SC ST OBC Scholarship 2025: ছাত্রছাত্রীরা পাবেন 48,000 টাকার স্কলারশিপ। কী কী যোগ্যতা লাগবে? আবেদন জানাবেন কিভাবে?

SC, ST OBC Scholarship 2025

ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করার জন্য চালু হয়েছে SC ST OBC Scholarship. প্রত্যেক বছরের মতো এই বছরেও পাবেন বৃত্তি প্রকল্পের সুবিধা। সকল ছাত্রছাত্রীদের জন্য ৪৫,০০০ টাকার আর্থিক সাহায্য পাঠানো হবে সরকারের তরফে। আপনিও কি এই প্রকল্পে আবেদন জানাতে চান? তাহলে দেখে নিন যোগ্যতা ও আবেদন পদ্ধতির বিবরণ। আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক।

SC ST OBC Scholarship 2025

ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। কোন বিষয় নিয়ে এগোতে চান, কোন কলেজে ভর্তি হবেন ইত্যাদি। তবে শুধু ভাবলেই হল না। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য দরকার অর্থের। বহু মেধাবী ছেলেমেয়েরা আছেন যারা এখানেই পিছিয়ে যান। স্কলারশিপের (SC ST OBC Scholarship) সাহায্য পেয়ে তাঁরা নিজেদের স্বপ্নপূরণ করতে পারেন।

তাই সরকারি ও বেসরকারি তরফে স্কলারশিপ দেওয়ার বন্দোবস্ত হয়েছে। যাতে প্রত্যেক স্টুডেন্ট নিজেদের স্বপ্নের পথে চলতে পারেন, নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। তেমনই একটি বৃত্তি SC ST OBC Scholarship 2025. আপনারাও যদি এই বৃত্তি প্রকল্পের (SC ST OBC Scholarship) জন্য আবেদন করতে চান, তাহলে কিছু বিবরণ জেনে নিন আগের থেকেই।

SC ST OBC Scholarship এর উদ্দেশ্য কী?

এই স্কলারশিপ চালু করার উদ্দেশ্য হল সমাজের তপশিলি জাতি ও উপজাতিদের সহায়তা। যাতে তাঁরা পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন তার জন্যই এই স্কলারশিপ (SC ST OBC Scholarship) চালু করেছে সরকার। বহু মেধাবী ছাত্র-ছাত্রী এর দ্বারা উপকৃত হয়েছেন আর আগামী দিনেও উপকৃত হবেন। এই স্কলারশিপ পশ্চিমবঙ্গে ওয়েসিস স্কলারশিপ (Oesis Scholarship) নামেও পরিচিত।

আরও পড়ুন: অ্যাকাউন্টে 75,000 টাকা পাঠাচ্ছে মোদি সরকার। পুরুষ, মহিলা সবাই পাবেন। কিভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপে আর্থিক সাহায্যের পরিমাণ

যে সকল ছাত্রছাত্রীরা সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাঁরা সহজেই এই স্কলারশিপের (SC ST OBC Scholarship) জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের অধীনে ছাত্রছাত্রীদের সর্বাধিক এই স্কলারশিপে (₹৪৫,০০০ থেকে ₹৪৮,০০০) পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে এই আর্থিক সহায়তার পরিমাণ নির্ভর করবে শিক্ষার্থীর কোর্স ও ক্লাসের উপর।

একজন শিক্ষার্থী যিনি মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন, তিনি পাবেন ১২,০০০ টাকা। শিক্ষার্থী যিনি উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন, তিনি পাবেন ১৮,০০০ টাকা। আর যারা স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করবেন, তাঁরা পাবেন ৪৮,০০০ -৬০,০০০ টাকার আর্থিক সহায়তা।

এই স্কলারশিপ পেতে কী কী যোগ্যতা লাগবে?

  • এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই SC, ST অথবা OBC শ্রেণীর হতে হবে।
  • কোন ছাত্রছাত্রী আবেদন জানাতে চাইলে তাঁর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
  • তাঁকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার পড়াশুনো চালিয়ে যেতে হবে।
  • যারা দূর শিক্ষা অর্থাৎ ডিসটেন্সে পড়াশোনা করছেন তাঁরা এই স্কলারশিপর সুবিধা পাবেন না।
  • আবৃদনকারী প্রার্থীর পারিবারিক আয় কম থাকতে হবে।
  • ওই শিক্ষার্থীর অবশ্যই ৬০% নম্বর থাকতে হবে।

স্কলারশিপের আবেদন পদ্ধতি

  • আপনাকে প্রথমে ভিজিট করতে হবে এই স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে।
  • এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদনকারীকে সব তথ্য দিয়ে ও নিজের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
  • তারপর মূল ফর্ম ফিল আপ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা করতে হবে।
  • সবশেষে অনলাইনে বা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আবেদন জমা করতে হবে।

আরও পড়ুন: 2 লক্ষ টাকার স্কলারশিপ পাবে উচ্চমাধ্যমিক পাশ করলেই। পড়ুয়ারা আবেদন পদ্ধতি জানুন

উপসংহার

আপনিও এই স্কলারশিপের (SC ST OBC Scholarship) জন্য নিজ আবেদন জমা করতে পারেন ও উপকার পেতে পারেন। বহু ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন বিগত কয়েক বছরে। এছাড়া এই স্কলারশিপ (SC ST OBC Scholarship) সম্পর্কে আরও ডিটেলস জানতে অনলাইন ওয়েবসাইটে ভিজিট করুন।

Related Articles

Back to top button