পরীক্ষা গ্রহণ করা হবে ৬টি ভাষাতে যথাক্রমে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি।

Advertisement

পরীক্ষার বিষয় এবং সিলেবাস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। শোনা যাচ্ছে যে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বিষয় থাকবে প্রথম ভাষা, গণিত এবং পরিবেশ বিজ্ঞান এই তিনটি বিষয়ে। অন্যদিকে, অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের প্রথম ভাষা, গণিত, ইংরেজি বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে। গত বছর ডিসেম্বর মাসে হয়েছিল এই স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে বা SAS Exam 2023। এবছর এই পরীক্ষা স্কুল শিক্ষা দপ্তর মারফত নেওয়া হতে চলেছে আগামী ২৫ শে নভেম্বর ২০২৩ তারিখে.

Ads

বদলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম, আধার বাধ্যতামূলক, আর কি কি পরিবর্তন হলো, জেনে নিন।

অর্থাৎ আর বেশি দিন বাকি নেই এই SAS Exam 2023. তাই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। স্কুলগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এই পরীক্ষার দিন যাতে অন্য কোন রকম পরীক্ষা বা অনুষ্ঠান ইত্যাদির আয়োজন না করা হয়। এ বছর যে সমস্ত স্কুলে এই SAS Exam এ অংশগ্রহণ করা হয়নি সেগুলির শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেয়া হয়েছে এবারে ফিল্ড ইনভেস্টিগেটার পদে কাজ করার। কোন স্কুলে গিয়ে কাজ করতে হবে তাদের তার নাম জানিয়ে দেওয়া হবে পরে, বলেছে স্কুল শিক্ষা দপ্তর।

আবেদন করুন লেটার বক্স স্কলারশিপে এবং পেয়ে যান ১৫,০০০ টাকার অনুদান।

তবে শিক্ষার মাপকাঠি বিচার করার জন্য কেবল রাজ্যস্তরেই যে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে তা নয়। কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন স্কুলগুলিতে ও হয় এরকম একটি মেধা পরীক্ষা। এটিকে বলা হয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে বা NAS. কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতি তিন বছর অন্তর এই ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে বা SAS Exam 2023 গ্রহণ করা হয়। ২০২১ সালে শেষবারের মতন হয়েছিল এই পরীক্ষা। আবার ২০২৪ সালে গ্রহণ করা হবে তা।

Leave a Comment

Advertisement