Shram Yogi Maandhan Yojana: প্রতিমাসে 55 টাকা জমিয়ে নিশ্চিত অবসর। মাস পড়লেই অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা
PM Shram Yogi Maandhan Yojana
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন শ্রম যোগী মানধন যোজনা স্কিম (Shram Yogi Maandhan Yojana). যে প্রকল্পটি (Government Scheme) ভারতীয়দের জন্য নির্মাণ করা হয়েছে তাঁদের অবসরের কথা চিন্তা করে। আসলে প্রায় প্রত্যেকটি মানুষ নিজের অবসর জীবনের কথা চিন্তা করেন। অবসরে যাতে আয়ের প্রবাহ বজায় থাকে, আর্থিক সমস্যার মুখোমুখি না হতে হয় সেই কথা চিন্তা করে আগের থেকেই টাকা জমাতে শুরু করেন তাঁরা। তবে এবার চালু হল এমন এক প্রকল্প যার দরুন আপনার অবসরের সমস্ত দুশ্চিন্তা দূর হবে।
PM Shram Yogi Maandhan Yojana
আজকে আলোচনা করা হচ্ছে সরকারি প্রকল্প ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক এটি কি ধরনের স্কিম। আসলে অবসরগ্রহণের পর যে সকল ব্যক্তিদের কোনও আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা নেই তাঁদের জন্য এই প্রকল্পটি অত্যন্ত কার্যকরী। অর্থাৎ সেসব অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এই প্রকল্প নির্মাণ করা হয়েছে। তাদের সহায়তা করার জন্য, সরকার কয়েক বছর আগে ২০১৯ সালে প্রকল্পটি চালু করেন। শ্রমিকরা তাঁদের কর্মজীবনে প্রত্যেক মাসে মাত্র ৫৫ টাকা জমাবেন। অবসর গ্রহণের পর পাবেন মাসিক ৩,০০০ টাকা করে পেনশন পাবেন।
ঘরে বসে প্রতিমাসে পাবেন 87,000 টাকা। এখানে বিনিয়োগ করলে বড়লোক হওয়া কেউ আটকাতে পারবে না
কাদের জন্য এই প্রকল্প?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে গড়ে ওঠা শ্রম যোগী মানধন যোজনা’টি বিশেষভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- ১) বর্জ্য সংগ্রহকারী ২) রিক্সার চালক ৩) লন্ড্রি শ্রমিক ৪) গৃহস্থলীর শ্রমিক ৫) ইট ভাটার শ্রমিক ৬) নির্মাণ শ্রমিক ইত্যাদি ব্যক্তিরা।
জেনে রাখুন, যদি কোনও শ্রমিক এখানে প্রতি মাসে ২০০ টাকা করে জমান, তাহলে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট শ্রমিকের পেনশন তহবিলে জমা করবে ২০০ টাকা। শ্রমিক তাঁর পেনশন তবহিলে যত পরিমাণে টাকা জমাবেন, সরকারও একই অঙ্কের টাকা সেই শ্রমিকের জন্য সংরক্ষিত রাখবে।
মহিলা সমৃদ্ধি যোজনায় ২৫০০ টাকা পাবে মহিলারা। অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন পদ্ধতি বিস্তারিত
কিভাবে টাকা জমানো শুরু করবেন?
- সরকারি এই প্রকল্পে শ্রমিকরা ১৮ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।
- যদি তারা ১৮ বছর বয়স থেকে টাকা জমানো শুরু করেন, তাহলে প্রতিমাসে তাঁদের ৫৫ টাকা করে টাকা জমা করতে হবে।
- আর যদি তারা ২৯ বছর বয়স থেকে টাকা জমানো শুরু করেন, তাহলে তাদের মাসিক অবদান ১০০ টাকা হবে। তাই আর দেরি না করে চটপট বিনিয়োগ শুরু করুন।