Holiday: বাংলায় ফের ছুটির ঘোষণা। ২১ জুলাই রাজ্যে স্কুল বন্ধের সিদ্ধান্ত। হলিডে পাচ্ছেন কারা?
Holiday Declaration For 21st July In Bengal School holiday declared in Bengal on July 21
আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সমাবেশ উপলক্ষ্যে সাজো সাজো রব। ছুটি (Holiday) থাকার সম্ভাবনা রাজ্যের বেশ কিছু বিদ্যালয়ে। কারণ এই দিন যানজটের আশঙ্কায় কলকাতার বেশ কিছু স্কুল বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। বেশ কিছু স্কুলে অনলাইনে ক্লাস হতে পারে। এই নিয়ে প্রকাশ্যে এসেছে একটি পূর্ণাঙ্গ তালিকা। সেই তালিকায় কোন কোন স্কুলের নাম রয়েছে আসুন আজকের প্রতিবেদন থেকে জানা যাক।
West Bengal Holiday Announcement
আগামী ২১শে জুলাইয়ের তৃণমূলের সমাবেশ (21 July TMC Rally). সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে ছুটে আসবেন তৃণমূল অনুধাগীরা। রাস্তায় সভা হওয়ার কারণে যানজট দেখা দেবে। এই যানজটের মোকাবিলায় বেশ কিছু স্কুলকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। সমাবেশের জন্য হাইকোর্ট বেশ কিছু শর্ত আরোপ করেছে। শর্ত মেনেই সমাবেশ করতে হবে রাজ্যের শাসক দলকে। যার ফলে শহরের নামকরা কিছু স্কুল তাঁদের সময়সূচিতে পরিবর্তন এনেছে। কোন কোন স্কুল কিভাবে ক্লাস করাবে আসুন দেখে নেওয়া যাক।
২১ জুলাই কোন কোন স্কুল বন্ধ থাকবে?
প্রতি বছর ২১শে জুলাই তারিখে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। আর সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসেন বহু মানুষ। খুব স্বাভাবিকভাবে এর ফলে শহরের যান চলাচল ব্যবস্থা গুরুতর সমস্যার মুখে পড়ে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ বলছে সমাবেশস্থলে অবশ্যই পর্যাপ্ত নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কিন্তু তা সত্ত্বেও শহরের বাকি অংশে এর প্রভাব পড়বে সেটাই স্বাভাবিক। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে আগামী ২১ জুলাই কলকাতার বেশ কয়েকটি স্কুল বন্ধ থাকছে। কিছু স্কুল যেমন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, আবার কিছু স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে।
আরও পড়ুন: তিন দিনের লম্বা ছুটি! বন্ধ থাকছে স্কুল, কলেজ অফিস? বর্ষায় হলিডে ঘোষণা
যে যে স্কুল সম্পূর্ণরূপে বন্ধ থাকছে
একুশে জুলাই সমাবেশের কারণে সম্পূর্ণ বন্ধ থাকছে সেন্ট জেমস হাই স্কুল। স্কুল কর্তৃপক্ষ এদিন সম্পূর্ণ ছুটির ঘোষণা করেছে। ক্যালকাটা গার্লস হাই স্কুল উক্ত দিনে বন্ধ থাকছে। এই স্কুলে সোমবারের পরিবর্তে শনিবার ক্লাস নেওয়া হবে। এছাড়া, প্র্যাট মেমোরিয়াল স্কুলটিও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনে কোন ক্লাস নেবে না গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল।
কোন কোন স্কুলে অনলাইন ক্লাস হবে?
উক্ত দিনে অনলাইন ক্লাস হবে ক্যালকাটা বয়েজ স্কুলে। এদিন ছাত্রছাত্রীরা বাড়ি থেকে অনলাইন ক্লাসে অংশ নেবেন। লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলেও অনলাইন ক্লাসের ব্যবস্থা হয়েছে। লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুলেও নেওয়া হবে অনলাইনে ক্লাস।
এছাড়া, সুশীলা বিড়লা গার্লস স্কুল, বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলে অনলাইনে ক্লাস হবে। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য ‘স্টাডি লিভ’ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সাউথ পয়েন্ট স্কুলে নিয়মিত ক্লাসের পরিবর্তে, সকাল এগারোটা তিরিশ পর্যন্ত অভিভাবক-শিক্ষক বৈঠকের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত ৫ দিন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। কারা ও কিসের জন্য পাবে?
উপসংহার
ছাত্র-ছাত্রীরা যে স্কুলে পড়েন সেই স্কুলের নোটিশ ফলো করবেন। অভিভাবকদেরও একই পরামর্শ দেওয়া হচ্ছে। এই দিনে যানজট এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়া রাজ্য সরকারের তরফে যদি কোন ঘোষণা করা হয় সেটি মেনে চলা শ্রেয়।