LPG Gas Rate Today – মাত্র 619 টাকায় রান্নার গ্যাস। কিভাবে মিলবে?
LPG Gas Rate Today – এই গ্যাস সিলিন্ডারে মিলবে অন্যান্য সুবিধাও।
ক্রমশ দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (LPG Gas Rate Today)। তার ওপর মাসে বিদ্যুৎ বিলের টাকার অঙ্ক বেড়েই চলেছে। এর মধ্যে রান্নার গ্যাসের দামও আকাশ ছোঁয়া। কিন্তু সাধারণ মানুষের জন্য দারুন সুখবর। মিলবে অনেক স্বল্প দামে রান্নার গ্যাস।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাহায্যে বিনামূল্যে রান্নার গ্যাসের সুবিধা দেওয়া হয়। কিন্তু তা আজীবনের জন্য কোনো গ্রাহক পান না। এই অবস্থায় আমজনতাকে স্বস্তি দিতে নতুন পদক্ষেপ নেওয়া হল। মাত্র ৬১৯ টাকায় মিলবে রান্নার গ্যাস। কেন্দ্রীয় সরকারের তরফে চালু হল এই পদক্ষেপ। (LPG Gas Rate Today)
উল্লেখ্য, সাধারণ মানুষ পাবেন কম্পোজিট গ্যাস সিলিন্ডার। কিন্তু কি এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার? তা অনেকেই জানেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
কম্পোজিট গ্যাস সিলিন্ডার কি?
বর্তমানে রান্নার ক্ষেত্রে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি। তবে মাত্র ৬১৯ টাকায় যে কম্পোজিট গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে, তার ওজন এর থেকে কম। ১০ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল মাত্র ৬১৯ টাকা। (LPG Gas Rate Today)
পশ্চিমবঙ্গের স্কুল ছাত্র ছাত্রীদের জন্য নতুন স্কলারশীপ, আবেদন করলেই মিলবে নগদ টাকা
কিভাবে মিলবে এই গ্যাস ?
কম্পোজিট গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কোনো ঝামেলা ছাড়াই পাওয়া যাবে। ওজন কম, তাই সহজেই বহণযোগ্য এই সিলিন্ডার। এছাড়া গ্যাস রিফিলিং করা যাবে। (LPG Gas Rate Today)
তবে এই ক্ষেত্রে গ্রাহকেরা পাবেন না কোন ভর্তুকি। কিন্তু কম দামে গ্রাহকেরা এই সিলিন্ডার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে নিজেদের ডিস্ট্রিবিউটারের সাথে। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
জিও অ্যাপ ইনস্টল করে অনলাইনে বাড়ি বসে রোজগার করুন মাসে কমপক্ষে 20 হাজার টাকা