Pan Card থাকলে 10,000 টাকা জরিমানা! আয়কর বিভাগের ‘এই’ নির্দেশ আপনি জানেন তো?

Instructions Regarding Pan Card

ভারতবর্ষের জনসাধারণের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত Pan Card. এই ডকুমেন্টটি প্রত্যেকের কাছেই আছে। কিন্তু চিন্তার বিষয় হল, এখন প্যান কার্ড থাকলে নাকি ১০,০০০ টাকা জরিমানা হচ্ছে! ব্যাপারটা কি সত্যি? আয়কর বিভাগ সম্প্রতি একটি নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কি বলা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক।

Pan Card থাকলে জরিমানা হবে?

যে নথিটি ভারতবর্ষের অধিকাংশ মানুষের কাছে আছে, যার প্রয়োজনীয়তা সর্বত্র, সেই নথি থাকলে কেন জরিমানা হবে জানতে কৌতূহল হওয়াও স্বাভাবিক। আসুন তাহলে জেনে নেওয়া যাক আয়কর দপ্তরের (Income Tax Department) নয়া নির্দেশ সম্পর্কে বিস্তারিত। এছাড়াও জেনে নেওয়া যাক, কাদের জরিমানা হচ্ছে, কেন জরিমানা হচ্ছে আর জরিমানা হলে কিভাবে তার থেকে মুক্ত হবেন।

কেন প্যান কার্ড হোল্ডারদের জরিমানা হচ্ছে?

আয়কর দপ্তরের নির্দেশ বলছে নির্দিষ্ট একটি কারণে প্যান কার্ড হোল্ডারদের জরিমানা হচ্ছে। আসলে বর্তমানে অনেকেই আছেন যাঁরা নিষ্ক্রিয় প্যান কার্ডকে সক্রিয় না করেই দিব্যি আছেন। এই কাজ যদি আপনিও করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ আছে। এই কাজ করে থাকলে হাজার হাজার টাকা জরিমানা গুনতে হবে। তবে জেনে রাখা দরকার, প্যান কার্ড সক্রিয় না নিষ্ক্রিয় সেটা কিভাবে বোঝা যাবে।

আপনার প্যান কার্ড সক্রিয় নাকি কিভাবে বুঝবেন?

আপনার প্যান কার্ড অ্যাক্টিভ নাকি নন অ্যাক্টিভ সেটি জানতে হলে আপনাকে অনলাইনে নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করতে হবে। স্টেপ বাই স্টেপ সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Pan Card থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকা! কারা, কিভাবে পাবেন? জানুন বিস্তারিত

  • আপনাদের প্রথমে পৌঁছতে হবে আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে।
  • এরপর ওয়েবসাইটের হোম পেজের নিচের দিকে থাকা কুইক লিঙ্ক অপশনে ক্লিক করুন।
  • এরপর প্রবেশ করতে হবে ভেরিফাই ইওর প্যান বিকল্পে।
  • এর পরের ধাপে উল্লেখ করতে হবে আপনার প্যান নম্বর, জন্ম তারিখ, পদবি।
  • উল্লেখ করতে হবে আপনার নাম, আধার ও প্যান কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর।
  • এরপর যেই পরবর্তী পেজে যাবেন সেখান থেকে OTP-র অপশন পাবেন।
  • এবার আপনাকে সেখান থেকেই ওই বিকল্প বেছে নিতে হবে।
  • আপনার ফোনে আসা OTP বসিয়ে দিন।
  • এখান থেকেই আপনি জেনে নিতে পারবেন আপনার প্যান কার্ডের অবস্থা।
  • এখান থেকেই আপনি জানতে পারবেন আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় নাকি সক্রিয়।

আরও পড়ুন: PhonePe ব্যবহারের সব নিয়ম বদলে যাচ্ছে! গ্রাহকরা আজই জেনে নিন

উপসংহার

এক্ষেত্রে আপনার জেনে রাখা দরকার, আপনার প্যান কার্ড যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে সেটিকে আবার আপনি যদি সক্রিয় করতে চান তাহলে প্রথমে প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে। এছাড়া, ডুপ্লিকেট প্যান কার্ড থাকলে সেটিকেও পুরোপুরি বন্ধ করতে হবে। এরপর NDL অথবা UTIITSL ওয়েবসাইটে ভিজিট করে প্যান কার্ডটি পুনরায় চালু করার জন্য আবেদন করতে পারেন।

Related Articles

Back to top button