Student Scholarship in India

Student Scholarship in India – আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশদে জানুন।

শিশুরা দেশের ভবিষ্যত। তাদের উন্নতিসাধনেই দেশ আরো সমৃদ্ধিপূর্ণ হয়ে ওঠে (Student Scholarship in India)। এমন অনেক পড়ুয়া রয়েছেন, যাদের পারিবারিক আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তাই মেধাবী হওয়া সত্বেও উচ্চশিক্ষার সুযোগ পান না। এমন অবস্থায় পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের নয়া উদ্যোগ।

Advertisement

করোনা অতিমারীতে বাবা-মা হারিয়েছেন, সেসব অনাথ হয়ে পড়ুয়াদের জন্য ‘পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’ এর অধীন স্কলারশিপ প্রদান করা হবে। কিন্তু এক্ষেত্রে আর কি কি সুযোগ-সুবিধা পাওয়া যাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। (Student Scholarship in India)

মাত্র লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে ঘন্টায় 2 হাজার টাকা আয় করুন

পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম কি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, এই স্কিমের উদ্দেশ্য হল অনাথ ছেলেমেয়েদের খাদ্য ও বাসস্থান প্রদান করা। তারা লেখাপড়া করলে, সেক্ষেত্রে টাকার প্রয়োজন হবে। তাই ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের ক্ষমতায়ন ঘটানো হবে। তাছাড়া ২৩ বছর হলে দেওয়া হবে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা। (Student Scholarship in India)

Ads

পোষ্ট অফিসের নতুন দুর্দান্ত স্কীম, মাত্র কয়েক মাস টাকা রাখলেই ডবল

এই স্কিমের অন্যান্য সহায়তার মধ্যে একটি হল স্বাস্থ্য বীমার মাধ্যমে তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। তাই এই স্কিমের আওতাধীন ছেলেমেয়েদের দেওয়া হবে আয়ুষ্মান কার্ড। যার মাধ্যমে ৫ লাখ টাকার বিনামূল্যে স্বাস্থ্যবীমার সুযোগ থাকবে। (Student Scholarship in India)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Advertisement
2 thoughts on “Student Scholarship in India 2022 – পড়ুয়াদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বৃত্তির ঘোষণা কেন্দ্রীয় সরকারের, আবেদনের শেষ সময় জেনে নিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *