SBI Scheme: স্টেট ব্যাংক দিচ্ছে 7.90% সুদ ফিক্সড ডিপোজিটে। কিভাবে বিনিয়োগ করলে মিলবে সুবিধা? জানুন

SBI Fixed Deposit Interest Rate

কমবেশি সকলেই সঞ্চয় নিয়ে ভাবেন। ভারতের রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সেই কথা মাথায় রেখেই এনেছে নতুন স্কিম। এই স্কিমে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে পাবেন ৭.৯০% সুদ। কিভাবে বিনিয়োগ করলে আপনি সুবিধা পেতে পারেন, দেখে নিন।

SBI Scheme Fixed Diposit Interest Rate

বর্তমানে বাজারে একাধিক বিনিয়োগের স্কিম থাকলেও বহু মানুষ এখনো মনে করেন ফিক্সড ডিপোজিট স্কিম (SBI Fixed Deposit) সবচেয়ে বেশি নিরাপদ। বিশেষ করে প্রবীণরা। আর তার প্রধান কারণ হল এই স্কিমে সুদ কিছুটা কম পাওয়া গেলেও রিটার্নের গ্যারেন্টি কিন্তু পাওয়াই যায়।

তবে শুধু সেই কারণে নয়, সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট স্কিমে কিছুটা বেশি সুদ দেওয়া হয়। স্টেট ব্যাংকে ১ থেকে ২ বছরের স্থায়ী আমানত (FD) এর ক্ষেত্রে আপনি পেতে পারেন ৭% থেকে ৭.৫% পর্যন্ত সুদ। তবে মাঝে মধ্যে স্টেট ব্যাংক কিছু স্পেশাল FD স্কিমের ঘোষণা করে ব্যাঙ্কের তরফ থেকে। এমন একটি স্কিম হল এসবিআই সর্বোত্তম স্কিম।

ডিজিটাল গোল্ড নাকি সোনার গয়না? কোনটিতে বিনিয়োগ করে লাভবান হবেন?

এসবিআই সর্বোত্তম স্কিমে বিনিয়োগ

স্টেট ব্যাংকের এই স্কিমের তরফ থেকে একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম যার নাম এসবিআই সর্বোত্তম এফডি স্কিম (SBI Sarvottam FD Scheme) চালু করেছে। যে স্কিমে সাধারণত যে সুদ পাওয়া যায় তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি সুদ পাওয়া যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি এই স্কিমে ১ বছরের বিনিয়োগের ক্ষেত্রে দারুন সুদ পাবেন। এই স্কিমে সাধারণ নাগরিকরা ৭.৪০% সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫০% সুদ। আপনারা ২ বছরের যদি বিনিয়োগ করেন তাহলে একজন সাধারণ নাগরিক পাবেন ৭.৪০% হারে সুদ আর প্রবীণরা পাবেন ৭.৯০% হারে সুদ। তবে এক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই রয়েছে।

পোস্ট অফিসের গ্রাহকরা পাবেন 12 লক্ষ টাকা। আবেদন করলে টাকা চলে আসবে অ্যাকাউন্টে। দেখুন বিস্তারিত

এই শর্তগুলি কি কি? মনে রাখবেন, আপনি যদি এই প্রকল্পে ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে আপনাকে নূন্যতম ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আর আপনি এখানে সর্বোচ্চ ২ কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন। এছাড়া অন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যদি হঠাৎ করে প্রয়োজন পড়ে, তাহলে আপনি সেটা ভেঙে টাকা নিতে পারবেন। কিন্তু মেয়াদ পুরো হওয়ার আগে সেই ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলা যাবে না।

Related Articles

Back to top button