Small Business – স্বল্প পুঁজিতে শুরু করুন লাভজনক এই ব্যবসা। ঘরে বসে ইনকাম। বিশদে দেখে নিন।
ব্যবসার মধ্যে যদি অল্প সময়ে অল্প করে হলেও লাভের মুখ দেখতে চাইলে শুরু করুন এই Small Business বা ক্ষুদ্র কিন্তু লাভজনক ব্যবসা। ব্যবসা করেই অনেকে করে ফেলছেন বড় বাড়ি থেকে দামী গাড়ি। চেষ্টা আর অদম্য ইচ্ছা থাকলেই আপনিও এই ব্যবসার আইডিয়া কাজে লাগিয়ে শুরু করে দিতে পারেন এই ধরণের ব্যবসা। আজকের প্রতিবেদনে এমন কয়েকটি স্বল্প পুঁজির ব্যবসা তথা Low Investment Small Business নিয়ে আলোচনা করা যাক।
Small Business নিয়ে কাজ শুরু করলেই লাভের মুখ দেখা সম্ভব অল্পদিনেই।
ব্যবসার কথা বলার আগে কয়েকটি সাধারণ বিষয় জেনে রাখা ভালো। যেকোনো ব্যবসা শুরু করার আগে বাজারের চাহিদা ভালো করে বিছার করে নেওয়া খুবই দরকার। চাহিদা বেশি থাকলে খুব সহজেই দাঁড়িয়ে যাবে যেকোনো ব্যবসা। এর সাথে সাথে দেখে নিতে হবে, কোন পদ্ধতিতে ব্যবসায় ইনভেস্টমেন্ট যতটা কম করা যায়। আরও যে বিষয়ে দরকার তা হল সাহস আর ইচ্ছাশক্তি। তবেই কঠোর পরিশ্রম করে ব্যবসাকে একটা সম্মানজনক জায়গাতে নিয়ে যাওয়া সম্ভব।
আজকের আলোচনায় যে ব্যবসার কথা বলা হবে, সে সকল ব্যবসা করা যাবে যেকোনো শহরে বা গ্রামে। আর এই ব্যবসা করতে পারবেন পুরুষ থেকে মহিলা, সকলেই। এর সাহায্যেই মাসে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। এমন কয়েকটি ব্যবসার কথা জানাচ্ছি আজকের প্রতিবেদনে। হাঁস, মুরগী, ছাগল প্রতিপালনে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। আর এই সংক্রান্ত গবাদি পশু পালনের ট্রেনিং দেওয়া হয়ে থাকে ব্লক অফিসের দপ্তর থেকেই।
নতুন ভোটার লিস্টে লক্ষ লক্ষ নাম বাতিল! কাদের নাম কেটে গেল, মিলিয়ে দেখুন।
এছাড়া সম্ভব হলে Small Business হিসেবে করা যেতে পারে কাঁচা মালের ব্যবসা। কারণ বর্তমানে সব্জির খুব দাম। আর এ ব্যবসাতে লাভের অঙ্ক বেশ। তবে ব্যবসার দ্রব্য পচনশীল, তাই সাবধানে এই ব্যবসা করা উচিৎ। এরপর করা যেতে পারে সাইবার ক্যাফের ব্যবসা। কারণ বর্তমানে অনলাইন পদ্ধতি ছাড়া কোন কাজই সম্ভব নয়। সাথে রাখতে পারেন একটি জেরক্স মেশিন বা কিমি. দামের মধ্যে একটি প্রিন্টার।
মেয়েদের জন্য একটি দারুণ ব্যবসা তথা Small Business বর্তমানে খুব ট্রেন্ডিং। এতি হল বিউটি পার্লারের ব্যবসা। এ ব্যবসায় করা যায় দারুণ লাভ। আপনি রাজ্য সরকার বা কেন্দ্রের PMKVY যোজনায় বিনামূল্যে ট্রেনিং নিয়ে আপনার বাড়িতেই শুরু করে দিতে পারেন এই ব্যবসা। আই-ব্রো প্লাক করা থেকে শুরু করে ম্যানিকিউর, পেডিকিওর, কনে সাজানো ইত্যাদি কাজ করে আয় করতে পারেন ভালো টাকা।
একটির বেশি ব্যাংক একাউন্ট থাকলেই চরম বিপদ, RBI এর নতুন নিয়ম জেনে নিন।
এছাড়া আপনার বাড়ি যদি থাকে রাস্তার পাশেই, তাহলে একটা মোবাইল পার্টসের দোকান আপনি করে ফেলতেই পারেন। এমনকি এখন অনলাইন ব্যবসা শুরু হয়ে গেছে। আপনি আপনার ব্যবসার প্রচার ফেসবুক দহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে Small Business কে আরও বড় করে তুলতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
আমি ব্যবসা করতে চাই আমার খুব ভালো লেগেছে