SBI Personal Loan: স্টেট ব্যাংক গ্রাহকরা ঘরে বসে পাবেন ইনস্ট্যান্ট 20000 টাকা। অনলাইনে খুব সহজ পদ্ধতিতে আবেদন করুন

SBI Personal Loan Application

আপনার কি স্টেট ব্যাংক (SBI)-তে অ্যাকাউন্ট আছে? তাহলে এবার বাড়িতে বসেই হাতে পাবেন কড়কড়ে নোট (SBI Personal Loan). খুব সহজ‌ পদ্ধতিতে ঘরে বসে টাকার জন্য আবেদন করা যায়। আপনার যে কোনো দরকারে টাকা দেবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Personal Loan). তাহলে আর চিন্তা কিসের? এক নজরে পড়ে নিন আজকের সম্পূর্ণ প্রতিবেদন।

SBI Personal Loan

স্টেট ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই সোনায় সোহাগ।এবার আপনার মুশকিল আসান করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI). গ্রাহকদের প্রয়োজনে পার্সোনাল লোন (Personal Loan) দিচ্ছে এই ব্যাংক (SBI Personal Loan). একাধিক সুবিধা আছে SBI IPersonal Loan তে। আপনি জানলে অবাক হবেন, আবেদন করার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই লোনের টাকা ঢুকে যাবে আপনার একাউন্টে (State Bank Loan).

এই লোন নেওয়ার সুবিধাগুলি কি কি?

আপনি যদি স্টেট ব্যাংকের লোনের (SBI Personal Loan) জন্য আবেদন করেন, তাহলে কোন কোন সুবিধা হবে আপনার?  আসুন দেখে নেওয়া যাক সেই বিষয়।

  •  এই লোন অনেক বেশি দ্রুত ও সহজ প্রক্রিয়ায় পাওয়া যাবে। দ্রুত অনুমোদন হবে ও আপনি লোন পেয়ে যাবেন।
  • এই লোন নেওয়ার জন্য কোনো নথিপত্রের প্রয়োজন হবে না। অর্থাৎ বলা যায়, গ্রাহকদের কোনো শারীরিকভাবে কোনো নথি জমা দিতে হবে না।
  • আপনি যখন ইচ্ছে এই লোনের জন্য আবেদন করতে পারবেন। সময়ের কোন বাধ্যবাধকতা নেই।
  • এই লোনে সুদের হার, প্রসেসিং ফি ও অন্যান্য খরচ আবেদনের সময় স্পষ্টভাবে প্রদর্শিত হয়।

কারা লোনের জন্য আবেদন করতে পারবেন?

  • এই লোনের (SBI Personal Loan) জন্য আবেদন করতে পারবেন SBI এর সকল বিশ্বস্ত গ্রাহক। যাদের এসবিআইতে সক্রিয় সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে।
  • লোনের জন্য আবেদন করতে পারবেন এমন ব্যক্তিরা যারা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন বজায় রাখেন।
  • আবেদনকারী ব্যক্তির সিবিল স্কোর ভালো হতে হবে।
  • ব্যক্তিকে YONO SBI অ্যাপ ব্যবহার করে থাকতে হবে।

আরও পড়ুন: মন্দা বাজারে SIP ও স্টকে উচ্চ রিটার্ন পেতে মেনে চলুন 10-7-1 Rule. ম্যাজিকের মতো কাজ হবে

লোনের জন্য কিভাবে আবেদন করবেন?

  •  প্রথমেই YONO SBI অ্যাপ ডাউনলোড করে নিন ও লগ ইন করুন।
  • এবার “SBI YONO Loan” অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করুন “Instant Loan” অপশনে।
  • আপনার প্যান কার্ড নম্বর ও জন্মতারিখ উল্লেখ করুন আর “Yes” অপশনে ক্লিক করুন।
  • সোনার ঋণের পরিমাণ ও মেয়াদ নির্বাচন করুন।
  • এবার EMI পরিশোধের তারিখ নির্বাচন করে নিতে হবে।
  • যাবতীয় শর্তাবলী পড়ে নিন ও “Agree” অপশনে ক্লিক করুন।
  • OTP যাচাই করে নিন ও আপনার আবেদন জমা করুন।
  • ঋণ অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গেই লোনের আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।

আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের জন্য SBI এর দুর্দান্ত স্কীম। পাবেন সর্বোচ্চ সুদের সাথে লাখ টাকা রিটার্ন!

উপসংহার

তাহলে আর চিন্তা কিসের, নিজের কোন ব্যক্তিগত দরকারে অথবা নতুন ব্যবসা দাঁড় করানোর জন্য অনায়াসেই স্টেট ব্যাংকের লোনের জন্য আবেদন করতে পারেন। সমস্ত পদ্ধতি উল্লেখ করা হয়েছে।‌বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেবেন। ‌

Related Articles

Back to top button