SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? বিকাশ ভবনের নতুন আপডেট জেনে নিন

SVMCM Scholarship 2024-25

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অতি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা (SVMCM). যে স্কলারশিপে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করা হয়। সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের সুবিধা পান। তবে সম্প্রতি এই স্কলারশিপ নিয়ে একাধিক সমস্যার মুখে ছাত্রছাত্রীরা। রাজ্যের ভান্ডারে টাকা নেই। তাই নাকি বন্ধ স্কলারশিপের টাকা আসা। এরই মধ্যে স্বামী বিবেকানন্দ বৃত্তি নিয়ে বিকাশ ভবনের নতুন আপডেট সামনে এল।

SVMCM Scholarship New Update 2025

মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় অগ্রসরের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজে বছর অনুযায়ী বৃত্তির অর্থ পাওয়া যায়। বহু ছাত্র-ছাত্রীদের কাছে এই অর্থ পড়াশোনার খরচ সামলাতে কাজে আসে। টিউশনি টাকা দেওয়াতে কাজে আসে। তাই এই স্কলারশিপ এর টাকা পাওয়া বন্ধ হলে অনেকেই সমস্যায় পড়বেন। অনেক ছাত্র-ছাত্রী নিজেদের বাড়ির বাইরে কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার জন্য হোস্টেলে থাকছেন। তাঁদের জন্যও বৃত্তির অর্থ ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সময় মতো আবেদন করা হলেও ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা আসেনি। অনেকেই সরাসরি বিকাশ ভবনে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে জানানো হয়েছে, রাজ্যের আর্থিক সমস্যার কারণে বৃত্তির টাকা পাঠানো স্থগিত করা হয়েছে‌। তবে আশ্বাস মিলেছে অতি শীঘ্রই একাউন্টে স্কলারশিপের অর্থ জমা হবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছেন, এখন তাঁদের কি করনীয়?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবেন?

ইতিমধ্যে বিকাশ ভবনের তরফে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে। আর সেই নোটিশে বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের আটকে থাকা টাকা পুনরায় দিতে নতুনভাবে ফান্ড ছাড়া হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে কিভাবে সংশোধন করে টাকা পাওয়া যেতে পারে। আবার, নতুন করে যারা আবেদন করতে চাইছেন তাঁদের কি করণীয় সেটাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে সেরা স্কলারশিপের তালিকা। আবেদন করলে ৫০,০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন

কোন কোন কারণে টাকা ফেরত দিয়েছে?

অনেক ছাত্রছাত্রীর ব্যাংকে ত্রুটি থাকার কারণে তাঁদের স্কলারশিপের টাকা ফেরত দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) অনেকের ইন অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে ২) অনেকের মাইনর একাউন্ট ৩) ভুল একাউন্ট নম্বর থাকায় টাকা ফেরত এসেছে ৪) ব্যাংক একাউন্টের ভুল IFSC কোড ৫) আর টেম্পোরারিলি ক্লোজড অ্যাকাউন্ট থাকার কারণে অনেকের টাকা ফেরত এসেছে।

টাকা ফেরত পেতে হলে কি করতে হবে?

টাকা ফেরত পেতে হলে আপনাকে কয়েকটি স্টেপ মেনে চলতে হবে। দেখে নেওয়া যাক সেগুলি কি কি।

১) প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা সলভ করতে হবে। তার জন্য সরাসরি সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার অ্যাকাউন্ট টি এক্টিভ করতে হবে। এছাড়াও প্রয়োজন হলে KYC ও আধার লিংক আপডেট করতে হবে। ২) এরপর সরাসরি যোগাযোগ করুন ডিআই-এর অফিসে। আর সমস্ত কাজটি ৩০ জুনের মধ্যে সম্পন্ন করে নিন।

নতুন করে আবেদন শুরু কবে থেকে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ২০২৪-২৫ সেশনের আবেদন চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদন এখনো শুরু হয়নি। আশা করা হচ্ছে যে অক্টোবর মাস থেকেই হয়তো আবেদন শুরু হবে। বিস্তারিত জানতে আপনারা অফিশিয়াল সাইট দেখতে পারেন।

আরও পড়ুন: পড়ুয়ারা ১৯০০০ টাকা পাবে SBI ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর পড়ুয়ারা কীভাবে আবেদন করবেন?

উপসংহার

যারা এখনো টাকা পাননি তারা চিন্তা করবেন না। ব্যবস্থা করা হচ্ছে যাতে দ্রুত আপনাদের বৃত্তির টাকা পাঠানো সম্ভব হয়। যারা নতুন করে আবেদন করতে চাইছেন অফিসিয়াল সাইটে নজর রাখুন। সেখানেই আবেদনের লিংক পেয়ে যাবেন। আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Related Articles

Back to top button