SBI Salary Account – ষ্টেট ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট ও পেনশন অ্যাকাউন্ট থাকলে, বিনামূল্যে মিলবে অনেক সুবিধা, দেখুন বিস্তারিত। Big Update 2022.
SBI Salary Account – চালু করা হচ্ছে নতুন ইন্টিগ্রেটেড পোর্টাল।
স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য এবার সুখবর (SBI Salary Account)। কেন্দ্রীয় সরকার এবং দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মেলবন্ধনে গ্রাহকরা পেতে চলেছেন কিছু দুর্দান্ত সুবিধা। প্রতিনিয়তঃ স্টেট ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে নানান পলিসি চালু করে থাকে। এবার আবারও সুবিধা হতে চলেছে সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য। তবে আপাতত এই সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য।
সম্প্রতি রাজস্থানের জয়পুর স্টেট ব্যাংকের আধিকারিক এবং কেন্দ্রের তরফ থেকে (SBI Salary Account) একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তাতে ঠিক করা হয় পেনশনভোগীদের নির্ঝঞ্ঝাটে পরিষেবা প্রদান করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রের যে পোর্টালগুলো আছে সেগুলি এক সঙ্গে যুক্ত করে একটি ‘ইন্টিগ্রেটেড পেনশন পোর্টাল’ তৈরি করা হবে। যার ফলে নিঃসন্দেহে উপকৃত হবেন লক্ষ্য লক্ষ্য মানুষ।
শুধু তাই নয় দিনের কর্মসূচিতে পেনশনভোগীদের আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ডিজিটাল মাধ্যমে বার্ষিক প্রক্রিয়ায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বিষয়ে (SBI Salary Account) বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রতিবছর রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি প্রতিটি পেনশনভোগী ব্যক্তিকেই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হয় এই লাইফ সার্টিফিকেট। যার ভিত্তিতে পেনশন প্রদান করে সরকার।
আদতে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আধিকারিকদের পেনশন প্রদান এবং নীতি সংস্কার সংক্রান্ত বিষয়ে স্টেট ব্যাংকের আধিকারিকদের সচেতন করার উদ্দেশ্যেই (SBI Salary Account) এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল রাজস্থানে। এখানেই শেষ নয়, কেন্দ্রের তরফে আগামী দিনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবং ফেস অথেনটিকেশন টেকনোলজির সাহায্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিনে মাত্র 30 টাকা জমিয়ে, পান 4 লাখ টাকা, বাম্পার পলিসি এলআইসির
এখনো পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা করার ক্ষেত্রে ফেস অথেন্টিকেশন টেকনোলজির (SBI Salary Account) প্রবেশ ঘটানো হয়নি। তবে এই প্রক্রিয়া শুরু হলে একটি নতুন যুগের সূচনা হবে এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। প্রথমে স্টেট ব্যাংকের মাধ্যমে এই কর্মসূচি শুরু হলেও আশা করা হচ্ছে পরবর্তীকালে দেশের বাকি ব্যাঙ্কগুলি থেকেও পেনশনভোগীরা একই রকম সুবিধা ভোগ করতে পারবেন।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
ব্যাঙ্ক লোন গ্রহণের নতুন নিয়ম, না মানি দেওয়া হবে না কোনো লোনই