SBI Asmita Scheme: বিনা গ্যারান্টিতে লোন দিচ্ছে স্টেট ব্যাংক। কী কী নথি লাগবে? কিভাবে আবেদন করবেন?

SBI Asmita Scheme Application

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চালু করেছে নতুন এসবিআই অস্মিতা স্কিম (SBI Asmita Scheme). স্টেট ব্যাংকের এই প্রকল্পে বিনা গ্যারান্টিতে লোন দেওয়া হচ্ছে। তাই আপনার যদি এখন ঋণ গ্রহণ প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই প্রকল্পে আবেদন করুন। ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবসের দিন এই প্রকল্প চালু করেছে।

SBI Asmita Scheme Benefits

সমস্ত মহিলাদের খুশির খবর দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চালু করেছে অস্মিতা প্রকল্প। খুব স্বাভাবিকভাবেই বলা যায়, এই স্কিমের দরুন লাভবান হবেন স্টেট ব্যাংকের মহিলা গ্রাহকরা। এমনিতেই বর্তমানে প্রচুর মহিলা নিজেদের ব্যবসা শুরু করার জন্য কিংবা কর্মসংস্থানের জন্য ঋণ গ্রহণ করে থাকেন।

প্রতিমাসে 55 টাকা জমিয়ে নিশ্চিত অবসর। মাস পড়লেই অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা

স্টেট ব্যাংক থেকেও ঋণ নিয়ে থাকেন অনেকে। তাই তাঁদের জন্য দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) নতুন একটি প্রকল্পের উদ্ভাবন করলো। এই প্রকল্পের দ্বারা স্টেট ব্যাংকের একজন মহিলা গ্রাহক তাঁর প্রয়োজনমতো ঋণ নিতে পারবেন (SBI Loan) কোন গ্যারান্টি ছাড়াই। স্টেট ব্যাংক এই স্কিমের অধীনে মহিলা গ্রাহকদের জন্য কম সুদের হারে অর্থায়নের বিকল্প প্রদান করবে বলেই জানা যাচ্ছে।

স্টেট ব্যাংকের চেয়ারপারসন কী জানাচ্ছেন?

এই বিষয়টি নিয়ে এসবিআই চেয়ারপারসন সিএস শেট্টি বলেন, নতুন প্রকল্পটি মূলত ডিজিটাল এবং স্ব-উদ্যোগী প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের সাহায্য করবে। যে সকল মহিলারা ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ইউনিটগুলি চালু করেছেন, তাঁদের দ্রুত এবং সহজে অর্থায়ন করা হবে। তাঁদের উদ্যোগ যাতে আরো এগিয়ে চলে, সেদিকে সাহায্য করা হবে।

সাধারণত দেখা গিয়েছে, এতদিন যাবত মহিলাদের গৃহীত ঋণের মাত্র ৩ শতাংশ ছিল ব্যবসায়িক উদ্দেশ্যে। তবে তার মধ্যে ৪২ শতাংশ ব্যক্তিগত ঋণ, ভোক্তা ও টেকসই ঋণ। এছাড়া মহিলারা গৃহ মালিকানার মতো ব্যক্তিগত ক্ষেত্রেও ঋণ গ্রহণ করেছেন। তবে এবার মহিলাদের ব্যবসায়িক উদ্যোগকে আরো বৃদ্ধি করার উদ্দেশ্যে স্টেট ব্যাংকের নতুন এই প্রকল্প বিশেষ কার্যকরী হবে বলেই ধারণা করা হচ্ছে।

এসবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কম সময়ে চমকপ্রদ রিটার্ন। SBI গ্রাহকরা এই সুযোগ হাতছাড়া করবেন না

এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

স্টেট ব্যাংকে গিয়ে আপনি এসবিআই অস্মিতা প্রকল্পের আওতায় ঋণ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে প্রয়োজনীয় নথি জমা করতে হবে। ব্যাংকের তরফেই আপনাকে জানিয়ে দেওয়া হবে কি কি নথি লাগবে। অতএব আর দেরি না করে অতিসত্বর আপনার আবেদন জমা করুন।

Related Articles

Back to top button