Pension Scheme: মাসে 20,000 টাকা পেনশন পাবেন প্রত্যেকে। অবসরের পর চিন্তা দূর করতে পারে এই নামকরা প্রকল্প
Senior Citizen Savings Scheme Investment
অবসরের পর পেনশন স্কিমগুলি (Pension Scheme) আপনাকে আর্থিক দিক থেকে নিরাপত্তা প্রদান করবে। কারণ এই প্রকল্পগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে সবাই সঞ্চয় নিয়ে কমবেশি ভাবছেন। কোথায় টাকা জমা রাখলে তুলনামূলক লাভ বেশি, কোথায় টাকা রাখলে তা অনেক বেশি নিরাপদ সবই আলাদা ভাবে বিবেচনা করা হয়। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিসের নতুন একটি প্রকল্প নিয়ে বেশ কিছু জরুরী তথ্য। এর দ্বারা আপনার সবাই উপকৃত হতে পারেন।
Post Office Pension Scheme
যদি আপনিও ভেবে থাকেন টাকা সঞ্চয় করবেন আর ভবিষ্যতে অবসরের পর আপনার আর্থিক দিক থেকে চিন্তা থাকবে না, তাহলে অবশ্যই এই প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তি তাঁর অবসর জীবনে আর্থিক নিরাপত্তা চান। আর তার জন্যই সময় থাকতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে হয়। তবে অনেকেরই সঠিক প্রকল্প সম্পর্কে জানা থাকে না। তাই কার্যত ভাল রিটার্ন আসে না। তবে আজকের প্রতিবেদন থেকে আশা করা যায় একটি ভাল নতুন পেনশন স্কিম
ধারণা করতে পারবেন।
প্রতিমাসে পেনশন পাবেন ১২,০০০ টাকা!
পোস্ট অফিস মানেই সেটি সকলের ভরসার জায়গা। আর এখানে টাকা রেখে রাতে একজন ব্যক্তি নিশ্চিত হতে পারেন। এবার পোস্ট অফিস সিনিয়র সিটিজেনদের জন্য নিয়ে বিশেষ সেভিংস স্কিম। আর এটার নাম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ। এখানে বিনিয়োগ করতে পারেন ৬০ বছরের বেশি বয়সী যে কোনও ভারতীয় ব্যাক্তি।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোনটায় বেশি লাভ হবে?
যারা অবসর নিয়েছেন তারাও এখানে নিঃসন্দেহে বিনিয়োগ করতে পারবেন। যদি কারও বয়স হয় ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে তবে তিনিও এখানে বিনিয়োগ করতে পারবেন। আবার যারা অবসর নিয়েছেন সেনাবাহিনী থেকে তারাও এখানে বিনিয়োগ করতে পারবেন। এটা আমাদের সবার জানা, পোস্ট অফিসে নানা ধরণের স্কিম থাকে। আর স্কিমগুলি থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে।
এখানে অনেক স্কিম থাকে যেখানে বিনিয়োগ করলে ব্যাঙ্কের তুলনায় অবশ্যই বেশি টাকা পাওয়া যায়। সিনিয়র সিটিজেনরা যাতে অবসরকালে নিশ্চিত রিটার্ন পান সেজন্য পোস্ট অফিসের তরফ বেশ কয়েকটি স্কিম চালু করেছে। তার মধ্যে অন্যতম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings). এই স্কিমটি একজন ব্যক্তি চাইলে প্রতিদিনের হিসাবেও চালাতে পারেন।
এবার আপনি একটি হিসেব দেখে নিন, এখানে যদি ১ হাজার টাকা হাতে নিয়ে আপনি বিনিয়োগ শুরু করেন সেখানে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এর সাথে রয়েছে করছাড়ের বিষয়টিও। আর এখানে বিনিয়োগের সময়সীমা ৫ বছর। এখানে যদি মাসে ২০ হাজার টাকা পেনশন পেতে চান তবে একটু হিসাব করেই টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। তাহলেই মিলবে অবসরকালীন পেনশন।
পোস্ট অফিসের নতুন স্কিমে টাকা রাখলেই তা তিনগুণ হবে। জেনে নিন বিনিয়োগের নিয়ম
স্কিমে বিনিয়োগ করতে হলে আপনাকে ভিজিট করতে হবে পোস্ট অফিসের ওয়েবসাইটে। আর সেখানে গিয়ে লগ ইন করতে হবে। এরপর সেখান থেকে বেছে নিন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। আপলোড করুন নিজের সমস্ত তথ্য কত টাকা আপনি বিনিয়োগ করবেন সেটাও উল্লেখ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর আপনি প্রতিমাসে অবশ্যই ভালো রিটার্ন পাবেন।