SBI Scheme: স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে 7.10% সুদ। মোটা অঙ্কের রিটার্ন নিয়ে সারাজীবন টেনশন ফ্রি থাকুন

SBI Amrit Kalas Scheme

দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকল্পগুলি (SBI Scheme) চিরকাল জনসাধারণের স্বার্থে পরিচালিত হয়েছে। সেই সকল প্রকল্পগুলিতে উচ্চাহারে সুদ প্রদান করা হয়। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল এসবিআই অমৃত কলস প্রকল্পে (SBI Amrit Kalas Scheme) বিনিয়োগ করলে সুদ পাবেন ৭.১০% হারে। আসুন বিনিয়োগ করার আগে এই প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক।

SBI Scheme Investment Benefits 2025

আমরা মাঝেমধ্যেই স্টেট ব্যাংকের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করে থাকি। ঠিক তেমনভাবেই অমৃত কলস প্রকল্প সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যেহেতু এই প্রকল্পে সুদের হার অনেকটাই বেশি তাই এই প্রকল্পটিতে জমাকৃত অর্থের রিটার্ন পাওয়ার পরিমাণ বেশি হয়। বর্তমানে এই প্রকল্পে আপনি যদি টাকা বিনিয়োগ করেন, তাহলে কিভাবে কী করবেন? বিনিয়োগের আগে বিস্তারিত জানুন।

কিভাবে বিনিয়োগ করলে লাভবান হবেন?

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর ফলে, সমস্ত ধরনের ঋণ আগের চাইতে অনেক বেশি সস্তা হয়ে গিয়েছে। আবার, ফিক্সড ডিপোজিট (FD)-এর মতো সঞ্চয় প্রকল্পগুলিতে আগের তুলনায় সুদের হার অনেকটা কমে গিয়েছে। তবে, এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের এফডি স্কিম থেকে চমৎকার রিটার্ন পাওয়া যাচ্ছে। তেমনই একটি স্কিম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অমৃত কলস স্কিম। এই প্রকল্পে আপনি ১ লক্ষ টাকা জমা করেই সেখান থেকে ২২,৪১৯ টাকার নির্দিষ্ট সুদ পেতে পারেন।

অমৃত কলস প্রকল্পে সুদের হার কত?

স্টেট ব্যাঙ্কের অমৃত কলস (SBI Amrit Kalash) ফিক্সড ডিপোজিট স্কিমে মিলছে মোটামুটি ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ। এই ব্যাংক গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ৩.৩০ শতাংশ থেকে শুরু করে সর্বাধিক ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তে অ্যাকাউন্ট খুলে সেখানে সাত দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদের এফডি করা যায়। তার জন্য আপনাকে নিকটবর্তী ব্যাংকের শাখায় যেতে হবে।

আরও পড়ুন: প্রত্যেক মাসে নিশ্চিত 9000 টাকা আয়। পোস্ট অফিসের এই প্রকল্পে উপকৃত হবেন নারী, পুরুষ সবাই। আবেদন করুন আজই!

ফিক্সড ডিপোজিটে দারুন রিটার্ন গ্যারেন্টি

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই বিশেষ “অমৃত বৃষ্টি এফডি স্কিম” টি মূলত ৪৪৪ দিনের জন্য তৈরি করা হয়েছে। স্টেট ব্যাংকের এই প্রকল্পটিতে সাধারণ নাগরিকরা পাবেন সর্বোচ্চ ৬.৬০ শতাংশ হারে সুদ আর প্রবীণ নাগরিকরা পাবেন ৭.১০ শতাংশ সুদ। তবে দেশের এই বৃহত্তম সরকারি ব্যাঙ্কটিতে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তবে সাধারণদের জন্য থাকছে ৬.৩০ শতাংশ সুদ আর প্রবীণদের জন্য থাকছে ৬.৮০ শতাংশ সুদের ব্যবস্থা।

এবার দেখে নেওয়া যাক এখান থেকে কিরম রিটার্ন পাওয়া সম্ভব। একজন সাধারণ নাগরিক স্টেট ব্যাঙ্কে ৩ বছরের জন্য যদি এক লাখ (১,০০,০০০ টাকা) এফডি করেন, তাহলে সেই ব্যক্তি এফডির মেয়াদপূর্তির সময় মোট ১,২০,৬২৬ টাকা পাবেন ৷ এর মধ্যে থাকবে ২০,৬২৬ টাকা সুদ। তবে এই স্কিমটি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার অধিক দিচ্ছে। একই মেয়াদে একজন প্রবীণ নাগরিক যদি ১,০০,০০০ টাকা এফডি করেন তবে মেয়াদপূর্তির সময় ১,২২,৪১৯ পাবেন৷ আর সুদ হিসেবে পাবেন ২২,৪১৯ টাকা।

আরও পড়ুন: SBI Credit Card এ নতুন নিয়ম শুরু হবে! গ্রাহকরা আগের থেকে জানুন

উপসংহার

স্টেট ব্যাংকে টাকা রাখতে অধিকাংশ মানুষই নির্ভরযোগ্য মনে করেন। কারণ এখান থেকে ভবিষ্যৎ গ্যারান্টি ও ভালো রিটার্নের সুবিধা মেলে। সাধারণত এফডি স্কিমে একটি নির্দিষ্ট সময় পর গ্যারান্টির সঙ্গে মেলে নির্ধারিত হারে সুদ। এতে সাধারণত কোনও অনিশ্চয়তা থাকেও না। যেহেতু এটি একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ বিকল্প তাই অনেকেই বিনিয়োগের আগ্রহ দেখায়। তবে যদি আপনি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে স্টেট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Related Articles

Back to top button