Tata Scholarship: মাধ্যমিক পাশে 50,000 টাকার স্কলারশিপ দিচ্ছে টাটা। কিভাবে আবেদন জানাবেন? দেখে নিন

Tata Scholarship Eligibility And Application

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে টাটার তরফে চালু করা হল নতুন স্কলারশিপ (Tata Scholarship). এই স্কলারশিপে ছাত্রছাত্রীরা পাবেন ৫০০০০ টাকা। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করলেই এই স্কলারশিপের সুবিধা আপনারা পাবেন। আবেদন জানানোর জন্য আপনাদের যোগ্যতার বিবরণ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আসুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Tata Scholarship For Students

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতির স্বার্থে একাধিক বৃত্তি প্রকল্প চালু করেছে। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এমনকি ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্যও একাধিক স্কলারশিপ (Scholarship Scheme) চালু রয়েছে। সরকার ছাড়াও বিভিন্ন প্রাইভেট কোম্পানি, এনজিও-এর তরফ থেকেও আর্থিক সাহায্য প্রদান করা হয়। আজকে আমরা আলোচনা করব টাটা স্কলারশিপ সম্পর্কে। এটি এমনই বৃত্তি প্রকল্প যা হয়তো অনেকেই জানে না।

তবে এই বৃত্তি প্রকল্পের দ্বারা ৫০,০০০ টাকার বৃত্তি পেতে পারেন ছাত্র-ছাত্রীরা। ২৫ বছরের পূর্তি উপলক্ষে টাটা স্টিল ডাউন স্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের তরফ থেকে স্কলারশিপ প্রদান করা হচ্ছে। যেখানে যোগ্য ছাত্রছাত্রীদের ৫০,০০০ টাকার আর্থিক সাহায্য করা হবে। তবে আপনি যদি আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন আপনাকে পড়ে নিতে হবে।

প্রতিমাসে একাউন্টে টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গের ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ

Tata Scholarship Eligibility

  • আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে চান তাহলে আবেদনকারীকে অবশ্যই জামশেদপুর, কালিঙ্গানাগার, পান্তনগর, পুনে, ফরিদাবাদ, চেন্নাই, তোডা অথবা কলকাতার বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীকে আইটিআই বা ডিপ্লোমা কোর্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে ৫০% নম্বর-সহ পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৫ লক্ষ টাকার কম।
  • তবে মনে রাখবেন যে, টাটা ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড ও বাডি ফর স্টাডির কর্মীদের সন্তানেরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
  • উল্লেখ্য, শারীরিক ভাবে অক্ষম ও অনগ্রসর জাতি বা EWS প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

মাসে 12,000 টাকার বেতনে চাকরি দিচ্ছে মোদি সরকার। সরকারি যোজনায় এবার চাকরি পাবে লাখ লাখ প্রার্থী

Tata Scholarship Application

আপনারা যারা এই স্কলারশিপে আবেদন জানাতে চাইছেন তাঁরা অবশ্যই আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ জেনে নিন।

  • প্রথমত, যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইবে তাঁদের প্রথমেই ভিজিট করতে হবে ‘buddy4study’ ওয়েবসাইটে।
  • দ্বিতীয় ধাপে, আপনি রেজিস্ট্রেশন করে নেবেন।
  • তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করবেন।
  • এরপর, লগ ইন হলে ক্লিক করুন TSDPL Silver Jubilee Scholarship Program এর উপর। এখানে স্কলারশিপে আবেদনের পক্রিয়া শুরু করা যাবে।
  • এরপরের ধাপে ‘Start Application’ বটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখবেন আবেদনের ফর্ম খুলে যাবে। এরপর আবেদনপত্র যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিন।
  • এরপর শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ আগামী ৩০ শে ডিসেম্বর ২০২৪. সঠিক সময়ের মধ্যে আবেদন জমা করলে তবেই আপনি স্কলারশিপের সুবিধা পেয়ে যাবেন।

Related Articles

Back to top button