SSC Result 2022 – SSC এর পরীক্ষার ফলাফল প্রকাশ, কিভাবে চেক করবেন? জেনে নিন।

SSC Result 2022 – প্রাপ্ত নম্বর কবে প্রকাশ করা হচ্ছে? জানুন।

চাকরিপ্রার্থীদের জন্য নয়া সুখবর (SSC Result 2022)। অনেক চাকরিপ্রার্থী সরকারি চাকরির সন্ধান করছেন। কেউবা চাকরির পড়াশোনার মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ন হচ্ছেন। নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেই কম্বাইনড হায়ার সেকেন্ডারি (১০+২) বা CHSL (10+2) লেভেলের পরীক্ষা হয়েছে। কবে প্রকাশিত হবে এই পরীক্ষার ফলাফল? তা এই প্রতিবেদনে জানানো হবে।

SSC এর CHSL (10+2) এর পরীক্ষা দিয়ে থাকেন দেশের প্রায় লাখেরও বেশি চাকরিপ্রার্থী। তাছাড়া সকল পরীক্ষার পর একটাই চিন্তা সাধারণত পরীক্ষার্থীদের মনে থাকে। তা হল ফলাফল কি হবে? কবে প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল? (SSC Result 2022)

আধার কার্ডের ভুল ভ্রান্তি সংশোধন করুন মাত্র 5 মিনিটেই

কবে প্রকাশিত হবে CHSL (10+2) Tier-1 পরীক্ষার ফলাফল?
গত ২৪ মে থেকে ১০ জুনের মধ্যে CHSL (10+2) এর পরীক্ষা কম্পিউটার বেসড মোড টেস্ট বা CBT এর মাধ্যমে নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ভিত্তিতে যে ‘অ্যানসার কি’-র ভিত্তিতে চূড়ান্ত আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে পরীক্ষার্থীরা চেক করতে পারবেন পরীক্ষার ফলাফল। SSC এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর। (SSC Result 2022)
অফিশিয়াল ওয়েবসাইট- https://ssc.nic.in/

রেশন কার্ড থাকলে এই মাসে বিনামূল্যে 21Kg চাল ও 13Kg আটা পাবেন, দেখুন কোন কার্ডে কি কি পাবেন

উল্লেখ্য, সেই নম্বর চাকরিপ্রার্থীরা জানতে পারবেন নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে। তবে সেই সময়সীমা ভিন্ন রাখা হয়েছে (SSC Result 2022)। অর্থাৎ ১১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রাপ্ত নম্বর জানা যাবে। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button