Sealdah Station (শিয়ালদহ স্টেশন)

শিয়ালদহ স্টেশনের দিকে তাকালে আর চিনতেই পারবেন না। সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহের স্মার্ট লুক (Sealdah Station Smart Look) দেখলে মন জুড়িয়ে যাবে। দৈনিক লক্ষ লক্ষ মানুষ এই শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন। জীবিকার তাগিদে ডেলি প্যাসেঞ্জারি করেন প্রায় কয়েক লক্ষ মানুষ।

Advertisement

শহরতলী থেকে গ্রামাঞ্চল, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হলো রেলওয়ে। শুধু তাই নয়, কম খরচে অল্প সময়ের মধ্যে আরামদায়ক জার্নির জন্য কর্মরত মানুষদের অধিকাংশই ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে আসেন। আর ভিড় ঠেলে ট্রেন ধরার রোজনামচা চলতেই থাকে।

Sealdah Station

তবে এবার সেই শিয়ালদা স্টেশনের (Sealdah Station) সম্পূর্ণ ছবিটাই বদলে যেতে চলেছে। দৈনিক যাতায়াতের এই স্টেশনটি এইবার এতটাই সুন্দরভাবে নতুন করে সাজিয়ে তোলা হবে, যা দেখলে মনটাই জুড়িয়ে যাবে। অমৃত স্টেশন প্রকল্পের (Amrit Station Prakalpa) আওতায় নিয়ে আসা হয়েছে শিয়ালদহ স্টেশনকে।

Ads

32000 প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে নয়া সিদ্ধান্ত, আদালত থেকে সরাসরি।

শিল্পীর কল্পনার উপর নির্ভর করে তুলি দিয়ে যে ছবি তুলে ধরা হয়েছে, তাতে শিয়ালদা স্টেশনের লুকটাই সম্পূর্ণ পাল্টে যাবে। দেশের ১৩০৯ টি রেল স্টেশনকে অমৃত স্টেশন প্রকল্পের আওতায় নিয়ে এসে সংস্কার করার কাজ শুরু হচ্ছে। ভারতীয় রেলের (Indian Railway) তরফে আধুনিক এবং ঝা চকচকে স্টেশন হিসেবে এই রেলওয়ে স্টেশনগুলোকে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল 11 টায় দেশের ৫০৮টি স্টেশনের সংস্কারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Advertisement
Sun Space Umbrella to protect Globel warming

সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন। যে স্টেশনগুলির অধিকাংশই পূর্ব রেলের আওতাধীন (Eastern Railway) পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ৫টি স্টেশন রয়েছে। হাওড়া ডিভিশনের ৯টি স্টেশন, মালদা ডিভিশনের ৭টি স্টেশন এবং শিয়ালদহ ডিভিশনের আওতায় ৭টি স্টেশন রয়েছে। যে ২৮ টি স্টেশনকে পূর্ব রেলের আওতায় এই আধুনিক সংস্কারের জন্য অমৃত স্টেশন প্রকল্পে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ২১ টি স্টেশন পশ্চিমবঙ্গের মধ্যেই আছে।

Advertisement

রাজ্যে ব্যাপক হারে কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম, জেনে নিন নতুন রেট।

বিহারে রয়েছে ৫টি স্টেশন এবং ঝাড়খন্ডে ২টি স্টেশন। অমৃত স্টেশন প্রকল্পের আওতায় শিয়ালদহ স্টেশনকে কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে? এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্টেশন ভবনের আধুনিকীকরণ করা হবে। স্থানীয় শিল্প এবং সংস্কৃতির মেলবন্ধনের বিভিন্ন ছবি স্টেশনে তুলে ধরা হবে। সিটি সেন্টারের মত স্টেশনের স্মার্ট লুক (Sealdah Station Smart Look As City Centre) গড়ে তোলা হবে। রেলের যাত্রীদের একাধিক স্বাচ্ছন্দের জন্য বহু সুযোগ সুবিধার বন্দোবস্ত করা হবে।

Ads
Advertisement
One thought on “Sealdah Station – বদলে যাবে চেনা ছবি! পুজোর আগে নতুনভাবে সেজে উঠছে শিয়ালদহ স্টেশন, কেমন লাগবে দেখতে?”
  1. যত সুন্দর করেই সাজানো হোক না কেন সেটা কতদিন টিকবে তা তো নির্ভর করে পাবলিকের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *