SBI News 2024: দীপাবলীর আগে স্টেট ব্যাংক দিল সুখবর! গ্রাহকরা পাবেন দেদার সুবিধা! চালু হচ্ছে একাধিক নয়া সিদ্ধান্ত
ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বছরের বিভিন্ন সময়ে তার গ্রাহকদের জন্য নানান ধরনের সুখবর দেয়। আর সেই সকল সুখবর শোনার জন্য অপেক্ষায় থাকেন স্টেট ব্যাংকের গ্রাহকেরা। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে।
আর এই সকল সিদ্ধান্তের দ্বারা উপকৃত হবেন ব্যাংকের গ্রাহকেরা। আর এবার শোনা যাচ্ছে, দীপাবলীর আগে ভারতীয় স্টেট ব্যাংক এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যার দ্বারা লাখ লাখ গ্রাহক উপকৃত হবেন। সেক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কবে থেকে গৃহীত হবে এই সকল সিদ্ধান্ত? বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিতে হবে।
SBI News 2024 | স্টেট ব্যাংকের খবর ২০২৪
পুজোর মধ্যেই শোনা গেল ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI)-এর নয়া উদ্যোগের কথা। এসবিআই-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন ৬০০টি ব্রাঞ্চ খোলার। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষে আরও ৬০০টি নতুন ব্রাঞ্চ খুলবে বলেই ভাবছি স্টেট ব্যাংক। এই ব্রাঞ্চগুলি খোলা হবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। বিশেষত এই ব্যাঙ্কিং পরিষেবার অভাব পূরণ করতেই নয়া উদ্যোগ গ্রহণ করেছে SBI.
ইতিমধ্যেই স্টেট ব্যাংকের বিভিন্ন জায়গায় বহু ব্রাঞ্চ খোলা হয়েছে। প্রতিটি শাখাতেই গ্রাহক সংখ্যা যথেষ্ট বেশি। দিনের পর দিন ধরে স্টেট ব্যাংকের গ্রাহক সংখ্যাও বাড়ছে। তাই কর্মী বাড়িয়েও সেই গ্রাহকের চাপ সামলাতে পারছে না শাখাগুলি। এখনো ভারতবর্ষের অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে স্টেট ব্যাঙ্কের কোনো শাখা নেই। ফলে সে সকল অঞ্চলের মানুষেরা এসবিআই-এর ব্যাংকিং সুবিধা পান না। আবার অন্য প্রান্তের শাখাগুলিতে বাড়ছে গ্রাহকের চাপ।
স্টেট ব্যাংকের এই স্কিমে 8.30 শতাংশ সুদ! রিটার্ন 41,000 টাকা! কিভাবে বিনিয়োগ? সিক্রেট জেনে নিন
আর সেই গ্রাহকের চাপ কমাতে ও পরিষেবা সহজ করে তুলতে ভারতীয় স্টেট ব্যাংক ৬০০টি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের তরফে খবর, এর ফলে যেটা ভালো হবে, স্টেট ব্যাংকের আরো প্রসার ঘটবে। ব্যাঙ্ক গ্রাহকদের কাছে নিজের পরিষেবা নিয়ে পৌঁছে যেতে পারবে। SBI-এর চেয়ারম্যান শ্রীনিবাসুলু শেট্টি জানিয়েছেন এই নতুন উদ্যোগের কথা। সেক্ষেত্রে যে প্রশ্ন উঠছে কোথায় তৈরি হবে SBI-এর এই নতুন শাখাগুলি?
স্টেট ব্যাঙ্ক চালু করতে চলেছে ৬০০ টিরও নতুন শাখা
সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন ৬০০টি শাখা চালু করা হবে ভারতবর্ষের বিভিন্ন আবাসিক এবং গ্রামীণ অঞ্চলগুলিতে। যার ফলে এখন থেকে গ্রাহকেরা খুব সহজে পরিষেবা গ্রহণ করতে পারবেন। সকল এলাকার মানুষের কাছে পৌঁছে যাবে স্টেট ব্যাংকের পরিষেবাগুলি। এই প্রসঙ্গে যে কথাটি উল্লেখ করলেই নয়, মাঝেমধ্যে স্টেট ব্যাংক নানান ধরনের জনকল্যাণকারী স্কিম চালু করে।
1000 হাজার বিনিয়োগ করলে 1820 টাকার লাভজনক রিটার্ন পান স্টেট ব্যাংকের এই বিশেষ অফারে
স্টেট ব্যাংকের প্রকল্পগুলির যথেষ্টই সুনাম রয়েছে চারিদিকে। ২০২৩-২৪ অর্থবর্ষের হিসাব বলছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬১,০৭৭ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। পাশাপাশি ওই বছর মোট ৫৯টি গ্রামীন এলাকায় এসবিআই ১৩৭টি ব্রাঞ্চ খুলেছে। এছাড়াও, চলতি বছরের মার্চ মাসে ৬৫,০০০ এটিএম নিয়ে একটি বৃহত্তর নেটওয়ার্ক পরিচালনা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।
এর পাশাপাশি গ্রাহকদের দারুন সুবিধা দিতে স্টেট ব্যাংক চালু করেছে অমৃত বৃষ্টি স্কিম নামক একটি ফিক্সড ডিপোজিট স্কিম। মোট ৪৪৪ দিনের মেয়াদকালে স্টেট ব্যাংক সুদ দিচ্ছে ৭.২৫% থেকে ৭.৭৫% পর্যন্ত। তাই আরো বেশি সংখ্যক গ্রাহক চান এসবিআই-এর পরিষেবাগুলি গ্রহণ করতে। আর সকলের কথা চিন্তা করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক নিল নয়া পদক্ষেপ। ভারতের নানান প্রান্তে এবার পৌঁছে যাবে স্টেট ব্যাংকের পরিষেবা।