Stock Market Expert Advice : শেয়ার বিনিয়োগে লোকসান! বিনিয়োগ করুন এই ৩ টি শেয়ারে, রাতারাতি হয়ে যাবেন মালামাল
Stock Market Expert Advice : প্রায় অর্ধ মূল্যে কেনা যাবে এই ৩ টি শেয়ার, জেনে নিন বিশদে
শেয়ার বাজার বা শেয়ার মার্কেট নামটি সকলেরই শোনা (Stock Market Expert Advice)। বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগও অনেকে করে থাকেন। কিন্তু বিনিয়োগ করা সত্বেও যথেষ্ট পরিমাণ লাভ কিছুতেই করতে পারেন না, এমন মানুষের সংখ্যাও নেহাতই কম নয়। তার জন্য যেকোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে বিনিয়োগের নিয়ম সম্পর্কে জেনে নেওয়াই ভালো। তবে বর্তমানে ঠিক কোন শেয়ারে বিনিয়োগ করা দরকার, সেই সম্পর্কে বিশেষজ্ঞদের মত জেনে নিন।
আরও পড়ুন, মাত্র ৫০০ টাকায় বাজিমাত! ৫০০ টাকা বিনিয়োগেই হওয়া যাবে ১০ কোটি টাকার মালিক, কিভাবে জানুন
যে কোনও কাজে সাফলতা পেতে হলে সেই সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত জেনে নেওয়াই ভালো (Stock Market Expert Advice)। তাই বিনিয়োগের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য রাখা উচিত। এমন অনেকেই আছেন যারা আগেপিছে না ভেবে বা চিন্তা-ভাবনা না করেই বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করে থাকেন। সেক্ষেত্রে বিনিয়োগে ভালো ফল না পাওয়াটাই স্বাভাবিক। তাই যে কোনও শেয়ারে বিনিয়োগ করার আগে অন্তত একবার বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নেওয়া ভালো। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে, কোন শেয়ারে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।
কম্পটন গ্রিভিজ (Crompton Greaves) –
গত ৫২ সপ্তাহে এই শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৫১২.৫ টাকা (Stock Market Expert Advice)। তবে সর্বনিম্ন দাম অর্থাৎ ৩২৩.৬৫ টাকাতেও পৌঁছেছিল। বর্তমানে কম্পটন গ্রিভিজ -এর শেয়ারের দাম ৩৩৩.৭ টাকা। বিশেষজ্ঞরা বলেছেন এই শেয়ার কিনে রাখার জন্য।
ধামপুর সুগার মিল (Dhampur Sugar Mills) –
গত ৫২ সপ্তাহে এই শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৫১২.৬৭ টাকা (Stock Market Expert Advice)। তাছাড়াও গত ১ বছরে এই শেয়ারের লাভের হার বেশ অনেকটাই কমেছে। যার ফলে আশাহত হতে হয়েছে বিনিয়োগকারীদের। সেই সময় এই শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২২৮.৭ টাকা। বর্তমানে এই শেয়ারের টাকার অঙ্ক ২৪১.৭ টাকা। গত ১ বছরে ধামপুর সুগার মিলের বিনিয়োগকারীরা লাভের মুখ দেখতে না পেলেও বিশেষজ্ঞরা এই শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন।
গ্লেনমার্ক (Glenmark Pharmaceutials) –
গত ৫২ সপ্তাহে এই শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৬৯০.৬ টাকা (Stock Market Expert Advice)। তবে সর্বনিম্ন দাম অর্থাৎ ৩৭৮ টাকাতেও পৌঁছেছিল। বর্তমানে গ্লেনমার্ক -এর শেয়ারের দাম ৩৯৩.৩১ টাকা। শেয়ারের দাম কম। এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা লাভের সম্মুখীন না হওয়া সত্বেও এই শেয়ারেই বিনিয়োগ করার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আপনিও কি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতামত শুনে এই সকল শেয়ারে বিনিয়োগ করতে পারেন। ভাগ্য ভালো থাকলে এই বিনিয়োগ থেকেই লাভের অঙ্ক পেতে পারেন (Stock Market Expert Advice)। বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
আরও পড়ুন, ব্যাংকে সুদ বৃদ্ধির পর, FD করতে গেলে মানতে হবে এইসব নতুন নিয়ম।