Taruner Swapna Scheme: পুজোর আগেই ছাত্রছাত্রীরা পাবেন ট্যাব কেনার টাকা। অবশেষে দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে‌ ট্যাব অথবা স্মার্টফোন দেওয়া হয় (Taruner Swapna Scheme) সংশ্লিষ্ট প্রকল্পটি বাংলায় তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। রাজ্যবাসী ছাত্র-ছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে ওঠেন, তাঁদের জন্য সরকারের তরফে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়।

কিন্তু চলতি বছর তরুণের স্বপ্ন (Taruner Swapanna Scheme) প্রকল্পের টাকা পাওয়া নিয়ে পড়ুয়াদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। মাত্র কিছুদিন আগে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানায়, আপাতত ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না। তবে খুব শীঘ্রই ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের তরফে।

Taruner Swapanna Scheme 2024

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরুণের স্বপ্ন প্রকল্পে (Taruner Swapanna Scheme) মাধ্যমিক পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণীতে উত্তরণ হওয়া ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের তরফে প্রতি বছর ১০,০০০ টাকার অর্থ সাহায্য পেয়ে থাকে। এই টাকা দিয়ে পড়ুয়ারা ট্যাব অথবা স্মার্টফোন কিনতে পারেন। কোভিড পরিস্থিতি চলাকালীন রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পটি (Taruner Swapanna Scheme) উদ্বোধন করেছিলেন।

বিরাট খবর! শুধু মহিলারা নন, পুরুষরাও মাসে মাসে পাবেন 1000 টাকা! রাজ্য সরকার আনলো নতুন প্রকল্প

তারপর থেকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট প্রকল্প থেকে সাহায্য পেয়েছে। কেবলমাত্র চলতি বছর সেপ্টেম্বরের গোড়ার দিকে ট্যাব কেনার টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এদিন নবান্নের তরফে জানানো হয়, আগামীকাল থেকেই ট্যাব কেনার টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে। অর্থাৎ যা জানা যাচ্ছে, খুব সম্ভবত পুজোর আগেই ট্যাব কেনার টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা।

করোনা পরিস্থিতি চলাকালীন বিভিন্ন জায়গায় স্কুলে, কলেজে অনলাইনে ক্লাস হত। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের বহু ছাত্র-ছাত্রীর কাছে স্মার্টফোন না থাকায় তাঁরা ক্লাস করতে পারতেন না। আর সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে ২০২১ সাল থেকে এই ‘তরুণের স্বপ্ন’ নামক প্রকল্প চালু করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে।

ধামাকা খবর! পুজোর আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000/- টাকা পাঠাচ্ছে সরকার! কিভাবে পাবেন জানুন

প্রকল্প আরম্ভ করার সময় বলা হয়, যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, তাঁরা এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে দেওয়া হত ১০ হাজার টাকার অর্থ সাহায্য। তবে চলতি বছর থেকে এই প্রকল্পের আওতায় এসেছেন একাদশের ছাত্রছাত্রীদেরও। বর্তমানে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে।

অনলাইন মোডের বদলে অফলাইনে ক্লাস হচ্ছে। তাও রাজ্য সরকার প্রকল্পটি বন্ধ করেনি। বরং বছর বছর বছর সাহায্য পাচ্ছেন হাজার হাজার পড়ুয়া। এই বছর বেশ কিছুদিন অপেক্ষা করতে হলো তাঁদের। তবে পুজোর আগেই একাউন্টে টাকা পাঠিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে সরকার।

Related Articles

Back to top button