Sujanna Nijanna: সাধারণ মানুষকে ফ্ল্যাট দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। ২১ জুলাই বড় ঘোষণা? ফ্ল্যাট পেতে আবেদন করবেন কিভাবে?

Sujanna Nijanna Housing Complex Project

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্ত মানুষের মাথায় পাকা ছাদ গড়ে তুলতে Sujanna Nijanna Housing Projects এর কথা ঘোষণা করেছেন। এর আগেই মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি স্কিম (Banglar Bari Awas Yojana) চালু করেছিলেন। তবে এবার নতুন সংযোজন সুজন্ন ও নিজন্ন নামক হাউসিং কমপ্লেক্স প্রজেক্ট। মনে করা হচ্ছে, আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছু ঘোষণা করতে পারেন। তাছাড়া প্রজেক্টির জন্য আবেদন কিভাবে জানাবেন? দেখে নিন।

Sujanna Nijanna Housing Projects 2025

রাজ্য সরকারের উদ্যোগে এবার দরিদ্র মানুষ ও মধ্যবিত্ত মানুষ উভয়ই মাথার উপর পাকা ছাদ পাবেন। রাজ্য সরকারি প্রকল্পের (Government Scheme) সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে জনসাধারণের দিকে। যাতে তাঁদের জীবনযাত্রা আরো একটু ভালো হয়, তাঁরা স্বাচ্ছন্দে থাকতে পারেন। সুজন্ন নিজন্ন হাউজিং প্রজেক্টটিও নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আরম্ভ করা হয়েছে।

এই প্রজেক্টটির উদ্দেশ্য কি কি?

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিকে সরকারি প্রকল্পের সহায়তা এগিয়ে দেওয়ার পূর্ণ চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। এই হাউসিং কমপ্লেক্স  প্রোজেক্টের মূল উদ্দেশ্য হল- রাজ্যের অর্থনৈতিক ভাবে দুর্বল এবং নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে মাথার উপরের পাকা ছাদ গড়ে দেওয়া। এই রাজ্যের গ্রামীণ এলাকায় বাংলার বাড়ি প্রকল্প এত দিনে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে শহরের মানুষের জন্য কলকাতার নিউটাউন তথা নতুন শহরের মতো এলাকায় গড়ে উঠতে চলেছে এই দুর্দান্ত হাউজিং প্রজেক্ট।

এই হাউজিং প্রজেক্টের সুবিধা

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার জনপ্রিয় নিউটাউন এলাকার মধ্যে ৩০০ বর্গফুটে মট ৪৯০ টি এক কামরার ফ্ল্যাট তৈরি করা হচ্ছে এই নিজন্ন প্রজেক্ট এর মাধ্যমে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ১৫ তলা এই আবাসনের দাম সরকারের তরফে যথেষ্ট স্বল্পমূল্যে রাখা হবে। পাশাপশি, এই প্রজেক্ট এর মধ্যেই আরও একটি প্রকল্প সুজন্ন নামে শুরু করা হয়েছে। যেখানে প্রায় ৬২০ বর্গফুটের মধ্যে মোট ৭২০ টি দুই কামরার ফ্ল্যাট থাকবে। আবাসন হবে ১৬ তলা উঁচু।

আরও পড়ুন: রাজ্যের মেয়েদের কড়কড়ে 25,000 টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। কিভাবে আবেদন করবেন?

কমপ্লেক্সটিতে রাখা হচ্ছে মোট আটটি তলা। এর সঙ্গে থাকছে গাড়ি রাখার সুব্যবস্থা। ওই এলাকার মধ্যেই তরুণ্য নামের একটি মুক্তমঞ্চ ও শিশুদের বিনোদন পার্কও তৈরি করা হয়েছে। আশেপাশের এলাকায় মোট পাঁচটি বড় প্রকল্পের জন্য রাজ্যের সরকার প্রায় ৪৫৫.৫০ কোটি টাকা খরচ করেছে।

ফ্ল্যাট পাওয়ার জন্য আবেদন করবেন কিভাবে?

আপনিও যদি এই হাউসিং প্রজেক্টে ফ্ল্যাট নেওয়ার জন্য নিজ নাম নথিভুক্ত করতে চান, তবে ভিজিট করতে হবে সরাসরি পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আর এখান থেকে আপনাদের যাবতীয় তথ্য পূরণ করে জমা করতে হবে। স্বল্পসংখ্যক বাসিন্দারা এই প্রজেক্টে ফ্ল্যাট পাবেন। যারা আবেদন জানাবেন, সে আবেদনের উপর ভিত্তি করে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাওয়া যাবে আগস্ট মাসে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে কি আপডেট?

উপসংহার

এই প্রকল্পে স্বচ্ছতা থাকবে বলেই আশা করছে পশ্চিমবঙ্গ সরকার। তবে শুধু নিজন্ন ও সুজন্ন নয়, রাজ্যের নিম্ন আয়, মধ্য আয় এবং উচ্চ আয়ের পরিবারগুলিতে বসবাসকারী ব্যক্তিদের জন্যও কলকাতার বিভিন্ন এলাকায় সরকারি আবাসন গড়ে উঠেছে। কলকাতার পাশাপাশি আবাসন প্রকল্প গড়ে উঠেছে কৃষ্ণনগর এবং কল্যাণীতেও। এই সমস্ত ফ্ল্যাট যদি আপনি কিনতে চান, তাহলে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে ও সর্বনিম্ন বুকিং অ্যামাউন্ট জমা করতে হবে।

Related Articles

Back to top button