SIP VS Lump Sum: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নাকি এককালীন বিনিয়োগ, কোনটি বেশি লাভজনক?

SIP VS Lump Sum Investment

বর্তমানে প্রত্যেকটি মানুষ চান অল্প সময়ে বেশি রিটার্ন। তবে ঝুঁকি তো থেকেই। তাই SIP VS Lump Sum অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নাকি এককালীন বিনিয়োগ করবেন, তাই নিয়ে দোটানায় পড়েন মানুষ। বর্তমানে বেশি হারে রিটার্ন পেতে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ বেশিরভাগ জনই পছন্দ করছেন। তবে এক্ষেত্রে ঝুঁকি বেশি। কিন্তু প্রশ্ন হলো কোনটি বেশি লাভদায়ক? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নাকি এককালীন বিনিয়োগ? আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।

SIP VS Lump Sum Investment

একটা সময় মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে যে হারে মানুষ ভাবতো, বর্তমানে সেটা অনেকটাই কমেছে। মানুষ অনেকটাই অভ্যস্থ হয়েছেন এই গোটা প্রক্রিয়াটির সঙ্গে। মূল লক্ষ্য হয়েছে অল্প সময়ে বেশি রিটার্ন। তবে SIP VS Lump Sum কোথায় বিনিয়োগে লাভ তুলনামূলক ভাবে বেশি।সেটাও বিচার্য বিষয়। কারণ মানুষ তাঁর কষ্টার্জিত টাকা ইনভেস্ট করেন, অনেক ক্ষেত্রে তাঁরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বাস্তব পরিস্থিতি বলছে, মিউচুয়াল ফান্ড প্রকল্পে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন বদলে যাচ্ছে। আবার কিছু লোক ক্ষতির সম্মুখীনও হচ্ছেন। তার প্রধান কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজার মূল্যের তারতম্যের উপর নির্ভর করে থাকে। তবে আপনি যদি বিনিয়োগে আগ্রহী হন, তাহলে কিসে বিনিয়োগ করবেন? কোনটা লাভজনক হবে, তার উত্তর রইলো আজকের এই প্রতিবেদনে।

কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে লাভজনক?

এসআইপিকে (SIP) বলা হয় সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই বিনিয়োগ স্কিমে প্রতি মাসে অল্প পরিমাণে টাকা জমা করতে হয়। আর যদি এককালীন বিনিয়োগ করেন, সেক্ষেত্রে থোক টাকা আপনাকে রেডি রাখতে হবে। এককালীন বিনিয়োগে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়।

আরও পড়ুন: NPS VS UPS কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ হবে? সহজ হিসাব দেখে নিন

এবার আসা যাক আরো একটি আলোচনায়। মিউচুয়াল ফান্ড হল বিনিয়োগের একটি পদ্ধতি মাত্র। তবে পৃথক স্কিমের দরুন প্রভাবিত হয় আর্থিক পরিকল্পনা। এসআইপি মূলত নিয়মিত বিনিয়োগকে উৎসাহিত করে থাকে। নিয়মিত সঞ্চয়ের দিকে এটি পরিচালিত করে। অন্যদিকে এককালীন অর্থ বিনিয়োগের জন্য উপযুক্ত, তবে এক্ষেত্রে বাজারের সময়ের ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই যদি আপনি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে টাকা বিনিয়োগ করতেই পারেন কৌশলগতভাবে (SIP VS Lump Sum).

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, আপনি আপনি এক টাকার মুনাফা বিনিয়োগ করতে চান, তাহলে ভাল বিকল্প হল এককালীন বিনিয়োগ। আর অন্যদিকে, এসআইপি-তে ঝুঁকি কম থাকে, তবে এই ক্ষেত্রে রিটার্ন পেতেও সময় লাগে। বাজারে ওঠানামা হলে এসআইপির আশীর্বাদ হয়ে ওঠে। অর্থাৎ, এটি গড় খরচের সুবিধা প্রদান করে, ফলে কম দামে আরও ইউনিট পাওয়া যায়। আর এককালীন বিনিয়োগে যদি ভুল উপায়ে বিনিয়োগ করা হয়, তাহলে ক্ষতি হতে পারে।

যদি সময়মতো বিনিয়োগ করা যায়, তাহলে বাস্তব পরিস্থিতি বলছে, ১০ কিংবা ১৫ বছরের ক্ষেত্রে এককালীন বিনিয়োগ এসআইপি-র চেয়ে ভাল রিটার্ন দেয়। যেমন সেনসেক্সে ১০ বছরের এককালীন রিটার্ন পৌঁছে যায় প্রায় ১২ শতাংশ থেকে ১৪ শতাংশ। আর SIP ১০ থেকে ১২ শতাংশ, তবে এসআইপি -তে ঝুঁকি তুলনামূলক কম থাকে।

আরও পড়ুন: LIC এর বাম্পার পলিসি। একবার জমালেই প্রতিমাসে ১১৮০০ টাকা ও বছরে ১৪২৫০০ টাকা পাবেন

উপসংহার

এবার আপনি বিচার করবেন কোথায় বিনিয়োগ করা আপনার জন্য যুক্তিযোগ্য হবে। বিনিয়োগের সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলুন। সমস্ত ঝুঁকিগুলি বিবেচনা করে তবেই বিনিয়োগ করা শ্রেয়। তাই বুঝেশুনে তবেই অর্থ বিনিয়োগ করবেন।

Related Articles

Back to top button