Teachers Day Wishes – শিক্ষক দিবসে প্রিয় শিক্ষকদের পাঠিয়ে দিন এই শুভেচ্ছাবার্তা গুলো। Teachers Day Qutes, Messages, Greetings.
দেশ তথা সারা পৃথিবীর শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাতে ভারতে ৫ সেপ্টেম্বর ও সারা বিশ্বে ৫ অক্টোবর শিক্ষক দিবস (Teachers Day Wishes, শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা) পালিত হয়। আর শিক্ষক দিবস কে পালন করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিবিন্ন প্রতিষ্ঠানে। সারা দেশের সেরা শিক্ষকদের সম্মান দেওয়া হয়। আর এই শুভ দিনে শিক্ষক শিক্ষিকাদের পাঠান শুভেচ্ছাবার্তা বা Teachers Day Wishes. নিজের মতো করে শিক্ষকদের লেখাই শ্রেয়। তবুও দেখে নিন বাছাই করা কয়েকটি শুভেচ্ছাবার্তা বা Teachers Day Messages, Teachers Day qutes. আর তাদের মোবাইলেও এই মেসেজ গুলো পাঠাতে পারেন।
Teachers Day Wishes, Teachers Day Qutes, Teachers Day Messages
সারা দেশ জুড়ে পালিত হবে এই বিশেষ দিন। আপনারা সবাই জানেন ৫ই সেপ্টেম্বর দিনটি সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিন উপলক্ষে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ১৯৬২ সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হন, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এবং শিক্ষক ছিলেন। শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের যে অবদান সেটা মনে রাখতেই বিভিন্ন দেশ বিভিন্ন দিন শিক্ষক দিবস পালিত হয়।
শিক্ষক দিবস এলেই স্মৃতিবিদুর হয়ে পড়ি আমরা সবাই। স্কুল কলেজ জীবনের সবচেয়ে পছন্দের শিক্ষক শিক্ষিকার কথা মনে পড়ে যায় এদিন। পাশাপাশি মনে পড়ে, শিক্ষক দিবস পালনের উপলক্ষে করে থাকা সমস্ত আয়োজন। এক মাস আগে থেকেই শুরু হয়ে যেত তোড়জোড়। শিক্ষকদের ধন্যবাদ জানাতে, যাতে কোনও খামতি না থাকে, তার জন্য কোমর বেঁধে লেগে পড়তাম আমরা সবাই। তাঁদের ভালোবাসা, বকা, শাস্তি দেওয়া সবই আমাদের প্রত্যেকের মনে বিশেষ স্থান দখল করে রয়েছে। জ্ঞান, সুশিক্ষা দিয়ে আমাদের জীবন ভরে তুলেছেন শিক্ষকরা। কাল সেই শিক্ষক-শিক্ষিকাদের দিন। সেই দিন উপলক্ষে আজই পাঠিয়ে দিন Teachers Day Wishes বা শুভেচ্ছা বার্তা। কী কী লিখবেন শুভেচ্ছা বার্তায় দেখে নিন।
Teachers Day Wishes, Teachers Day Messages
শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তাঃ ১
সেই দিন বুঝিনি
আপনার কড়া শাসনের
অন্তর্নিহিত অর্থ।
যখন বুঝেছি
ততক্ষণে দিনগুলো পেরিয়ে গেছে।
শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তাঃ ২
ছোটোবেলায় আপনার কাছে সেই বকুনি না খেলে এত দূর আসতাম না। আপনার মধুর শাস্তিগুলো আমাদের পাথেয় হয়ে আছে। সেদিন আপনি ভুল ধরিয়ে না দিলে আমি পথ হারিয়ে ফেলতাম। সে দিন আপনি যদি না থাকতেন, আমি বড় হতে পারতাম না। হারিয়ে যেতাম ভিড়ের মধ্যে। আপনাদের কোনও তুলনা হয়না।
শুভ শিক্ষক দিবস।
শিক্ষক দিবসের উক্তি
আপনার মতো শিক্ষক পাওয়া সৌভাগ্যের বিষয়।
আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মতো
আরও শিক্ষকের প্রয়োজন রয়েছে।
শুভ শিক্ষক দিবস।
২
আমাকে এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
আপনাদের বিকল্প বা কোনও তুলনা হয়না।
কথা দিচ্ছি আপনার শেখানো পথ থেকে কখনো বিচ্যুত হব না।
শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা নেবেন।
৩
শিক্ষকরা কেবল মাত্র
আমাদের একটি ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে
গড়ে তোলেন না, বরং তাঁরা আমাদেকে
ভালো মানুষের মতো বাঁচতে শেখান।
আজকের দিনে সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানাই।
৪
একজন শ্রেষ্ঠ শিক্ষক
তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন না,
বরং প্রশ্নের উত্তর খোঁজার আগুন জ্বালাবেন
তোমার মনে।
হ্যাপি টিচার্স ডে।
৫
আমাদের জীবনের প্রাথমিক পাঠটাই শেখা আপনার থেকে।
আপনার মতো একজন শিক্ষককে পেয়ে আমরা ধন্য!
শুভ শিক্ষক দিবস। আপনার দীর্ঘায়ু কামনা করি।
Teachers Day Wishes
৬
আপনি স্ফুলিঙ্গের উদ্দীপক,
আপনি অনুপ্রেরণার উৎস,
আপনি নিরব পথপ্রদর্শক,
আমার জীবনের আলো।
আমি আপনার সান্নিধ্য পেয়ে
চির গর্বিত। আপনার দীর্ঘায়ু কামনা করি।
৭
প্রিয় শিক্ষক, তুমিই আমার সমস্ত পথ সমর্থন,
প্রদর্শন এবং আলোকিত করার জন্য ধন্যবাদ।
আমি যদি সারাজীবনের জন্য
আপনার আশীর্বাদ পেতে পারি
তবে আমি আপনার মতো সফল হব জীবনে।
শুভ শিক্ষক দিবস।
৮
আপনি যেন এক জাদুকর।
পড়িয়েছেন কয়েক পাতার পাঠ্যবই।
যেগুলো এত বড়ো পৃথিবীতে
সঠিক ভাবে চলার শক্তি দিয়েছে।
শুধু আক্ষেপ এটাই,
সারাজীবন যদি আপনার সান্নিধ্য পেতাম!
শিক্ষক দিবসের বানী
১) মা হল জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা, ছোট থেকে তিনিই শিখিয়েছেন কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে যত্ন নিতে হয়, তাই তোমাকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা মা।
২) সত্যি কারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করে শুভ শিক্ষক দিবস।
৩) প্রতিটি শিক্ষক জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সর্বদা তাদের সম্মান করুন। শুভ শিক্ষক দিবস।
আরও পড়তে ক্লিক করুন, সেপ্টেম্বরে টানা ছুটি, কতদিনের ছুটি পাবেন সকলে? পুরো তালিকা দেখুন।
৪) শিক্ষাই যেহেতু সাফল্যের চাবিকাঠি, তাই ছাত্র-ছাত্রীদের মনে তাঁদের শিক্ষক-শিক্ষিকারা চিরস্থায়ী ছাপ রেখে যান, যা না ভোলা স্মৃতির মতো।
৫) শিক্ষকরা কেবল মাত্র আমাদের একটি ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে গড়ে তোলেন না, বরং তাঁরা আমাদেরকে ভালো মানুষের মতো বাঁচতে শেখান। আজকের দিনে সকল শিক্ষক-শিক্ষিকাকে প্রণাম জানাই।