বর্তমানে আমরা ডিজিটাল দুনিয়ায় বাস করি। আমাদের সবার হাতেই এখন স্মার্টফোন। আর স্মার্টফোন মানেই তাকে সচল রাখতে প্রয়োজন সিম কার্ড (Sim Card). আর সিম কার্ড নেওয়ার আগে বেশ কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। বহু টেলিকম কোম্পানি বর্তমানে ভারতের বাজার দখল করে আছে। তাদের মধ্যে থেকে একজন গ্রাহক তর প্রয়োজন মতো সিম কার্ড (Sim Card) বেছে নেন।
অনেকেই নিজেদের প্রয়োজনে একের বেশি সিম কার্ড রাখেন। আগে সিম কার্ড নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ছিল। এখনো নিয়ম আছে। শুধু তাই নয়, সিম কার্ড নেওয়ার জন্য আপনাকে নতুন কিছু নিয়ম মানতে হবে। ভাবছেন কি কি নিয়ম? আসুন এক নজরে জেনে নেওয়া যাক।
অনলাইনে টাকা লেনদেন ব্যবস্থায় নতুন নিয়ম! সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন? জানুন
Sim Card Rule 2024
তবে সবাই যে সৎ উদ্দেশ্যে সিমকার্ড (Sim Card) নেয় তা কিন্তু নয়। অনেকেরই নতুন সিম কার্ড নেওয়ার পিছনে থাকে অসৎ উদ্দেশ্য। অপরাধী কার্য করার জন্য নাম পরিচয় গোপন করে নতুন সিম কার্ড নেওয়া হয়। আর তাই এবার থেকে সিম কার্ড নেওয়ার আগে আপনাকেও বেশ কিছু নিয়ম কানুন মানতে হবে। একজন ব্যক্তি সিম কার্ড নিতে চাইলে অবশ্যই এই প্রত্যেকটি নিয়ম মানবেন। কড়া নির্দেশ জারি করেছে দপ্তর। এখন জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল, ছাড়াও বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করছেন সাধারণ মানুষ।
আপনারও যদি শীঘ্রই পরিকল্পনা থাকে নতুন সিম কার্ড নেওয়ার, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সিম কার্ড নেওয়ার আগে এ নিয়ম গুলি না মানলে খুব বিপদ হবে। আপনাকে আগের থেকেই সতর্ক হতে হবে। ভুয়ো কার্যকলাপ থেকে বাঁচতে, নিজে সুরক্ষিত থাকতে স্বচ্ছ পথে নিজের ফোনে সিম কার্ড ব্যবহার করুন।
বর্তমানে টেকনোলজিকে কাজে লাগিয়ে একাধিক অপরাধীমূলক কাজ চলছে। আবার টেকনোলজি ধরিয়ে দিচ্ছে অপরাধীদের। যেকোন অপরাধের পিছনেই ফোন ও সিম কার্ডের (Sim Card) বড় ভূমিকা থাকে। তাই অবশ্যই সাধারণ মানুষকে নিজ ফোনে সিম কার্ড ব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে। এমনকি বর্তমানে এমনও হচ্ছে যে একজন ব্যক্তির সিম থেকে তৈরি হয়ে যাচ্ছে নকল একটি সিম।
আর সেই সিমকে ব্যবহার করে অপরাধমূলক কাজ ঘটছে। সেক্ষেত্রে যে ব্যক্তির সিম তাঁর পরে বিপদ হতে পারে। তাই বিপদ এড়িয়ে চলতে সিম কার্ড প্রসঙ্গে চূড়ান্ত সতর্কতা প্রয়োজন। বর্তমানে নতুন সিম কার্ড নেওয়ার জন্য বেশ কিছু নিয়ম কানুন ধার্য করা হয়েছে। আপনিও যদি এই নিয়ম মেনে চলেন, তাহলে বিপদের সম্ভাবনা অনেকটাই কম। আর আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কম। তাই একবার চোখ বুলিয়ে নিন নতুন নিয়মে।
ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট
Sim Card Rule For Indians 2024
সূত্রের খবর, সম্প্রতি সিম কার্ড (Sim Card) নিয়ে নতুন একটি নিয়ম চালু হতে চলেছে। যে নিয়মে বলা হচ্ছে, এখন থেকে কোন নতুন গ্রাহককে আর দোকানে গিয়ে সিম কার্ড নিতে হবে না। অতিরিক্ত কাগজ জমা দিতে হবে না। বরং তার আগেই হাতে পেয়ে যাবেন নতুন সিম কার্ড। শুধু তাই নয়, নতুন নিয়ম বলছে, এবার থেকে সিম কার্ডেও শুরু হচ্ছে ই-কেওয়াইসি প্রক্রিয়া। যার ফলে গোটা বিষয়টি হবে ডিজিটাল।
আর সিমকার্ডের ই-কেওয়াইসি প্রক্রিয়ায় প্রয়োজন হবে আপনার আধার কার্ডের নম্বর। এই প্রক্রিয়া সেরে নিলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। এই নতুন নিয়ম চালু হবে প্রিপেইড ও পোস্টপেইড উভয় সিমের ক্ষেত্রেই। এই প্রক্রিয়ায় আপনার ফোনে চলে আসবে ওটিপি। আর তার দ্বারাই পরিচালিত হবে বাকি প্রক্রিয়া।
মনে করা হচ্ছে এই প্রক্রিয়া চালু হলে পর অনেকটাই সুবিধা হবে ভুয়ো সিম চিহ্নিত করার ক্ষেত্রে। কেউ যদি নিজের পরিচয় গোপন করে ভুয়ো সিম নিতে চান তাহলে তিনি ধরা পড়ে যাবেন। খুব শীঘ্রই প্রক্রিয়া চালু হবে। আশা করা যায় এর দ্বারা উপকৃত হবেন ভারতবর্ষের কোটি কোটি জনসাধারণ।