Shramashree Scheme: শ্রমশ্রী প্রকল্পে রাজ্য সরকার দিচ্ছে 5000 টাকা। মোবাইল দিয়ে খুব সহজ পদ্ধতিতে আবেদন করুন।

West Bengal Shramashee Scheme

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme). মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই স্কিমের মাধ্যমে রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের নানান ভাবে সাহায্য করবে। শ্রমিকরা পাবেন আর্থিক সহায়তা সঙ্গে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। এর পাশাপাশি সহজ ঋণ সুবিধা ও ছোট ব্যবসাও শুরু করতে প্রয়োজনীয় সাহায্য করা হবে। এই প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে লাখ লাখ পরিযায়ী শ্রমিকের জীবন বদলে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

West Bengal Shramashree Scheme 2025

সম্প্রতি রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে নতুন প্রকল্পের ঘোষণা করেছে। যার নাম শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme). শ্রমশ্রী স্কিম নিয়ে বর্তমানে চারিদিকে চর্চা। আশা করা হচ্ছে এই প্রকল্পটি (Government Scheme) শ্রমিকদের জীবন বদলে দেবে। যারা ভিন রাজ্যে কাজ করছিলেন ও বাংলায় ফিরে এসেছেন, তাঁরা এই রাজ্যে থেকেই এবার নিজের পায়ে তলার ভীত শক্ত করতে পারবেন। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য শ্রমিকদের বা শ্রমিকদের মা-বাবার ভোটার কার্ড ও আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে।

শ্রমশ্রী প্রকল্পে কী কী সুবিধা পাবেন?

প্রথমেই আপনাকে জানতে হবে শ্রমশ্রী প্রকল্পে আপনি কী কী সুবিধা পাবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যারা শ্রমশ্রীতে আবেদন করবেন, তাঁরা পাঁচ হাজার টাকা করে পাবেন। শ্রমিকদের অবস্থার উন্নতিতে সমস্ত রকম সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার। শ্রমিকদের সরকারি ভাতা দেওয়া হবে, তাঁদের কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে। এছাড়া, বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শ্রমিকদের সন্তানেরা স্কুলে ভর্তি ও বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। শ্রমিকরা স্বাস্থ্য সংক্রান্ত সামাজিক সুবিধা পাবেন।

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন কিভাবে?

মোবাইল দিয়ে খুব সহজ পদ্ধতিতে শ্রমশ্রী স্কিমে আবেদন করা যায়। অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নেওয়া যাক।

১) প্রথম ধাপ: মোবাইল দিয়ে শ্রমশ্রী প্রকল্পের আবেদন জমা করার জন্য প্রথমে শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড করে নিন। আপনার ফোনে অ্যাপটি ইনস্টল করার পর স্ক্রিনে দেখতে পাবেন দুটি অপশন। একটি হল লগইন আর অপরটি হল রেজিস্টার।

আরও পড়ুন: 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এইভাবে আবেদন করুন

২) দ্বিতীয় ধাপ: মনে রাখতে হবে, আবেদন জমা করার জন্য আপনার নাম আগের থেকে কর্মসাথী পোর্টালে নথিভুক্ত থাকতে হবে। এবার আপনার ইউজার আইডি বা ফোন নম্বর দিয়ে ক্লিক করুন “Generate OTP” অপশনে।

৩) তৃতীয় ধাপ: এর পরের ধাপে আপনার ফোনে আসবে একটি ওটিপি। সেই ওটিপি নির্দিষ্ট স্থানে লিখে ক্লিক করুন ‘Validate OTP’ অপশনে।

৪) চতুর্থ ধাপ: আপনার নাম যদি কর্মসাথী পোর্টালে নথিভুক্ত না করা থাকে, তাহলে ক্লিক করতে হবে রেজিস্টার অপশনে। এরপর উল্লেখ করুন আপনার ফোন নম্বরটি। ওটিপি দিয়ে যাচাই করে নিন, তারপর পরবর্তী ধাপে এগিয়ে যান।

৫) পঞ্চম ধাপ: এবার দেখুন পরপর ধাপগুলিতে যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলি উল্লেখ করতে হবে। সবশেষে আপনার আবেদন সাবমিট করে দিন।

আরও পড়ুন: পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? মা, বোন ও কৃষকদের সুখবর দিলো পশ্চিমবঙ্গ সরকার

উপসংহার

মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করার পর রাজ্যে বসবাসকারী শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। তাঁরা বলছেন, এই প্রকল্পের দ্বারা সামাজিক অবস্থার উন্নতি হতে পারে। তবে অনেক শ্রমিক ভাতার বদলে কাজ চাইছেন। তাঁরা বলছেন, কর্মসংস্থান প্রয়োজন। প্রকল্পের চাইতে সেটি অনেক বেশি দামী।

Related Articles

Back to top button