Spice Business Ideas – ঘরে বসে এই ব্যবসা শুরু করুন, সারা বছর চলবে, 50% লাভ থাকবে। লসের কোনও চান্স ই নেই।

চাকরির জন্য আর বসে না থেকে ছোটখাটো কোনো ব্যবসা করার দিকে এগিয়ে যান। আজ আপনাকে তেমনি একটি Spice Business Ideas দেওয়া হবে। কারণ দেশজুড়ে যে চাকরির পরিস্থিতি, আর বিশেষ করে মোদি সরকারের আমলে কর্মসংস্থানের অবস্থা (Unemployment) খুবই খারাপ। যার ফলে সারা দেশের আর্থিক পরিস্থিতি একবারে তলানিতে এসে ঠেকেছে। এরকম একটা সময়ে এই মুহূর্তে বহু মানুষ উপার্জন করার জন্য ছোটখাটো ব্যবসার (Business) দিকেই নজর দিচ্ছেন।টাকা না থাকলে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের মাধ্যমেও ব্যবসা শুরু করতে পারেন।

Spice Business Ideas – How to start?

আজকে একটি এমন ব্যবসার কথা Spice Business Ideas জানানো হবে, যে ব্যবসায় প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় করা খুব একটা কষ্টসাধ্য নয়। ঠিকভাবে প্রচার এবং মার্কেটিং করতে পারলেই এই ব্যবসা ফুলেঁফেপে বেড়ে উঠবে। দেশে প্রতিটি মানুষ রান্নার জন্য মশলার ব্যবহার করেন। মশলা ছাড়া কোনো রান্নাই করা যায় না। ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হলো এই মশলা। তাই শুরু করতে পারেন মশলার ব্যবসা বা Spice Business Ideas.

বর্ষা কালের জমিয়ে করুন এই 4 টি ব্যবসা, প্রতিমাসে কমপক্ষে 50000 টাকা লাভ থাকবে।

বাড়িতে বা কোনো জায়গায় মশলার ইউনিট তৈরি করে নিমেষেই লাখপতি হয়ে যেতে পারবেন। আর মশলার ব্যবসা করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে মুদ্রা যোজনা সহ বিভিন্ন যোজনার অধীনে লোন (Business Loan from Bank) নিতে পারেন। মশলার ইউনিট স্থাপন করার আগে মাথায় রাখতে হবে এর খুব ভালো প্যাকেজিং, প্রচার এবং মার্কেটিং এর প্রয়োজন। তা না হলে বর্তমান প্রতিযোগিতার বাজারে ব্যবসা দাঁড় করানো যথেষ্ট কষ্টকর হয়ে যাবে।

রেশন কার্ড (Ration Card)

Spice Business Ideas – Investment

কমবেশি ৫ লাখ টাকা বিনিয়োগ করে মশলার ইউনিট স্থাপন করা যায়। সে ক্ষেত্রে ৩০০ বর্গফুটের জায়গার প্রয়োজন হবে। সেই জায়গায় মেশিন থেকে শুরু করে কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রী মজুত করতে পারবেন। এই Business Idea থেকে মেশিনে প্রতি বছরে ১৯৩ কুইন্টাল পর্যন্ত মশলা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ১ কুইন্টাল মশলার দাম যদি বর্তমান বাজারে ৫৫০০ টাকা হয় কমবেশি, তাহলে বছরে ১৯৩ কুইন্টাল মশলায় 10 লক্ষ 50 হাজার টাকা কমবেশি দাম হতে পারে।

বাংলার মা বোনেরা রান্না জানলেই শুরু করুন এই ব্যবসা, বিনা পুঁজিতে মাসে রোজগার 30000 টাকা।

Spice Business Ideas – earnings

এই Business Idea থেকে সেক্ষেত্রে মাসের হিসেবে যদি যান 40 থেকে 50000 টাকা নিমেষেই পকেটে ঢুকতে পারে। ফলে মশলার ব্যবসা করে মেশিন, বিদ্যুতের খরচ, কর্মচারীদের বেতন, কাঁচামাল, অন্যান্য যাবতীয় খরচ বাদ দিয়েও বছরে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় হতে পারে। আর যদি ব্যাংক থেকে ঋণ নেওয়া থাকে তাহলে খুব সহজেই তা শোধ করেও দিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button