Scheme By Government – কন্যা সন্তান থাকলেই 5 লাখ টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন দেখুন।

Scheme By Government – জেনে নিন নতুন কি কি সুবিধা মিলছে।

ভারতে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সঞ্চয়ের (Scheme By Government) মাধ্যমে জীবনকে সুরক্ষিত করা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠছে। এমত অবস্থায় কেউ সরকারি, কেউ বেসরকারি বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে নিজের কষ্ট দিতে অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে সরকারি প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ করার আগ্রহ সবার মধ্যে বেশি দেখা যায় কারণ বিনিয়োগের সাথে সাথে নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকে।

সরকার মাঝেমধ্যে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের (Scheme By Government) মাধ্যমে ভারতবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে এই ধরনের বিশেষ প্রকল্প আনা হয় দেশের আগামী প্রজন্ম অর্থাৎ শিশু ও প্রবীণ নাগরিক এবং মহিলাদের কথা ভেবে। কথায় বলে, কন্যা সন্তান বড় করা মুখের কথা নয়। আর তাই দেশের প্রতিটি পরিবারের কন্যা সন্তানকে একটি সুরক্ষিত ভবিষ্যৎ প্রদান করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প।

চলতি অর্থবর্ষে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের (Scheme By Government) জন্য নতুনভাবে সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যেটি ব্যাংকের ফিক্স ডিপোজিটের সুদের হারে থেকে অনেকটা বেশি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে খোলা যেতে পারে আপনার প্রিয় সন্তানের জন্য অ্যাকাউন্ট।

আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি করেননি? পড়তে পারেন মহাবিপদে

কারা করতে পারবেন আবেদন?
যে সমস্ত কন্যা সন্তানের বয়স ১০ বছরের কম তাদের অভিভাবক হিসেবে মা অথবা বাবা (Scheme By Government) সন্তানের নামে খুলতে পারবেন এই অ্যাকাউন্ট। কন্যা সন্তানের বয়স ১৮ বছর হলেই সে নিজেই তার অ্যাকাউন্টের অধিকারী হবে। একটি পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তানের জন্য এমন অ্যাকাউন্ট খোলা যাবে।

প্রকল্পের মেয়াদ এবং বিনিয়োগের পরিমাণ-
সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ১৫ বছর অথবা ২১ বছরের জন্য করা যেতে পারে বিনিয়োগ। তবে এই যোজনার অ্যাকাউন্ট (Scheme By Government) খুলতে নূন্যতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে অভিভাবকদের বা বিনিয়োগকারীকে। অর্থাৎ একজন বিনিয়োগকারী বার্ষিক ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা রাখতে পারেন এই অ্যাকাউন্টে।

এটিএম থেকে 4 বারের বেশি টাকা তুললে 173 টাকা চার্জ লাগবে, এই মেসেজ পেয়েছেন তো?

সুদের হার কত?
অন্যান্য যে কোন ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি সুদ নিচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে। সরকার এই প্রকল্পে বিনিয়োগ করলে সুদ দিচ্ছে ৭.৬ শতাংশ। যদি কোন বিনিয়োগকারী মাসে ১০০ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক পরিমাণ হবে ১২ হাজার টাকা। যদি কোন ব্যক্তি কন্যা সন্তান (Scheme By Government) জন্মানোর পরেই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট ওপেন করেন তবে কন্যা সন্তানের ২১ বছর হলে সেই বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১ লক্ষ ৮০ হাজার টাকা। তার সাথে সুদ পাওয়া যাবে আরও ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৫ টাকা। সুতরাং সম্পূর্ণ মেয়াদ শেষে কন্যা সন্তান এবং আপনি হাতে পাবেন ৫ লক্ষ ২৭ হাজার টাকা।

অন্যান্য সুবিধা-
আর্থিক নিরাপত্তার সাথে সমৃদ্ধি ঘটানোর আরো একটি উপায় কর ছাড়ের সুবিধা মেলা। আর এটি প্রদান করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্প অ্যাকাউন্ট করলে বিনিয়োগকারী পেয়ে যাবেন এইটটিসি ধারায় আয়কর ছাড়ের (Scheme By Government) সুবিধা। তাহলে আর দেরি না করে চটপট বিনিয়োগ করার প্ল্যান করুন আর পেয়ে যান একাধিক সুবিধা।
প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পশ্চিমবঙ্গে তিনটি রেশন কার্ড বদল, নতুন কি সুবিধা মিলবে?

Related Articles

8 Comments

  1. Dada mathematical calculations gulo swavabik abosthay korben please, tarpor post korben nahole sadharan manush bivranta hobe

  2. Please read your article continuously then find your print/type mistake.

    sir /madam how possible???? যদি কোন বিনিয়োগকারী মাসে ১০০ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক পরিমাণ হবে ১২ হাজার টাকা। (100*12)=1200

    Next time onwards please check yourself.

  3. ২১ বছরে ২৫২০০ টাকা,,,আর আপনি কি সব বলছেন?

  4. Upni jodi kono news er editor hon to upner educational Qualification ta akber dekhey nin….karon one two te amar meyera namta porche o tarao haschey,,,😄😄😄😄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button