Samudra Sathi Prakalpa এর মাধ্যমে মাসে পান 5 হাজার টাকা। জানুন আবেদন পদ্ধতি।

চলতি বছরে থেকে Samudra Sathi Prakalpa এর মাধ্যমে মাসে পান 5 হাজার টাকা। জানুন আবেদন পদ্ধতি। বছরে দুবার ৫০০০ টাকা করে পাবেন মৎস্যজীবীরা। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৮ ই ফেব্রয়ারি ২০২৪-২০২৫ সালের বাজেট পেশ করার সময় এই প্রকল্প ঘোষণা করেন। এবং প্রকল্পের নামকরণ করেন “সমুদ্র সাথী “।

How to Apply Samudra Sathi Prakalpa and its Benefits

সমুদ্র সাথী প্রকল্প কি ? সমুদ্র সাথী প্রকল্পের পিছনে পশ্চিমবঙ্গ সরকারের মূল উদ্দেশ্য হলো মাছ ধরার উপর ২ মাসের নিষেধাজ্ঞা কারণে তাদের জীবিকা যাতে প্রভাবিত না হয় টা নিশ্চিত করা। তবে এই প্রকল্পের বেশ কিছু মানদণ্ডতা রয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনারা জেনে নিন এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি মানদণ্ডটা লাগবে এই সমস্ত কিছুই দেখে নিন।

  • প্রকল্পের যোগ্যতা
  • সমুদ্র সাথী প্রকল্প সুবিধা ও অসুবিধা
  • সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করার নিয়ম
  • যোগাযোগ মাধ্যম

প্রকল্পের যোগ্যতা

১) এই প্রকল্পের টাকা শুধু মাত্র জেলে রাই পাবেন। এর জন্য তাদের মৎস্য অধিদপ্তরে রেজিস্টার্ড হতে হবে এবং তাদের আইডি কার্ড বা রেজিস্টার্ড সংখ্যা থাকতে হবে।
২) পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা এই প্রকল্পে আবেদন যোগ্য।
৩) প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য নূন্যতম ২১ বছর বয়স হতে হবে।

সমুদ্র সাথী প্রকল্প সুবিধা ও অসুবিধা

Samudra Sathi Prakalpa এর আওতাভুক্ত মৎস্যজীবীরা এর প্রকল্পের মাধ্যমে বছরে ২ মাসের জন্য ৫ হাজার টাকা করে পাবেন এবং প্রতিটি আবেদনকারীকে মোট পিএফ হিসাবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

 পড়াশোনার জন্য টাকা দিচ্ছে সরকার শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে! কীভাবে আবেদন করবেন? জেনে নিন

সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করার নিয়ম

সমুদ্র সাথী প্রকল্পে অনলাইনে আবেদন করুন। Samudra Sathi Prakalpa এর জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোমপেজে Apply Here অপশনে ক্লিক করুন। এর পর সমুদ্র সাথী প্রকল্প ফর্ম আসবে সেটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করুন। এবং নিজের ছবি সহ যাবতীয় ডকুমেন্টস তার সাথে আপলোড করুন। অবশেষে ফর্ম সাবমিট করার পর সেই পেজটির স্ক্রিনশট তুলে রাখুন। শুধুমাত্র অনলাইনেই নয় অফলাইনে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।

মৎস্য অধিদপ্তরের জেলা অফিস থেকে আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। এর পর সেটি নির্ভুলভাবে ফিল আপ করে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের সাথে যুক্ত করে পুনরায় সেই অফিসে গিয়ে জমা করতে হবে। আবেদন করার জন্য ডকুমেন্টস হিসাবে প্রয়োজন হবে আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ফোন নাম্বার, মৎস্যজীবী কার্ড বা রেজিস্টার্ড নাম্বার, পশ্চিমবঙ্গের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

যোগাযোগ মাধ্যম

মৎস্য অধিদপ্তর, পশ্চিমবঙ্গ
বেনফিশ টাওয়ার ( ৭ ম ও ৮ ম তলা ),
৩১ – জিএনব্লক, সেক্টর v,
সল্ট লেক, কলকাতা
৭০০০৯১

এছাড়া যেকোনো প্রয়োজনে আপনারা ০৩৩-২৩৫৭০০৭৭ এবং dsfisheries@gmail.com এ ইমেল করতে পারেন।
যেসমস্ত মৎস্যজীবীরা এখনো এই প্রকল্প সম্পর্কে অবগত ছিলেন না তারা শীঘ্রই এই প্রকল্পে আবেদন করুন। এবং Samudra Sathi Prakalpa এর মাধ্যমে পান এই সমস্ত বিশেষ বিশেষ সুবিধা।
Written by Sathi Roy.

সম্পাদক

Leave a Comment