Saving Plus Account তথা সেভিংস প্লাস একাউন্ট

বর্তমানে প্রায় সকলেরই কোনও না কোনও ব্যাংকে সেভিংস একাউন্ট বা Savings Account আছে। তবে এই মুহুর্তে Saving Plus Account তথা সেভিংস প্লাস অ্যাকাউন্ট নামে নতুন ধরনের একাউন্ট এর সুবিধা দেওয়া হচ্ছে একাধিক ব্যাংক থেকে। এই একাউন্টের মাধ্যমে গ্রাহকেরা গতানুগতিক সেভিংস একাউন্টের সুবিধার সাথে সাথে আরও অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। আর Saving plus account কিভাবে খুলবেন, এবং কি কি অতিরিক্ত সুবিধা পাবেন এবং কি কি নিয়ম কানুন রয়েছে, বিস্তারিত জেনে নিন।

Advertisement

SBI Saving Plus Account Minimum Balance and interest rate

প্রত্যেকটি ব্যক্তি তার নিজের উপার্জনের অর্থের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চিত করে রাখে। আর এই সঞ্চয়ের জন্য বেছে নেয় কোনো ভালো আর্থিক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান ভালো সুদ (Rate of Interest) দেবে এবং যেখানে টাকা তছনছ (Banking fraud) এর কোনো ভয় থাকবেনা। বেশিরভাগ মানুষই টাকা সঞ্চয়ের (Investement) জন্য পছন্দ করেন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা সেভিংস অ্যাকাউন্ট (Savings Account). কারণ এতে সুদের পরিমাণ (Interest Rate) অনেকটাই হয়।

এমনই এক ব্যাংক যার নাম এস বি আই (State Bank of India) সেখানে সেভিংস অ্যাকাউন্টে আপনি ফিক্সড ডিপোজিটের মতনই সুদ পাবেন। আর এই জন্য এর নাম সেভিংস প্লাস অ্যাকাউন্ট (SBI Saving Plus Account). SBI সেভিংস প্লাস অ্যাকাউন্ট হলো একটি অভিনব সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট।

Ads

SBI Saving Plus Account vs Savings Account

এটি মাল্টি অপশন ডিপোজিটের (Multi Option Deposit Scheme) সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। এই অ্যাকাউন্টে একটি সীমা সেট করা রয়েছে। অন্য সেভিংস অ্যাকাউন্টের তুলনায় এই সেভিংস প্লাস অ্যাকাউন্টে বেশি রিটার্ন পাওয়া যায়। এখানে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি সুদ পাওয়া যায়।
এস বি আই এর সেভিংস অ্যাকাউন্টে অটো সেভ অপশন রয়েছে। এই অ্যাকাউন্টে সেভিংস একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সেটা ফিক্সড ডিপোজিটের সাথে যুক্ত হতে থাকে। এই ফিক্সড ডিপোজিটের ওপর সুদ পাওয়া যায় এবং সেভিংস ব্যালেন্সের ওপরও সুদ পাওয়া যায়।

Advertisement
'এক দেশ এক রেশন কার্ড' (One Nation One Ration Card Scheme)

Benefits of SBI Saving Plus Account

SBI Saving Plus Account এর বৈশিষ্ট্য গুলো হলো
১) যে কোনও ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
২) জয়েন্ট অ্যাকাউন্ট ও খোলা যায়।
৩) এর মেয়াদ হলো ১ থেকে ৫ বছর পর্যন্ত
৪) এই সেভিংস অ্যাকাউন্টে নুন্যতম ব্যালেন্স হলো ৩৫০০০ টাকা। এবং যদি আপনার বিনিয়োগের টাকা ৩৫০০০ টাকার বেশি হয়ে যায় তখন এই টাকা ফিক্সড ডিপোজিটে রুপান্তরিত হয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন, পুজোর মধ্যে আবারো নিন্মচাপ, চলবে লাগাতার বৃষ্টি, কোনও কোনদিন বৃষ্টি হবে?

৫) এস বি আই ব্যাংকে আপনি যদি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে এস বি আই ২.৭০ হারে সুদ প্রদান করে থাকে। কিন্ত আপনি যদি সেভিংস প্লাস অ্যাকাউন্ট খোলেন তাহলে ফিক্সড ডিপোজিটের সমান সুদ পাবেন।
৬) আপনি বিনামূল্যে চেক পাতা পাবেন প্রতিবছর ২৫ টি করে। তবে তিনমাস অন্তর চেকের মূল্য ধার্য করা হবে।
৭) আপনি প্রয়োজনে ব্যাংকে না গিয়েও ইন্টারনেট মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন।

Ads

আরও পড়ুন, পুজো উপলক্ষ্যে Jio গ্রাহকদের আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ও কলিং। কিভাবে পাবেন?

  • এই অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের কোনো নির্ধারিত সীমা নেই।
  • MOD জমার বিপরীতে আপনি ঋণ নিতে পারেন
  • SMS অ্যালার্ট এর সুবিধা পাবেন সাথে ATM এর কার্ড পাবেন।
  • অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই পাশবুক পেয়ে যাবেন। তবে এটি হারিয়ে গেলে তখন অন্যটি নেওয়ার জন্য টাকা দিয়ে নিতে হবে।

Saving Plus Account এ এত কিছু সুবিধা একসঙ্গে পাচ্ছেন এবং সেইসাথে ফিক্সড ডিপোজিটের সমান সুদ পাবেন। তাই দেরি না করে এস বি আই ব্যাংকে সেভিংস প্লাস অ্যাকাউন্ট খুলেই ফেলুন। কিম্বা আপনার সাধারণ সেভিংস একাউন্ট কে Saving Plus Account এ রূপান্তরিত করা যায় কিনা সেই ব্যাপারে আপনার ব্রাঞ্চে গিয়ে কথা বলুন। আরও কিছু বিষদে জানতে নিকটবর্তী SBI ব্যাংকে অফিশিয়াল সাইটে যোগাযোগ করুন।

এসবি প্লাস একাউন্ট কি?

এসবি প্লাস একাউন্ট মাল্টি অপশন ডিপোজিটের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। এখানে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি হারে সুদ পাওয়া যায়। এই অ্যাকাউন্টের টাকা না তুললে সেটা ফিক্সড ডিপোজিটের সাথে যুক্ত হয়ে ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি সুদ পাওয়া যায় এবং সেভিংস ব্যালেন্সের ওপরও সুদ পাওয়া যায়। অর্থাৎ এটি সেভিংস একাউন্টের মতো যখন খুশি টাকা তোলা যায়। আবার উচ্চ হারে সুদ ও পাওয়া যায়।


এস বি আই সেভিংস একাউন্ট মিনিমাম ব্যালেন্স কত?

গত ২০২২ সাল থেকে ভারতীয় স্টেট ব্যাংক আপাতত সেভিংস একাউন্টের মিনিমাম ব্যালান্স এর সীমা তুলে দিয়েছে। অর্থাৎ আপনার একাউন্টে টাকা কম থাকলেও ফাইন দিতে হবে না। যদিও পরবর্তীতে নির্দেশ এলা আবার চার্জ দেওয়ার নিয়ম চালু হতে পারে।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *