SIP Calculator: মন্দা বাজারে SIP ও স্টকে উচ্চ রিটার্ন পেতে মেনে চলুন 10-7-1 Rule. ম্যাজিকের মতো কাজ হবে

SIP Calculator 10-7-1 Secret Formula

বিনিয়োগ নিয়ে ভাবছেন আর টাকা রাখতে চান SIP-তে? তাহলে সময় থাকতে জানতে হবে SIP ক্যালকুলেটরের (SIP Calculator) নিয়ম। যদি ঠিকভাবে মানতে পারেন এই নিয়ম আর টাকা রাখতে পারেন জমিয়ে, তাহলে এটাই ম্যাজিকের মতো কাজ করবে। মন্দার বাজারে বিনিয়োগ করতে হলে কিছু কৌশল মানা দরকার। আসুন সেই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

SIP Calculator Investment Rule

বর্তমানে বিনিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হল মিউচুয়াল ফান্ড (Mutual Fund). যার মধ্যে SIP-তে বিনিয়োগ করতে আগ্রহী হন বেশিরভাগ মানুষ। অর্থাৎ বিনিয়োগকারীরা সাধারণত এসআইপি-র (SIP Investment) মাধ্যমেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। কারন এতে রিটার্ন বেশি পরিমাণে পাওয়া যায় (SIP Calculator).

তবে SIP-তে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিও থাকে যথেষ্ট বেশি। তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন বলে সেই স্বপ্ন নিয়ে এসআইপি শুরু করলেও কোনো ছোটখাটো ধাক্কা বা অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়লেই বন্ধ করে দেন এসআইপি।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের (Mutual Fund Investment) ক্ষেত্রে যাতে এই সমস্যাগুলির সম্মুখীন আপনাকে না হতে হয়, আর আপনি যাতে তুলনামুলক নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন, তার জন্য কিছু সূত্র রইল আপনার জন্য। যে ভুলগুলি বেশিরভাগ বিনিয়োগকারি করে থাকেন, সেগুলি উল্লেখ করা হলো। আর সেগুলি শোধরানোর উপায়ও বলা হলো।আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: ১ লাখ বিনিয়োগে ২ লাখ পাবেন! পোস্ট অফিসের টাকা দ্বিগুণ করার সেরা সঞ্চয় প্রকল্প।

মন্দা বাজারে SIP ও স্টকে উচ্চ রিটার্ন পাওয়ার জরুরী নিয়ম

১) প্রথমত: বেশিরভাগ বিনিয়োগকারীর প্রাথমিক ভুল হল এসআইপি-কে লটারি টিকিট মনে করে নেওয়া। অনেকেই ভেবে নেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন মানেই, কয়েক মাস অথবা হাউটি বছরের মধ্যেই সেই জমানো টাকা দ্বিগুণ হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই সেটা যখন হয় না, তাঁরা হতাশ হয়ে পড়েন। একটি বিষয় প্রথম থেকেই আপনাকে মাথায় রাখতে হবে, SIP কিন্তু দ্রুত ধনী হওয়ার কোন মাধ্যম নয়, বরং ধীরে ধীরে এর দ্বারা ধনী হওয়া সম্ভব (SIP Investment).

২) দ্বিতীয়ত: জরুরি অবস্থার জন্য বেশিরভাগ বিনিয়োগকারীর কোনও দ্বিতীয় অথবা বিকল্প পরিকল্পনা না থাকে না। তাই, জরুরী চিকিৎসা বা ব্যক্তিগত কোন সমস্যা মেটানোর জন্য বহু মানুষ প্রস্তুত থাকেন না। সেক্ষেত্রে তাঁরা SIP বন্ধ করে দেন। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন অবশ্যই। কিন্তু তার পাশাপাশি জরুরী তহবিল প্রস্তুত রাখুন।

৩) এছাড়াও মার্কেট পতনের সময় হঠাৎ করে এসআইপি বন্ধ করে দেওয়া, উদ্দেশ্যহীন ভাবে বিনিয়োগ করা, ধৈর্য ধরতে না পারার মতো সমস্যা গুলি বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায়। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি বরং একটি সূত্র মেনে চলুন। ভাবছেন কোন সূত্রের কথা বলা হচ্ছে? আসুন এই বিষয়ে জানা যাক।

SIP তে বিনিয়োগ করার ১০-৭-১ নীতি

১) আমরা আলোচনা করছি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ১০-৭-১ নীতি সম্পর্কে। এর মধ্যে ১০-এর অর্থ হল- আপনাকে সর্বদাই ১০ শতাংশ পতনের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি বিনিয়োগ করেন, তাহলে ধরে নিতে হবে, এটাই স্বাভাবিক যে,মার্কেট প্রতি বছর ১০ শতাংশ করে কমে যেতে পারে।

২) ১০-৭-১ নীতির মধ্যে ৭-এর অর্থ হল- বিনিয়োগ করার জন্য আপনাকে অন্ততপক্ষে ৭ বছর সময় দিতেই হবে। যার অর্থ নিজ বিনিয়োগ -কে কমপক্ষে ৭ বছর স্থায়ী হওয়ার জন্য সুযোগ দেওয়া অবশ্য জরুরী।

৩) আর ১০-৭-১ নীতির ১-এর অর্থ- প্রতি ১ বছর অন্তর নিজের বিনিয়োগকে বাড়াতে হবে। অর্থাৎ প্রত্যেক বছর রীতিমতো নিয়ম মেনে একটু একটু করে বিনিয়োগকারীদের SIP-র পরিমাণ বৃদ্ধি করা জরুরী।

আরও পড়ুন: নাগরিকদের জন্য SBI এর দুর্দান্ত স্কীম। পাবেন সর্বোচ্চ সুদের সাথে লাখ টাকা রিটার্ন!

উপসংহার

পরিসংখ্যান বলছে এই নিয়মগুলি মানলে SIP বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন। আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য মনস্থির করেন, তাহলে তার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যে আপনি ঝুঁকি নিয়েই বিনিয়োগ করছেন। আর ধৈর্য ধরতে হবে। আর তাহলেই আপনি পাবেন কাঙ্খিত রিটার্ন।

Related Articles

Back to top button