SBI Interest Rates : স্টেট ব্যাঙ্কে বেড়ে গেল সুদের হার, কোন স্কীমে কি কি সুদ পাবেন।
SBI Interest Rates : এবার সুদের হার বাড়াল দেশের বৃহত্তম ব্যাঙ্ক(State Bank of India)।
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এলো নতুন বছরে নতুন সুখবর। (SBI Interest Rates) ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে ১ থেকে ২ বছরের কম সময়ের জন্য কেউ স্থায়ী আমানত রাখলে সেই গ্রাহককে ৫.১ শতাংশ সুদ দেবে State Bank of India (SBI)। আগে এই সুদের হার ছিল ৫.০ শতাংশ।
স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই তথ্য।তবে SBI-এর অন্য মেয়াদকালের সুদের হার অপরিবর্তিত রেখেছে ব্যাঙ্ক। এবার দেখে নেওয়া যাক কোন প্রকল্পে কি সুদ পাবেন।
SBI Interest Rates:
দেখে নিন, SBI তে কোথায় কত সুদ। বর্তমানে ৫-১০ বছরের কম স্থায়ী আমানতে (fixed deposit) ৫.৪০ শতাংশ সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক (SBI Interest Rates)। আবার কেউ ২ থেকে ৩ বছরের কম সময়ের জন্য ব্যাঙ্কে স্থায়ী আমানত রাখলে ৫.১০ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক। আবার যদি কেউ ৩ বছরে থেকে ৫ বছরের কম মেয়াদকাল হলে ৫.৩০ শতাংশ হারে সুদ পাবেন।
SBI latest FD interest rates:
SBI বর্তমান সুদ:
7 দিন থেকে 45 দিন – 2.9%
46 দিন থেকে 179 দিন – 3.9%
180 দিন থেকে 210 দিন – 4.4%
211 দিন থেকে 1 বছরের কম – 4.4%
1 বছর থেকে 2 বছরের কম – 5.1%
2 বছর থেকে 3 বছরের কম – 5.1%
3 বছর থেকে 5 বছরের কম – 5.3%
5 বছর এবং 10 বছর পর্যন্ত – 5.4%