এখন ঘরে ঘরে মোবাইল। আর এই মোবাইল ব্যবহার করেই কিভাবে করতে পারেন আয়, তার জন্য এই Side Income Ideas. অনেকেই কাজের আশায় বা কোন চাকরীর আশায় ঘরে বসে সময় কাটাচ্ছেন মাথায় একাধিক চিন্তা নিয়ে। তাদের জন্য আজকের এই প্রতিবেদন বেশ উপকারী হতে চলেছে। শুধুমাত্র নিজের মোবাইল ফোন ব্যবহার করেই আপনি আয় করতে পারেন ভালো টাকা। তবে আর দেরি না করেই চলুন জেনে নেওয়া যাক Side Income Ideas, কিভাবে শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই আয় করা যাবে ঘণ্টায় ঘণ্টায়!
Side Income Ideas জানা থাকলেই লাভবান হবেন আপনিও।
বর্তমানে অনেকেই পড়াশোনার পাশাপাশি আয় করতে চান। কোনোরকম কায়িক পরিশ্রম না করে কেবলমাত্র ঘরে বসে Side Income Ideas হিসেবে ফোন টিপেই এখন আয় করা সম্ভব। এদিকে টাকা ছাড়া জীবনধারণ করা সম্ভব নয়। ফলে উপার্জন করা প্রয়োজন। আর প্রতিদিন যেভাবে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি ঘটছে তাতে আরও বেশি করে রোজগারের প্রয়োজন হয়ে পড়ছে প্রায় সকলের জীবনেই। এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কীভাবে ঘরে বসে মোবাইল ফোনের সাহায্যে উপার্জন করা সম্ভব।
মোবাইল ফোন ব্যবহার করে Side Income Ideas কাজে লাগিয়েই রোজগার করার কয়েকটি দারুন উপায় নীচে আলোচনা করা হল –
১. Amazon-এ বিক্রয়:- Side Income Ideas
এমন অনেক জিনিস থাকে, যেগুলোর একটা সময়ের পরে আর প্রয়োজন থাকে না ঘরে। এমন সমস্ত অদরকারী জিনিসপত্র বিক্রি করে উপার্জন করা যেতে পারে আমাজন অ্যাপ থেকে।
এভাবে জিনিস বিক্রি করলে অবশ্য নগদ টাকা রোজগারের সম্ভাবনা নেই। বিনিময়ে মিলবে আমাজন গিফট কার্ড। এই গিফট কার্ড দিয়ে অবশ্য নিজের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ক্রয় করে নেওয়া যাবে আমাজন থেকেই। আমাজনের ট্রেড-ইন প্রোগ্রামে ডিভাইস, ভিডিও গেম, ফোন, অ্যাকসেসরিজ এবং আরও অনেক জিনিসপত্র বিক্রয় করার সুযোগ করে দেয় অ্যাপটি।
২. ব্যবহৃত সামগ্রী বিক্রয়:- Side Income Ideas
আমাজন ছাড়াও আরও বিভিন্ন অ্যাপ রয়েছে যেখানে ব্যবহৃত জিনিস বিক্রি করতে পারবেন গ্রাহক। এমন কয়েকটি অ্যাপের নাম হল Decluttr, Poshmark, Letgo ইত্যাদি।এই অ্যাপগুলোতে গৃহস্থালির ব্যবহৃত সরঞ্জাম, বৈদ্যুতীন সামগ্রী এমনকী পুরোনো জামা কাপড়ও বিক্রি করা যায়।
৩. ইনভেস্টমেন্ট অ্যাপ:- Side Income Ideas
ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বর্তমান সময়ের জন্য খুব উপযোগী এবং অন্যতম সেরা উপায় রোজগার বৃদ্ধির ক্ষেত্রে। ইনভেস্ট করে টাকা রোজগার করতে চাইলে Robinhood, Betterment, Acorns-এর মতো অ্যাপ গুলি ব্যবহার করা যেতে পারে। এই অ্যাপগুলি বেশ ইউজার ফ্রেন্ডলি। তাই এই ক্ষেত্রে নতুন হলেও গ্রাহকেরা সহজেই বুঝে যাবেন কীভাবে এই অ্যাপগুলি ব্যবহার করতে হয়। অনেকেই হয়ত ভাবেন, ইনভেস্টমেন্ট অ্যাপে টাকা ইনভেস্ট করে রোজগার করা খুব কঠিন এবং জটিল একটি বিষয় কিন্তু এই জটিল বিষয়কে খুবই সহজ করে উপস্থাপন করতে পারে এই ধরনের অ্যাপগুলি।
ফ্রী রেশন নিচ্ছেন? এবার থেকে নিজের বাড়ি, গাড়ি থাকলে রেশন পাবেন না, সরকারের নতুন নিয়ম জেনে নিন।
৪. পণ্য ব্যবহার করে:-Side Income Ideas
এটি বর্তমান সময়ের বেশ জনপ্রিয় এবং সহজ একটি উপায় অর্থ উপার্জন করার। অনেক নির্মাতা সংস্থা আছে, যারা নতুন কোনও পণ্য বাজারে আসার পর সেই পণ্য সম্পর্কে ব্যবহারকারীর প্রতিক্রিয়া চায়। এমনকি অনেক ক্ষেত্রে সেই পণ্য পরখ করে দেখার জন্য অর্থও দেওয়া হয়। এধরনের পরীক্ষায় যোগ দেওয়ার জন্যও কিছু ওয়েবসাইটও আছে, যেমন uTest বা UserTesting প্রভৃতি। এর মাধ্যমে প্রোডাক্ট রিভিউ করেই সহজে আয় করা সম্ভব।
Written by Parna Banerjee.