Telecom News – 5G এর আমলে 4G টাওয়ার বসানোয় কেন্দ্রের দেওয়া বরাত পেল কোন কোম্পানি? দেখুন, New Update 2022

Telecom News – এবার থেকে দেশের প্রতিটি প্রান্তে থাকবে 4G টাওয়ার

ভারতের টেলিকম মার্কেটে (Telecom News) অধিকাংশ জায়গা দখল করে রেখেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। দুটির মধ্যে চলে জোর টক্কর। এ বলে আমায় দেখ ও বলে আমায়। তবে রিচার্জ প্ল্যানের দামের দিক থেকে দেখতে গেলে এয়ারটেলের তুলনায় জিও বেশ খানিকটা কম দামেই পরিষেবা প্রদান করে সমস্ত গ্রাহকদের।

তার ওপরে বলাই বাহুল্য, শুরুর বছরগুলিতে রিলায়েন্স জিও বিনামূল্যে পরিষেবা প্রদান করেছিল লক্ষ লক্ষ গ্রাহককে। আরে কথা তো সবাই জানেন গত বছর নভেম্বর মাস থেকে BSNL বাদে বৃদ্ধি পেয়েছে সমস্ত বেসরকারি টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম। যার ফলে অনেক গ্রাহক বদলে ফেলেছেন সিম।

শোনা যাচ্ছে আবারও কিছুদিনের মধ্যে দাম বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের। তবে এরই মধ্যে Jio এবং Airtel এই বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে বিভিন্ন গ্রামে 4G টাওয়ার বসানোর দায়িত্ব দেওয়ায় 3,683 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ইতিমধ্যেই দেশের উন্নত শহরগুলিতে 5G মোবাইল নেটওয়ার্ক (Telecom News) চালু করার প্রস্তুতি শুরু হয়েছে।

আগামী সপ্তাহেই খুলতে পারে স্কুল, গরমের ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত প্রশাসনিক মহলে, দেখুন

তাই এখনো দেশের যে সমস্ত এলাকাগুলিতে নেই 4G নেটওয়ার্ক, সমস্ত জায়গায় এবার বসানো হবে 4G টাওয়ার। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, Jio এবং Airtel মিলিয়ে দেশের মোট 5টি রাজ্যের ৪৪টি জেলার গ্রামে মোবাইল টাওয়ার স্থাপন করবে। এগুলোর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়।

চলতি মাস থেকে সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালান্স দ্বিগুন বেড়ে গেল, টাকা কম থাকলেই ফাইন দিতে হবে

কোন কোম্পানিকে কতগুলি টাওয়ার বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে?
Reliance Jio- কেন্দ্রের তরফে Reliance Jio-কে 3,696 টি টাওয়ার বসানোর বরাত দেওয়া হয়েছে। যেটির জন্য জিও পাবে মোট 2,836 কোটি টাকা। (Telecom News)
Bharti Airtel- কেন্দ্রের তরফে Airtel-কে মোট 1,083 টি মোবাইল টাওয়ার বসানোর বরাত দেওয়া হয়েছে। যেটির জন্য এয়ারটেলের পাবে প্রায় 847.95 কোটি টাকা।

রোজ নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

এক সার্টিফিকেটেই মুশকিল আসান, আর দিতে হবে না কোন পরীক্ষা, কি সেটি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button