কবে থেকে চালু হচ্ছে State Bank of India এর এই পরিষেবা? জেনে নিন।
ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর (State Bank of India)। বিশেষত SBI এর একাউন্ট হোল্ডারেরা বিশেষ সুবিধা পেতে চলেছেন। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কিছু নিয়ম পরিবর্তন করেছে। বিশদে জানতে হলে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে।
প্রসঙ্গত, SBI এ ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ নেওয়া হয়ে থাকে। কিন্তু সেই নিয়ম এবার পরিবর্তন করা হল। এবার SBI এ ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে লাগবে না মোবাইল চার্জ।
State Bank of India এর তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকেরা এখন থেকে USSD পরিষেবা ব্যাবহার করে লেনদেন করতে পারবেন, তাও কোনও রকম অতিরিক্ত চার্জ ছাড়াই।
USSD পদ্ধতি কি?
এটি একটি প্ল্যাটফর্ম। যার অধীন GSM নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ফোনে তথ্য প্রেরণ করা যাবে। নিয়ম পরিবর্তনের বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে। সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জানানো হয়েছে।
State Bank of India এর গ্রাহকদের এই বিশেষ পরিষেবা দেওয়া হবে কেবলমাত্র *৯৯# ডায়াল করলেই। এই পরিষেবা পেতে খরচ করতে হবে না এক টাকাও। অ্যাকাউন্টের ব্যালেন্স চেক থেকে টাকা পাঠানো সকল কিছুরই সুবিধা মিলবে। শুধু তাই নয়। এর মাধ্যমে মিনি স্টেটমেন্টও পাওয়া যাবে।
মন্ত্রীর ইঙ্গিতের পর, চলতি মাসেই ডিএ ঘোষণা সরকারী কর্মীদের, কত বাড়বে বেতন হিসাব করে নিন
উল্লেখ্য, স্মার্টফোন না থাকলে ফিচার ফোন ব্যবহার করেও এই পদ্ধতিতে UPI ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এক্ষেত্রে টাকা লেনদেন করতে হলে মোবাইলে SBI অ্যাপ বা অন্য কোনো অ্যাপও ইনস্টল করতে হবে না। গ্রাহকেরা *৯৯# ডায়াল করেই এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
ডিএ নিয়ে নমনীয় রাজ্য সরকার, আজকের বক্তব্যের পর, পুজোর আগেই এক কিস্তির সম্ভাবনা উজ্জ্বল