Tata Nano: ঝা চকচকে নতুন লুক নিয়ে বাজারে ফিরছে টাটা ন্যানো। জলের দামে পাবেন দুর্দান্ত ডিজাইন ও আকর্ষণীয় ফিচার্স
Tata Nano Car Features 2025
মধ্যবিত্তের সংসারে হাজারো স্বপ্ন। যার মধ্যে অন্যতম গাড়ি কেনা। সেই গাড়ি কেনার স্বপ্নপূরণে টাটা ন্যানো (Tata Nano)-এর ভূমিকা অপরিসীম। এমনিতে একটা গাড়ি কিনতে লাখ লাখ টাকার ধাক্কা। কিন্তু টাটা কোম্পানি কয়েক বছর আগে বাজারে আনে সস্তায় অত্যাধুনিক ফিচারযুক্ত গাড়ি। যা ভারতের বাজারে ছেয়ে যায়। প্রচুর মানুষ টাটা ন্যানোর গাড়ি কেনেন, বাড়িতে আনেন। সেই টাটা ন্যানো আবার ফিরছে ভারতে। এবার নতুন কি কি ফিচার অ্যাড করা হচ্ছে? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
Tata Nano 2025 Model Car Features
একসময় টাটা ন্যানোকে বলা হতো মধ্যবিত্তের স্বপ্নপূরণের চাবিকাঠি। এই গাড়ির দাম এতটাই কম যে, অনেক প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইকের থেকেও এই চারচাকার গাড়ি সস্তা। অফিসের নিত্য যাতায়াত, ছোট পরিবারের ডেইলি রাইড বা লং ড্রাইভের স্বপ্নপূরণ, এমনকি শহরের যানজটের মধ্যে দারুন ভাবে মানিয়ে নেওয়া এই ন্যানো গাড়ি আবার বাজার দখল করতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। মোট কথা একটি মধ্যবিত্ত পরিবারের জন্য এই গাড়ি একেবারে পারফেক্ট সঙ্গী।
টাটা ন্যানো গাড়িটির ছোট্ট চেহারায় যোগ করা হয়েছে আধুনিক লুক। আর সঙ্গে দরকারি সমস্ত ফিচারে ভরপুর এই গাড়ি। ভারতে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে আছে। অনেকে ভেবেছিল যে, এই গাড়ির হয়তো বিদায় হতে চলেছে। কিন্তু বাস্তব বলছে ঢালাও সাজিয়ে আবার বাজারে ফিরেছে টাটা কোম্পানির এই ন্যানো গাড়ি। সাশ্রয়ী এবং জনপ্রিয় এই গাড়িটি ২০২৫ সালের সঙ্গে মানানসই সমস্ত ফিচার নিয়ে আধুনিকভাবে ফিরেছে।
টাটা ন্যানো ২০২৫ মডেলের ফিচার্স
টাটা কোম্পানির ন্যানো গাড়িটি এবার শুধুই কম দামি নয়। তার সঙ্গে উন্নত মাইলেজ সুরক্ষা আর স্টাইল আপনাকে চমকে দিতে বাধ্য। ইতিমধ্যে এই গাড়ি নিয়ে Tata জানিয়েছে, নতুন Nano গাড়িটি প্রতি লিটার পেট্রোলে মাইলেজ দেবে ২৬ কিমি পর্যন্ত। আর, Eco মোডে গাড়িটি ৪০ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই গাড়িটির মাত্র ৩.১ মিটার লম্বা আর ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে। যা শহরের যানজটের সমস্যায় ও পার্কিং সমস্যার মাঝে দারুন মানানসই।
আরও পড়ুন: গাড়ি কিনতে 1 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে আবেদন করবেন এই নতুন প্রকল্পে? জেনে নিন
টাটা ন্যানোর নতুন ফিচার্স যা আগের মডেলে ছিলো না
টাটা ন্যানো গাড়িটির নতুন ডিজাইনে (Tata Nano new model) আপনি পেয়ে যাচ্ছেন LED হেডল্যাম্প, ডে-টাইম রানিং লাইট। এর পাশাপাশি, হেক্সাগনাল গ্রিল আর স্টাইলিশ অ্যালয় হুইলয়ের সঙ্গে যুক্ত হয়েছে। গাড়িটির ইঞ্জিনে ৬২৪ সিসি টুইন সিলিন্ডার পেট্রোল ইউনিট, এর গিয়ার অপশনে ৫-স্পিড ম্যানুয়াল ও AMT দিচ্ছে। এছাড়া গাড়িটিতে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন, ব্লুটুথ, ইউএসবি, সুরক্ষার জন্য ৪ এয়ার ব্যাগ, ক্যামেরা ও সেন্সর, সানরুফ, সেন্ট্রাল লকিং এই ধরনের আধুনিক বিচার যুক্ত করা হয়েছে।
টাটা ন্যানোর নতুন গাড়িটির দাম
এখনো জানা যাচ্ছে, টাটা ন্যানোর নতুন মডেল-এর এক্স-শোরুম মূল্য (Tata Nano Price) রাখা হয়েছে ২.৮০ লক্ষ টাকা। ইলেকট্রিক মডেলের দাম রাখা হয়েছে ৫-৭ লক্ষ টাকা। এই গাড়ি কেনার জন্য EMI অপশন পাবেন। প্রতি মাসে ১,০০০-১,৫০০ টাকা দিনেই Nano গাড়িটি কেনা সম্ভব হবে।
আরও পড়ুন: ৫ লাখ টাকার নীচে সেরা গাড়ি ২০২৫। ফিচার্সে সমৃদ্ধ সঙ্গে মাইলেজে সবচেয়ে বেশি
উপসংহার
এবার যদি আপনি টাটা ন্যানোর নতুন গাড়ি কিনতে চান তাহলে আপনাকে নিকটবর্তী স্টোরে গিয়ে যোগাযোগ করতে হবে। বর্তমানে বেশিরভাগ গাড়ি চার থেকে পাঁচ লাখের মধ্যে হলেও টাটা ন্যানো আপনি দুই থেকে তিন লক্ষের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এছাড়া EMI সুবিধা থাকার কারণে প্রতিমাসে টাকা দিয়েও নিজের গাড়ি কেনার স্বপ্নপূরণ সম্ভব। এছাড়া বাকি ডিটেলস আপনারা অনলাইনে ওয়েবসাইটে পেয়ে যাবেন।