TET Exam 2022 – সকল TET পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার ক্ষেত্রে এই বাধা থাকবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের।
TET Exam 2022 – কি নির্দেশ দেওয়া হয়েছে?
টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর (TET Exam 2022)। আমরা সকলেই জানি, টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকে। তা না মানলে পরীক্ষায় বসা যায় না। এবার এই নিয়মের বদল ঘটতে চলেছে।
আগের নিয়ম অনুসারে আবেদনকারীরা শেষ সেমিস্টার/বছরে উপনীত হলেই TET পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হতেন। সেই নিয়ম পরিবর্তন হতে চলেছে। বর্তমানে কোর্সে ভর্তি হলেই টেট পরীক্ষায় বসার অনুমতি পাওয়া যাবে। এ নিয়ে উচ্চ আদালতে পিটিশন দাখিল করা হয়। এরপরই এই সিদ্ধান্ত। (TET Exam 2022)
সরকারি কর্মচারীদের ডিএ কবে বাড়বে, কর্মীদের মন রাখতে, কি ঘোষণা সরকারের
আদালতের নির্দেশ কি?
সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে মামলা করা হলে কোর্ট ‘PURSUING’ শব্দটির ব্যাখ্যা দেয়। এরপর NCTE এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (TET Exam 2022)। ঠিক কি বলা হয়েছে? শিক্ষক প্রশিক্ষণ কোর্সে নাম লেখালেই TET পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে যেকোন শিক্ষক প্রশিক্ষণ কোর্স বা TTC নথিভুক্ত শিক্ষার্থীরা TET পরীক্ষায় বসতে পারবেন।
উল্লেখ্য, পূর্বে উত্তরপ্রদেশ সরকার টেট পরীক্ষার বিজ্ঞপ্তিতে জানায়, আবেদনকারীদের মধ্যে প্রশিক্ষণ নিচ্ছেন এমন ব্যক্তিরা টেট পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই প্রশিক্ষণের ফলাফল পেতে হবে বা সম্পূর্ণ করতে হবে। এরপরই এ বিষয় নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করা হয়। সেখানে রাজ্যের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্টে ‘স্পেশাল লিভ পিটিশন’ দাখিল হলে সুপ্রিম কোর্ট ‘PURSUING ‘ শব্দের বিস্তারিত ব্যাখ্যা করে। (TET Exam 2022)
পড়াশোনা, চাকরী, বা ঘরের কাজের ফাঁকে অনলাইনে কাজ করার দারুন সুযোগ
আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় কোনো ব্যক্তি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হলে তাকে PURSUE হিসেবে ধরতে হবে (TET Exam 2022)। তাকে টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনোপ্রকার বাধা দেওয়া হবে না। ২০১৯ সালের জুলাইতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিজ্ঞপ্তি জারি করেছে NCTE.
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি