Summer Vacation – গরমের ছুটি নিয়ে তুমুল বিতর্ক, স্কুল খোলার সিদ্ধান্ত, Latest News 2022

Summer Vacation – আজ ৪ জুন শুনানি হাইকোর্ট মামলার, হতে পারে পড়ুয়াদের ভাগ্য বদল

শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালিত স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) নিয়ে তুমুল বিতর্ক। এ বছর গত ২ মে থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটির পর্ব। যদিও এই ছুটি নির্ধারণ করা হয়েছিল গত ২৪ মে থেকে তাও মাত্র ১১ দিনের জন্য। কিন্তু অত্যধিক গরমে তখন এতটাই নাজেহাল অবস্থা যে একপ্রকার বাধ্য হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গরমের ছুটি দেওয়ার।

প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ২৭ এপ্রিল। শেষের কয়েকটি দিন অত্যন্ত কষ্টের মধ্যে পরীক্ষা (Summer Vacation) দিতে হয়েছিল সকল পরীক্ষার্থীদের। এমনকি এই অবস্থায় যাতে পরীক্ষার্থীর থেকে শিক্ষক কেউই শারীরিকভাবে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য ব্যবস্থা রাখা হয়েছিল চিকিৎসক থেকে শুরু করে পানীয় জল ইত্যাদির।

তবে গরমের ছুটি দেওয়ার সাথে সাথে পরিবর্তন ঘটে আবহাওয়ার। শুরু হয় বৃষ্টিপাত, কমতে শুরু করে গরম। তবে টানা ৪৫ দিনের যে ছুটি (Summer Vacation) ঘোষণা করা হয়েছে তাতে ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ। কারণ তাদের মতে গত দু’বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হয়নি ঠিক করে পড়াশোনা। আবার অনেক শিক্ষক-শিক্ষিকার দাবি একটানা ৪৫ দিনের ছুটি দিলে সারা বছরের ছুটি কিভাবে মেনটেন করা হবে তা নিয়ে রয়েছে চিন্তা।

শিক্ষকদের একাংশের কথায়, আগে শিক্ষাবর্ষে ৮৭ দিনের ছুটি বরাদ্দ থাকত। সেটি পড়ে কমিয়ে ৬৫ দিনে আনা হয়েছে। তবে এইভাবে কোন নিয়ম না মেনে পরপর ছুটি (Summer Vacation) ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হলে এমনিতেই ৬৫ দিন থেকে বেড়ে ৮৭ দিনকেও ছাপিয়ে যেতে পারে এমনটাই ধারণা শিক্ষক মহলের একাংশের। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বের রেকর্ড থেকে বলা যায়, ২০০৮ সালে ও এমনই প্রবল গরমের জন্য গরমের ছুটির দিন সংখ্যা বাড়ানো হয়েছিল।

রেজাল্ট বেরোনো সঙ্গে সঙ্গে প্রকাশিত হল আগামী বছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচি, দেখুন কি জানালো পর্ষদ

আবার ২০২০ সালের রেকর্ড থেকে বলা যায়, সে বছর গরমের ছুটির (Summer Vacation) জন্য ধার্য করা হয়েছিল ১৩ দিন এবং পুজোর ছুটির জন্য ২৬ দিন। সকলেই জানেন আমাদের দেশ একটি গ্রীষ্মকালীন দেশ। যেখানে বছরের বেশিরভাগ সময়ে থাকে গরম। ফলে সে দিক থেকে দেখতে গেলে পুজোর ছুটি এবং গরমের ছুটির দিনকালের মধ্যে স্বাভাবিকভাবেই ফুটে ওঠে অসামঞ্জস্যতা। স্বাভাবিকভাবেই এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনলাইনে অনেক করুয়াই করতে পারেনি ঠিকমতো পড়াশোনা। এটা অনেক শিক্ষকদের একটি ক্ষোভের জায়গা।

তাই অনেকের দাবি, প্রতিবছর সাধারণত যে টাইমে গরমের ছুটি (Summer Vacation) পড়ে তার অনেক আগেই এবারে শুরু হয়েছে গরমের ছুটি। তবে এমন তো নয় যে গরম পড়ার আগেই বুঝে-শুনে ঠিক করা হয় গরমের ছুটির সময়সীমা। গরম যখন চরমে থাকে তখনই শুরু হয় গরমের ছুটি। তবে এবারের ছুটি যেন কিছুটা কম বিচার-বিবেচনার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই মনে করছেন শিক্ষকদের একাংশ।

মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে, নম্বর বাড়াতে কিভাবে রিভিউ এর আবেদন করবেন?

এদিকে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাসের বক্তব্য, ‘‘পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি প্রথমে ছিল ৩০ দিন। তার পরে ২৪, ১৮, ১৩ দিন থেকে কমতে কমতে এখন ১১ দিনে ঠেকেছে, যা বাস্তবোচিত নয় বলেই মনে করি আমরা। তাই স্কুলের বার্ষিক ছুটির মোট দিন ৮৭, ৮০ থেকে ৬৫ দিনে এসে ঠেকলেও আদতে গরমের কল্যাণে তা কোনও কোনও বার ৮৭ দিনেরও বেশি হয়ে যাচ্ছে।’’ (Summer Vacation)

আজ অর্থাৎ ৪ জুন হাইকোর্টে গরমের ছুটি সংক্রান্ত মামলার শুনানি। শিক্ষা দপ্তরের চাইছে যত তাড়াতাড়ি সম্ভব স্কুল খুলতে। কারণ যে সমস্ত ছাত্র-ছাত্রী প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ এখনো বাকি রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি সেরে ফেলতে চায় রাজ্য শিক্ষা দপ্তর। এখন এটাই দেখার কি হতে চলেছে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। (Summer Vacation)

এমনই আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

এবার যারা মাধ্যমিক পাশ করেছে, তাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button