Summer Vacation West Bengal – আগামী সপ্তাহেই খুলতে পারে স্কুল, গরমের ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত প্রশাসনিক মহলে, দেখুন, Big News 2022

Summer Vacation West Bengal – আগামী ৪ জুন হতে পারে পড়ুয়াদের ভাগ্য বদল

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি (Summer Vacation West Bengal) নিয়ে নয়া আপডেট। গত একমাস ধরে অর্থাৎ ২ মে থেকে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শুরু হয়েছে গরমের ছুটি। সেই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে গরমে নাজেহাল অবস্থা সকলের। রীতিমতো বইতো লু।

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের দিকে পরীক্ষার্থীদের অনেক কষ্টে দিতে হয়েছে পরীক্ষা। সকলে তখন একটাই প্রার্থনা গরম কখন কমবে অথবা স্কুল কবে থেকে ছুটি (Summer Vacation West Bengal) পড়বে। তবে গরমের ছুটি ঘোষণা হওয়ার পর থেকে শুরু হয় আবহাওয়ার পরিবর্তন।

কমে আসে গরম এবং শুরু হয় বৃষ্টিপাত। যার ফলে অনেকটাই স্বস্তি পায় রাজ্যবাসী। অনেকে আবার এই গরমের ছুটি (Summer Vacation West Bengal) এতদিন দেওয়ার বিপক্ষে ছিলেন। কারণ এমনিতেই অতিমারির কারণে দু’বছর ধরে ঠিকঠাক হয়নি কোন পড়াশোনা। গোড়ায় গলদ থেকে যাচ্ছে শিক্ষার্থীদের। এরফলে পরবর্তীকালে অসুবিধায় পড়তে হবে তাদের।

তাই অনেকেরই বক্তব্য ছিল আর যাতে স্কুল ছুটি না পড়ে অথবা ছুটি পড়লেও যাতে তা যেন স্বল্প দিনের জন্য হয়। এই নিয়ে ছুটি (Summer Vacation West Bengal) পড়ার পর কলকাতা হাইকোর্টে মামলা করা হয় স্কুল খোলা নিয়ে। তবে এবার খোদ প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল খোলা নিয়ে।

বিভিন্ন সংবাদ মাধ্যম এবং শিক্ষা দপ্তর পিকচার জানা গিয়েছে মিড্ডে মিল দেওয়ার জন্য এমনিতেই চলতি সপ্তাহে স্কুল খোলা (Summer Vacation West Bengal) রয়েছে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ ৩ জুন প্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিকের ফলাফল। আর একবার মাধ্যমিকের ফলাফল বেরোলে শুরু হয়ে যাবে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়াও। এ কারণে স্কুলে চালু রয়েছে অফিশিয়াল কাজকর্ম।

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়েও বড় আপডেট, দেখুন কবে বেরোবে রেজাল্ট

তবে কেন এত তোড়জোড় স্কুল খোলা নিয়ে? (Summer Vacation West Bengal)
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যত তাড়াতাড়ি স্কুল খোলা যাবে ততো তাড়াতাড়ি শুরু হবে দ্বিতীয় এবং প্রথম ডোজের টিকা না পাওয়া বা বাকি থেকে যাওয়া ছাত্র-ছাত্রীদের টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যে চীনে নতুনভাবে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৬ জুন স্কুল খোলা হলে টিকাকরণের কাজ অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

কারণ টিকা পাওয়ার সাথে সাথেই তৈরি হয় না ইমিউনিটি পাওয়ার। তাতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাই আগে থেকে স্টেপ নিতে চায় প্রশাসন। হিসেব বলছে, রাজ্যের ১৫-১৭ বয়সসীমার ৯০ শতাংশ ছাত্র-ছাত্রীর প্রথম ডোজের টিকাকরণ শেষ। বাকি রয়েছে মাত্র ১০ শতাংশ। (Summer Vacation West Bengal)

এবার টেলিকম পরিষেবা দেবে Amazon, টানা দুই বছর নেট, কল সব ফ্রী

অন্যদিকে ১২-১৪ বয়সসীমার ছাত্র-ছাত্রীর প্রায় ৮০ শতাংশেরই প্রথম ডোজ টিকাকরণ হয়ে গিয়েছে। বাকী রয়েছে ২০ শতাংশ। এদের সকলকে এখন দ্বিতীয় ডোজ দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য। তার সাথে যাদের প্রথম ডোজ এখন নেওয়া হয়নি তাদেরকেও দেওয়া হবে টিকা। (Summer Vacation West Bengal)

অন্যদিকে দেখতে দেখতে চলে এলো জুন মাস। গরমের ছুটি সংক্রান্ত মামলার শুনানি আগামী ৪ জুন হওয়ার সম্ভাবনা প্রবল। এখন এটাই দেখার আগামী পদক্ষেপ কি হতে চলেছে প্রশাসক এবং বিচারক মহলে। আপনাদের এই বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সাথে প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

প্রতারণা ছাড়াই পুরাতন নোট ও কয়েন কিভাবে সরাসরি ক্রেতার কাছে বিক্রয় করবেন? জানুন চটপট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button