SWP: বিনা পরিশ্রমে প্রতিমাসে আয় হবে 60,000 টাকা। বুদ্ধি খাটিয়ে এই একটি টেকনিক মানলেই কেল্লাফতে

SWP Investment Plan

চাকরি অথবা ব্যবসা কোন কিছুর সাথে যুক্ত না থেকেই টাকা রোজগার করার দুর্দান্ত পদ্ধতি SWP. যাকে বলা হয় সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (Systematic Withdrawal Plan) বর্তমানে প্রত্যেকটি মানুষ টাকা রোজগার নিয়ে চিন্তিত। কিভাবে আরো একটু বেশি টাকা আয় করা যায়, সেই চেষ্টায় নিরন্তর ছুটে চলেছেন। নিজ চাকরির সঙ্গে ব্যবসা অথবা পার্ট টাইম কাজেও যুক্ত থাকছেন। তবে এতকিছুর মধ্যে যদি নিশ্চিন্তে রোজগার করতে চান বাড়ি বসে তাহলে আজকে এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন।

What Is SWP Investment?

আজকে আমরা একটি স্মার্ট পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অনেকেই আছেন যারা এই বিষয়ে বিস্তারিত জানেন না। আপনি চাইলে চাকরি না করেও প্রতিমাসে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা কামাতে পারবেন। তবে তার জন্য আপনাকে যুক্ত হতে হবে SWP তে। এটি হল একটি দারুন পরিকল্পনা যার মাধ্যমে কাজ না করেও স্থায়ী রিটার্ন পাওয়ার সম্ভব। এর জন্য আপনার সঠিক তহবিল থাকতে হবে আর ঠিক ভাবে বিনিয়োগ করতে হবে।

কিভাবে বিনিয়োগ করলে লাভ পাবেন?

প্রতিমাসে মোটামুটি ৬০-৭০ হাজার টাকা আয় হলে যেকোনো মানুষের হেসে খেলে চলে যায়। কিন্তু তার জন্য দরকার প্রয়োজনীয় পরিকল্পনা। আপনি যদি স্মার্টলি আর্থিক পরিকল্পনা করেন তাহলে কোন টেনশন ছাড়াই প্রত্যেক মাসে হাতে আসবে মোটা টাকা। আর আপনি দারুণভাবে আপনার জীবন প্রবাহ কাটাতে পারবেন। তবে তার আগে SWP সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

অল্প সময়ের জন্য বিনিয়োগে কিরম লাভ?

এই বিনিয়োগ পরিকল্পনাতে আপনি অল্প সময়ের জন্যও বিনিয়োগ করতে পারেন। এবার যদি কেউ মাত্র এক বছরের জন্য প্রত্যেক মাসে মাসে ৬০-৭০ হাজার টাকা তুলতে চান এবং এক বছরের মধ্যে ফের কাজ শুরু করতে চান, তাহলে তার জন্য আপনাকে প্রায় ১.২ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র টাকা উত্তোলন করতে চাইলে আর প্রতিমাসে ৭০ হাজার টাকা তুলতে হলে আপনাকে একটি সঞ্চয় বা আমানত প্রকল্পে ৯ লাখ টাকা জমা করতে হবে। তারপর সেখান থেকে আপনি এক বছরের জন্য প্রত্যেক মাসে টাকা তুলতে পারবেন।

আরও পড়ুন: PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত। ক্লিক করে জানুন

কোন তহবিলে বিনিয়োগ করবেন?

এবার যদি আপনার বিনিয়োগের উদ্দেশ্য থাকে তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ মতো, স্বল্পমেয়াদী ঋণ তহবিল ও ইক্যুইটি সঞ্চয় তহবিলের সমন্বয়ে SWP-এর মাধ্যমে নিয়মিতভাবে নগদ প্রবাহ তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, আজকালকার দিনের জন্য SWP একটি ভাল বিকল্প। যার মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: LIC নিউ জীবন শান্তি পলিসির মাধ্যমে প্রতিমাসে ১,৪২,৫০০ টাকা পেনশন পাবে এলআইসি গ্রাহকেরা

উপসংহার

আজকে আলোচনা করা হলো SWP বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে। আপনি যদি চাকরি অথবা ব্যবসা না করে প্রতিমাসে আয় করতে চান তবে এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত। তবে সঠিক পরিমাণ, সঠিক তহবিল প্রয়োজন এবং একটু ধৈর্য ধরতে হবে। এছাড়া, এই পন্থায় বিনিয়োগ করতে হলে অবশ্যই আর্থিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নেবেন ও নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন।

Related Articles

Back to top button