আশেপাশে বর্তমানে লটারির টিকিট কাটা নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। তবে ভাগ্যে থাকলে ঠেকায় কে? ঠিকঠাক টিপস মেনে লটারির টিকিট কাটতে পারলেই দারুণ পুরষ্কার জিতে জেতে পারেন আপনিও। তাই আর দেরি না করে, চলুন দেখে নেওয়া যাক, লটারি কাটার কিছু আধুনিক বিজ্ঞানসম্মত টিপস।
লটারির টিকিট কাটার আগে অবশ্যই দেখুন এই কৌশলগুলি।
লটারি অনেকে কেনেন শখ করে, আবার অনেকে নেহাতই নিজের ভাগ্য পরীক্ষার জন্য। আবার অনেকে প্রায় প্রতিদিনই লটারি কেটে থাকেন। তবে আপনাদের আমরা কোন ভাবেই লটারি কাটার জন্য উতসাহিত করি না। মার্কেটের বিভিন্ন তথ্য, রেজাল্ট আর অভিজ্ঞ ব্যাক্তিদের মতামত নিয়েই আমরা প্রতিবেদন করে থাকি। এই বিষয়ে আগ্রহ সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। কোনো রকম ভুল পদক্ষেপের জন্য আমাদের নিউজ পোর্টাল কোন ভাবে দায়ী নয়।
এবারে আসি আসল কথায়। লটারি কেটে অনেকেই লক্ষ টাকা পর্যন্ত খরচ করে ফেলেন, কিন্তু তাও পুরষ্কার (Winning Lottery Prize) পাননি। কারণ, লটারির টিকিট কাটার জন্য ভাগ্য তো লাগবেই। সাথে সাথে লাগবে বেশ অনেকটা অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতাকে আরও বেশি মজবুত করে তুলতে জানতে হবে লটারির টিকিট কাটার গোপন বৈজ্ঞানিক কৌশল।
অনেকেরি ধারণা, একটা নম্বর বেছে নিলেই হল। লটারির টিকিট কাটলে পুরষ্কার পাবার হলে এমনিতেই পাবেন। এই ধারণা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। সেই আশাতেই প্রতি সপ্তাহে বা মাসে লটারির টিকিট কাটেন। কিন্তু কোন লাভ হয় না। সেই হতাশা থেকে ভাবেন আর লটারি টিকিট কাটবেনই না। কিন্তু লটারি টিকিট কাটার আগে কয়েকটি বৈজ্ঞানিক কৌশল মেনে চললে পাওয়া যেতে পারে 1 কোটি টাকা বার তার চেয়েও বেশি পুরষ্কার। কি সেই কৌশল? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
অনেকেই জানেন না এই টিপসগুলি। তবে লটারির টিকিট 5 নম্বরের হয়ে থাকে। ধরা যাক, কোনো লটারির টিকিট নম্বর ABCDE. তাহলে A, B, C, D, E হিসেবে সংখ্যাগুলি হল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,9 অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে যেকোনো সংখ্যা। এছাড়া লটারির টিকিটের প্রথম সংখ্যা অর্থাৎ ‘A’ কে হল ব্যাক নম্বর। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা যথাক্রমে ‘BC’. এই সংখ্যা দুটিকে মিডল নম্বর বলা হয়। শেষের দুটি সংখ্যা ‘DE’ হল লাস্ট ডিজিট নম্বর। যেমন -কোনো লটারির টিকিট নম্বর 86382 হলে এক্ষেত্রে 8 হল ব্যাক নম্বর। 6 এবং 3 হল মিডল নম্বর, এছাড়া 8 এবং 2 হল লাস্ট ডিজিট নম্বর।
লটারি কাটার টিপস (Scientific Tips and Tricks) –
১) লটারি কাটার সময় বিশেষত যেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন সেটি হল লাস্ট ডিজিট নম্বর। এই দুটি নম্বরকে ভালোভাবে বাছাই করতে হবে। কিন্তু অনেকেই জানেন না লটারিতে লাস্ট ডিজিট নম্বর কীভাবে বাছবেন? মনে রাখতে হবে মিডল নম্বরের ঘরে যে দুটি সংখ্যা রয়েছে, তা দশ ঘর পর্যন্ত নম্বর এবং মিডিল নম্বরের বিপরীত নম্বরগুলোর দশ ঘরের মধ্যে থাকবে হবে।
Lottery জেতার গোপন 4টি অব্যর্থ ফর্মুলা! দেখলেই ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য।
যেমন – লটারির মিডল নম্বর হল 6 ও 4. সেক্ষেত্রে লাস্ট ডিজিট নম্বর মিডল নম্বরের দুটো সংখ্যা 6 ও 4 এর ভিত্তিতে দশ ঘরের মধ্যে অর্থাৎ 60-69 এবং 40-49 এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে টিকিটের মিডিল নম্বরের ভিত্তিতে বাছাই করা লাস্ট ডিজিট নম্বর হবে যথাক্রমে, 60-69 এর মধ্যে ও 40-49 এর মধ্যের সংখ্যা। আবার মিডল নম্বরের শেষ নম্বর বা 4 এর বিপরীত নম্বর হবে 9. তাই এই ঘরের সংখ্যা হবে 90-99. যেটিকে সেকেন্ড টার্গেট লাস্ট নম্বর হিসেবে ধরতে হবে।
এবার জেনে নেওয়া যাক লটারির টিকিটের বিপরীত নম্বর কোনগুলি কিভাবে চিনবেন?
১) 0 এর বিপরীত 5.
২) 1 এর বিপরীত 6.
৩) 2 এর বিপরীত 7.
৪) 3 এর বিপরীত 8.
৫) 4 এর বিপরীত 9.
বাতিল হবে রাজ্যের ১০ লক্ষ রেশন কার্ড, Ration Card বাঁচাতে চাইলে এই কাজটি এক্ষুনি করুন
২) এছাড়া লটারি টিকিট কাটার আগে যে বিষয়টি মনে রাখতে হবে, এই দশ ঘর বিশিষ্ট নম্বরগুলোর মধ্যে মিডলের শেষ নম্বর এবং লাস্ট ডিজিট নম্বরের শেষ নম্বরের বিয়োগফল 1 বা 0 বা 1 হতে হবে। যেমন – 6483 নম্বরের বিয়োগফল 1. 6484 নম্বরের বিয়োগফল 0.6485 নম্বরের বিয়োগফল 1 হবে।
লটাটির এই বিশ্লেষণ দেখে নিজে যাচাই করে তবেই লটারির বিষয়ে এগোবেন। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইটে মোবাইল রিচার্জ, সরকারি ও বেসরকারি চাকরী, ব্যবসা সঙ্ক্রান্ত খবর, বিভিন্ন ইনভেস্টমেন্ট, স্কুল, কলেজের নানা খবর পেয়ে যাবেন। এছাড়াও কিছু জানার থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.